ডোমারে ডেন্টিস্ট ওমর ফারুকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
২০ জুন ২০২৩, ০৮:২৩ পিএম | আপডেট: ২১ জুন ২০২৩, ১২:০২ এএম
ডোমারের ফেন্সী ডেন্টাল হোমের ডেন্টিস্ট ওমর ফারুকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পাওয়া যায়। ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের তৈয়বুর রহমান নীলফামারী সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিান জানান, আমার দাঁতের প্রচ- ব্যাথার কারণে আমি ডোমারের নিউমার্কেটে ফেন্সী ডেন্টাল হোমে ডেন্টিস্ট ওমর ফারুকের চেম্বারে গেলে কর্মচারী হৃদয় আমাকে ডেকে নিয়ে বলেন আমাদের চেম্বারে বড় ডাক্তার মো. মোহাইমিনুল ইসলাম বসেন। আমি এই বিশ্বাসে ডেন্টিস্ট ওমর ফারুকের চেম্বারে যাই। গিয়ে দেখি বড় ডা. মো. মোহাইমিনুল ইসলাম না থাকায় উনি আমাকে বলেন যে উনিই ডা. মো. মোহাইমিনুল ইসলাম। কিন্তু আমি ওমর ফারুককে পূর্বেই চিনতাম। উনি ডা. মোহাইমিনুল ইসলামের প্রেসক্রিপশনে আমাকে দেখে আমার চিকিৎসা ব্যবস্থা লিখে দেন। তার চিকিৎসায় আমার দাঁতের ইনফেকশন হয়। পরে রংপুরে চিকিৎসার পর ভালো হই। উনি ডাক্তার না হওয়া সত্ত্বেও আমাকে প্রেসক্রিপশন করেন। উনি লিফলেট-ফেস্টুনে ওমর ফারুক (ডেন্টাল), এম.ডি.ডি.টি (রংপুর), এল.ডি.ডি.এস (ঢাকা), এফ.টি. রংপুর ডেন্টাল কলেজ, ১৭ বছরের অভিজ্ঞ, মুখ ও দাঁতের চিকিৎসক লিখেন। উনার প্রতিষ্ঠানের ডোমার পৌরসভা প্রদত্ত ট্রেড-লাইসেন্স ২০১৩ সালে মেয়াদ উত্তীর্ণ হয়, তা সত্ত্বেও উনি প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত রেখেছেন।
অভিযোগের আলোকে সিভিল সার্জন তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির প্রতিবেদনে জানা যায়, ফেন্সী ডেন্টাল হোম নামক প্রতিষ্ঠানের চিকিৎসক ডেন্টিস মো. ওমর ফারুক একজন ভুয়া চিকিৎসক। উক্ত প্রতিষ্ঠানে সরেজমিনে প্রদর্শনকালে তদন্ত টিমের কাছে প্রতীয়মান হয় যে, তিনি সাইন বোর্ডে ডেন্টিস মো. ওমর ফারুক লিখেছেন এবং ১৭ বছরের অভিজ্ঞতা দাবি করেছেন। কিন্তু তিনি ১৭ বছরের অভিজ্ঞতার সনদ দেখাতে পারেননি। তিনি লোকাল ফিল্ড ট্রেনিং এবং ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলোজির সনদ তদন্ত কমিটির নিকট প্রদর্শন করেন। ডেন্টিস্ট না হওয়া সত্ত্বেও কার্যপরিধির বাইরে তার কিছু লিখিত চিকিৎসার ব্যবস্থাপত্র পাওয়া গেছে।
অতএব, তদন্ত কমিটির কাছে প্রতিয়মান হয় যে, তার বিএমডিসির রেজিস্ট্রেশন না থাকা সত্বেও সে নিজেকে ডেন্টিস্ট হিসেবে পরিচয় দেয়। তার সার্টিফিকেট অনুযাযী সে একজন ডেন্টাল টেকনোলজিস্ট। অথচ তিনি নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দেয়। প্রেসক্রিপশনে লিখেন ডাক্তার ওমর ফারুক এম.ডি.ডি.টি (রংপুর), এল.ডি.ডি.এস (ঢাকা), এফ.টি. রংপুর ডেন্টাল কলেজ, ১৭ বছরের অভিজ্ঞ মুখ ও দাঁতের চিকিৎসক লিখেন। দুটি ডেন্টাল হোম খুলে দীর্ঘদিন থেকে রোগীদের সাথে প্রতারনা করে চলেছেন ডেন্টাল ওমর ফারুক।
এ বিষয়ে ডেন্টিস্ট ওমর ফারুক বলেন, আমার এ বিষযে সকল সার্টিফিকেট রয়েছে। তার ভাষ্যমতে তিনি, দন্ত সম্পর্কিত কোন ধরনের অস্ত্রোপচার করেন না। কিন্তু বিভিন্ন সূত্রে জানা গেছে তিনি দস্ত সম্পর্কিত অস্ত্রোপচার করেন।
এ প্রসঙ্গে সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান জানান, ডোমারের ওমর ফারুকের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি, আমরা আবারো তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবো।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
টেকনাফে ৫০হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক।
আপনার প্রেমিকা খুব দামি গিফট চান! তাঁকে কী ভাবে সামলে নেবেন?
যশোরবাসীর দুর্ভোগ আর প্রতারণার নাম পদ্মাসেতু রেলপ্রকল্প!
সম্মান বজায় রেখে কাজ করুক সেনাবাহিনী প্রত্যাশা সাধারন মানুষের
সাভারে অভিযানের পর বন্ধ করে দেওয়া হয়েছে ভেজাল শিশু খাদ্য তৈরী কারখানা
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের স্পন্সর ওয়ালটন
শের এ বাংলা মেডিকেল কলেজের ৫৬তম প্রতিষ্ঠঅ বাষির্কী উপলক্ষে মিলনমেলা ২০ নভেম্বর
রাজনীতির মুল লক্ষ্য হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা : তারেক রহমান
শপথ নিলেন পঞ্চগড় জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইন
নির্বাচনের আগে বাড়ল ট্রাম্পের প্রতিষ্ঠানের শেয়ারের দাম
জুলাই বিপ্লবের শহীদেরা জাতির স্বার্থে আত্মোৎসর্গ করেছেন
‘ফাইনালে’ মুখোমুখি উইন্ডিজ-ইংল্যান্ড
ফিরলেও কিপিং করবেন না বাটলার
'নতুন করে বলৎকারের মামলায় ফাঁসলেন শন ডিডি কম্বস'
মহাখালী ফ্লাইওভার ব্যবহার নিয়ে ট্রাফিক বিভাগের ‘বিশেষ বিজ্ঞপ্তি’
চালু হলো সংবিধান সংস্কার কমিশনের ওয়েবসাইট
পুলিশের অভিযানে দু’টি চোরাই অটোবাইক উদ্ধার, আটক ৩
নেইমারের চোট নিয়ে যা বললেন আল-হিলাল কোচ
ফ্লোরিডায় ভোট দিচ্ছেন ট্রাম্প
আশুলিয়ায় চোলাই মদসহ আটক ১