ডোমারে ডেন্টিস্ট ওমর ফারুকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
২০ জুন ২০২৩, ০৮:২৩ পিএম | আপডেট: ২১ জুন ২০২৩, ১২:০২ এএম

ডোমারের ফেন্সী ডেন্টাল হোমের ডেন্টিস্ট ওমর ফারুকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পাওয়া যায়। ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের তৈয়বুর রহমান নীলফামারী সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিান জানান, আমার দাঁতের প্রচ- ব্যাথার কারণে আমি ডোমারের নিউমার্কেটে ফেন্সী ডেন্টাল হোমে ডেন্টিস্ট ওমর ফারুকের চেম্বারে গেলে কর্মচারী হৃদয় আমাকে ডেকে নিয়ে বলেন আমাদের চেম্বারে বড় ডাক্তার মো. মোহাইমিনুল ইসলাম বসেন। আমি এই বিশ্বাসে ডেন্টিস্ট ওমর ফারুকের চেম্বারে যাই। গিয়ে দেখি বড় ডা. মো. মোহাইমিনুল ইসলাম না থাকায় উনি আমাকে বলেন যে উনিই ডা. মো. মোহাইমিনুল ইসলাম। কিন্তু আমি ওমর ফারুককে পূর্বেই চিনতাম। উনি ডা. মোহাইমিনুল ইসলামের প্রেসক্রিপশনে আমাকে দেখে আমার চিকিৎসা ব্যবস্থা লিখে দেন। তার চিকিৎসায় আমার দাঁতের ইনফেকশন হয়। পরে রংপুরে চিকিৎসার পর ভালো হই। উনি ডাক্তার না হওয়া সত্ত্বেও আমাকে প্রেসক্রিপশন করেন। উনি লিফলেট-ফেস্টুনে ওমর ফারুক (ডেন্টাল), এম.ডি.ডি.টি (রংপুর), এল.ডি.ডি.এস (ঢাকা), এফ.টি. রংপুর ডেন্টাল কলেজ, ১৭ বছরের অভিজ্ঞ, মুখ ও দাঁতের চিকিৎসক লিখেন। উনার প্রতিষ্ঠানের ডোমার পৌরসভা প্রদত্ত ট্রেড-লাইসেন্স ২০১৩ সালে মেয়াদ উত্তীর্ণ হয়, তা সত্ত্বেও উনি প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত রেখেছেন।
অভিযোগের আলোকে সিভিল সার্জন তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির প্রতিবেদনে জানা যায়, ফেন্সী ডেন্টাল হোম নামক প্রতিষ্ঠানের চিকিৎসক ডেন্টিস মো. ওমর ফারুক একজন ভুয়া চিকিৎসক। উক্ত প্রতিষ্ঠানে সরেজমিনে প্রদর্শনকালে তদন্ত টিমের কাছে প্রতীয়মান হয় যে, তিনি সাইন বোর্ডে ডেন্টিস মো. ওমর ফারুক লিখেছেন এবং ১৭ বছরের অভিজ্ঞতা দাবি করেছেন। কিন্তু তিনি ১৭ বছরের অভিজ্ঞতার সনদ দেখাতে পারেননি। তিনি লোকাল ফিল্ড ট্রেনিং এবং ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলোজির সনদ তদন্ত কমিটির নিকট প্রদর্শন করেন। ডেন্টিস্ট না হওয়া সত্ত্বেও কার্যপরিধির বাইরে তার কিছু লিখিত চিকিৎসার ব্যবস্থাপত্র পাওয়া গেছে।
অতএব, তদন্ত কমিটির কাছে প্রতিয়মান হয় যে, তার বিএমডিসির রেজিস্ট্রেশন না থাকা সত্বেও সে নিজেকে ডেন্টিস্ট হিসেবে পরিচয় দেয়। তার সার্টিফিকেট অনুযাযী সে একজন ডেন্টাল টেকনোলজিস্ট। অথচ তিনি নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দেয়। প্রেসক্রিপশনে লিখেন ডাক্তার ওমর ফারুক এম.ডি.ডি.টি (রংপুর), এল.ডি.ডি.এস (ঢাকা), এফ.টি. রংপুর ডেন্টাল কলেজ, ১৭ বছরের অভিজ্ঞ মুখ ও দাঁতের চিকিৎসক লিখেন। দুটি ডেন্টাল হোম খুলে দীর্ঘদিন থেকে রোগীদের সাথে প্রতারনা করে চলেছেন ডেন্টাল ওমর ফারুক।
এ বিষয়ে ডেন্টিস্ট ওমর ফারুক বলেন, আমার এ বিষযে সকল সার্টিফিকেট রয়েছে। তার ভাষ্যমতে তিনি, দন্ত সম্পর্কিত কোন ধরনের অস্ত্রোপচার করেন না। কিন্তু বিভিন্ন সূত্রে জানা গেছে তিনি দস্ত সম্পর্কিত অস্ত্রোপচার করেন।
এ প্রসঙ্গে সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান জানান, ডোমারের ওমর ফারুকের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি, আমরা আবারো তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবো।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন

নতুন আয়নাঘরের সন্ধান, উঠে এলো ভয়াবহ চিত্র

গৌরীপুর সাব-রেজিষ্ট্রি অফিসে ঘুষ-অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পেয়েছে দুদক

পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসানের মৃত্যু

বরিশালে ১৮ লাখটন বোরো চাল ঘরে তুলতে শতভাগ আবাদ সম্পন্ন

অপতথ্য নিয়ে কাজ করা সংস্থা বন্ধ করলো ট্রাম্প প্রশাসন

হাসপাতালে ভর্তি অভিনেতা ইলিয়াস জাভেদ

মানবেন্দ্র ঘোষের বাড়িতে হামলাকারীদের বিচার করতে হবে : দেলাওয়ার

‘মিশন কমপ্লিট’ লিখে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার স্ট্যাটাস

আলোর মুখ দেখেনি যেসব ঢাকাই সিনেমা

হার্ভার্ড বামপন্থীদের আখড়া, শিক্ষার জন্য উপযুক্ত নয় : ট্রাম্প

ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ, কঠিন হবে আশ্রয় পাওয়া

কর্তাব্যক্তির ইশারায় চলে উখিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দুর্নীতি-দূদক

ওয়াকফ আইন’ বাতিলের বিষয়ে সিদ্ধান্ত আজ

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক আজ

যুক্তরাজ্যে মুসলিমদের কবরস্থান ভাঙচুর, ৮৫টি কবর ভাঙচুর

ইলিয়াস আলী নিখোঁজের ১৩ বছর আজ, সিলেটে বিএনপির নানা কর্মসূচি

বাংলাদেশকে ৭২৪ কোটি টাকার সহায়তা দেবে জার্মানি

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৫ ফিলিস্তিনি

১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রসচিবরা বৈঠকে বসছেন আজ

উখিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় ১ শিশু নিহত ও আহত ৬