গুরুদাসপুরে শক্তিশালী বোমা নিষ্ক্রিয়
১৮ জুন ২০২৩, ০৯:৩৭ পিএম | আপডেট: ১৯ জুন ২০২৩, ১২:০১ এএম

নাটোরের গুরুদাসপুরে সরকারি বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যক্ষের অফিসকক্ষের সামনে রাখা শক্তিশালী বোমাটি নিষ্ক্রিয় করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজমের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট।
গত শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বোমাটি পাহাড়ায় রেখে ১৮ ঘণ্টার প্রচেষ্টায় শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কলেজ ক্যাম্পাসে বোমাটি নিষ্ক্রিয় করার মাধ্যমে ওই অভিযান শেষ হয়। তবে বোমাটি কতটা শক্তিশালী ছিল তা জানা যায়নি। ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পুলিশ পরিদর্শক মো. শফিউদ্দিন শেখ বলেন, কলেজে পাওয়া বোমাটি শক্তিশালী ছিল। বোমাটি বস্তায় মোড়ানো একটি সুটকেচের মধ্যে ছিল। মূলত তিনটি পেট্রোল বোমা, তিনটি ককটেল এবং প্লাস্টিকের জারে রাখা বিষাক্ত কেমিক্যাল জাতীয় পদার্থের সমন্বয়ে বোমাটি তৈরি করা হয়েছিল।
এর আগে শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে পুলিশ পাহারা বসানো হয়। পরে বেলা তিনটার দিকে র্যাব-৫ এর বোমা নিষ্ক্রিয়কারী দল পরীক্ষা-নিরীক্ষার পর পার্সেলের বস্তায় শক্তিশালী বোমা থাকার বিষয়টি নিশ্চিত করে। কিন্তু তাদের কাছে শক্তিশালী বোমা নিষ্ক্রিয়করণ যন্ত্রপাতি না থাকায় র্যাব সদর দপ্তরের সহযোগিতা চাওয়া হয়।
অধ্যক্ষ সাইদুল ইসলাম সাইদ জানান, শনিবার সকালে অফিস কক্ষের সামনে তিনি বিশেষ বার্তা সম্বলিত একটি বস্তা থাকায়, বিষয়টি নিয়ে তার সন্দেহ হয়। পরে তিনি পুলিশে খবর দেন। তিনি বলেন, কলেজ নিয়ে মামলা চলছে। কিছুদিন আগে বোমা মেরে কলেজটি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। মূলত সে কারণেই তার অফিস কক্ষের সামনে আমের বস্তায় বোমা রেখেছিল। এখন তিনি প্রাণ সংশয়ে আছেন। কলেজ, পুলিশ ও র্যাব সূত্র জানা যায়, অধ্যক্ষের অফিসকক্ষের দরজার সামনে সাদা রঙের একটি বস্তা পাওয়া যায়। সেখানে লেখা ছিল ‘আমরুপালী ৩০ কেজি। প্রাপক প্রিন্সিপাল, বঙ্গবন্ধু কলেজ, গুরুদাসপুর নাটোর। তাতে অধ্যক্ষের মোবাইল নম্বরও লেখা ছিল।’ খবর পেয়ে সকাল থেকে কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়। বিশেষ নজরদারিতে রাখা হয় ওই বস্তা। বস্তাটিকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দিনভর কলেজ ক্যাম্পাসে উৎসুখ মানুষ ভিড় জমাতে থাকে। এদিকে এলাকায় বোমা আতংক ছড়িয়ে পড়ায় শ্রেণি পরীক্ষা স্থগিত করে কলেজ বন্ধ ঘোষণা করা হয়। গতকাল রোববার কলেজের পাঠদান কার্যক্রম বন্ধ ছিল। গুরুদাসপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান জানান, কলেজে বোমা রাখার বিষয়ে এখানো কোনো মামলা হয়নি। বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী বিষয়টি নিয়ে মামলা দায়ের করবেন তিনি।
সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আক্তারুজ্জামান জানান, নিষ্ক্রিয় বোমাটির আলামত সংগ্রহ করা হয়েছে। ল্যাবরেটরিতে পরীক্ষার পর জানা যাবে কতটা শক্তিশালী ছিল।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন

উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা : পরিবেশ উপদেষ্টা

আদালতে মডেল মেঘনা আলম, প্রতারণার মামলা

মোদিকে মমতার সতর্কতা : শাহকে নিয়ন্ত্রণ করুন

নতুন আয়নাঘরের সন্ধান, উঠে এলো ভয়াবহ চিত্র

গৌরীপুর সাব-রেজিষ্ট্রি অফিসে ঘুষ-অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পেয়েছে দুদক

পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসানের মৃত্যু

বরিশালে ১৮ লাখটন বোরো চাল ঘরে তুলতে শতভাগ আবাদ সম্পন্ন

অপতথ্য নিয়ে কাজ করা সংস্থা বন্ধ করলো ট্রাম্প প্রশাসন

হাসপাতালে ভর্তি অভিনেতা ইলিয়াস জাভেদ

মানবেন্দ্র ঘোষের বাড়িতে হামলাকারীদের বিচার করতে হবে : দেলাওয়ার

‘মিশন কমপ্লিট’ লিখে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার স্ট্যাটাস

আলোর মুখ দেখেনি যেসব ঢাকাই সিনেমা

হার্ভার্ড বামপন্থীদের আখড়া, শিক্ষার জন্য উপযুক্ত নয় : ট্রাম্প

ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ, কঠিন হবে আশ্রয় পাওয়া

কর্তাব্যক্তির ইশারায় চলে উখিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দুর্নীতি-দূদক

ওয়াকফ আইন’ বাতিলের বিষয়ে সিদ্ধান্ত আজ

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক আজ

যুক্তরাজ্যে মুসলিমদের কবরস্থান ভাঙচুর, ৮৫টি কবর ভাঙচুর

ইলিয়াস আলী নিখোঁজের ১৩ বছর আজ, সিলেটে বিএনপির নানা কর্মসূচি

বাংলাদেশকে ৭২৪ কোটি টাকার সহায়তা দেবে জার্মানি