ভাঙন রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি
২৫ জুন ২০২৩, ০৮:৫৫ পিএম | আপডেট: ২৬ জুন ২০২৩, ১২:০১ এএম
মুন্সীগঞ্জের ঐতিহাসিক তালতলা গৌরগঞ্জ খালের ভাঙনে বিলিনের পথে টঙ্গীবাড়ী উপজেলার তস্তিপুর, শিলিমপুর, ভোরন্ডা গ্রাম। বর্ষার পানি বেড়ে যাওয়ার সাথে সাথে ভাঙন বৃদ্ধি পাচ্ছে। গত কয়েক দিনের ভাঙনে তস্তিপুর গ্রামের কমপক্ষে ১০টি ভিটি ভেঙে গেছে। শতাধিক ভিটি ভাঙনের শংঙ্কা দেখা দিয়েছে। এতে করে আতঙ্কে দিন কাটছে ওই গ্রামের মানুষদের। ভিটে মাটি হারানোর ভয়ে খালের ভাঙন হতে রক্ষার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন করেছে এলাকাবাসী। গত শনিবার দুপুর আড়াইটা হতে সাড়ে তিনটা পর্যন্ত খালের ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য তস্তিপুর শহিদ খানের বাড়ির সামনে ভাঙন এলাকায় ২ শতাধিক নারী ও পুরুষ এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তরা অতিবিলম্বে ভাঙনরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। শিলিমপুর, তস্তিপুর, ভোরন্ডা ইসলামী লাইফ সংগঠন ও তস্তিুপুর গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধনে বক্তরা বলেন, গত ৫ বছর ধরে আমাদের এলাকার তস্তিুপুর, শিলিমপুর, ভোরন্ডা এলাকার খলে ভাঙন দেখা দিছে। ৫ বছরে কয়েকশ’ বাড়িঘর খালের মধ্যে বিলিন হয়ে গেছে। এ বছর বর্ষার শুরুতেই তস্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে তস্তিপুর মন্দির পর্যন্ত ১ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন দেখা দিয়েছে। এ বছর ভাঙনে শহিদ খান, আক্তার শেখ, মুক্তার শেখ, আল-আমিন শেখ, বাদশা শেখ, আখরেজ ভুইয়া, দেলোয়ার শেখ, মুজিবুর, আফজাল মালেকসহ দশটি পরিবারের ঘর খালের পানির স্রোতে ভেঙে গেছে। বর্ষার শুরুতে যেভাবে ভাঙন শুরু হয়েছে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা না নিলে এ বছরই আমাদের তস্তিপুর গ্রামটি সম্পূর্ণ খালে ভেঙে যাবে। মানববন্ধনকারী সবুজ ভূঁইয়া বলেন, বিগত ৫ বছর ধরে এ খালটি ভাঙছে। ২ বছর আগে ভাঙন রোধে খালের পারের কয়েকস্থানে বালু ভর্তি জিএ ব্যাগ ফেলানো হয়েছিল। কিন্তু ব্যাগ ফেলাইছে ঠিকই কিন্তু রক্ষণাবেক্ষণ না করায় ব্যাগগুলো পানির স্রোতে সরে ভাঙন আরো বৃদ্ধি পাচ্ছে। মো. শহিদ খান বলেন, খালের পাশে আমাদের বিশাল বাড়িটি আজ পাঁচ বছর ধরে ভাঙছে। ভাঙতে ভাঙতে এখনো শুধু আমার ঘরের ভিটিটুকু আছে। এ বছর বর্ষার শুরুতে আবার ভাঙন শুরু হয়েছে। আমার বাবার এ বাড়ি ছাড়া আমাদের আর কোন জমি নাই। ভিটিটুকু হারালে রাস্তার পাশে গিয়ে ঘর তুলে থাকতে হবে।
মো. জামাল হাওলাদার বলেন, একদিকে বর্ষার স্রোত বৃদ্ধি পাইছে। অন্যদিকে এ খাল দিয়ে পদ্মা নদী হতে বালু নিয়ে অবৈধ বাল্কহেড চলাচল করছে। স্রোত অন্যদিকে বাল্কহেডের ঢেউয়ে আমাদের বাড়িঘরগুলো দ্রুত ভেঙে যাচ্ছে। রুহুল আমিন খান বলেন, রাতের অন্ধকারে পদ্মা নদী হতে বালু নিয়ে বাল্কহেডগুলো এ খাল দিয়ে যাতায়াত করে স্রোত আর বাল্কহেডের ঢেউ মিলে আমাদের ঘরবাড়ি দ্রুত ভাঙছে।
তস্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আম্বিয়া বেগম বলেন, যেভাবে খালটি ভাঙছে ভাঙন রোধে ব্যবস্থা না নিলে আমাদের স্কুলটি খালের ভাঙনে বিলিন হয়ে যাবে। ২০১৮ সালে আমি এই স্কুলে যোগদান করি তখন হালকা-পাতলা ভাঙন ছিল। কিন্তু এখন দিন দিন ভাঙন তীব্র হচ্ছে। সরকার যদি ব্যবস্থা না নেয় তাহলে মনে হয় এ বছরই আমার স্কুলটা খালে বিলীন হয়ে যাবে।
এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী সুব্রত দাস বলেন, আমরাতো প্রতিবছরই ভাঙন রোধে কাজ করি। এ বছর ভাঙনের ব্যাপারে স্থানীয় এমপি কিংবা নির্বাহী কর্মকর্তা আমাদের এখনো অবহিত করেনি। তারা ডিও লেটার দিয়ে এ ব্যাপারে অবহিত করলে আমরা অবশ্যই কাজ করবো।
উল্লেখ্য, তালতলা গৌরগঞ্জ খালটি মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার গৌরগঞ্জ এলাকার পদ্মা নদী হতে উপান্ন হয়ে টঙ্গিবাড়ী উপজেলা হয়ে সিরাজদিখান উপজেলার তালতলা এলাকার ধলেশ্বরী নদীর সাথে মিলিত হয়েছে। দুটি নদী এ খালটির মাধ্যমে সংযোগস্থাপন হওয়ায় প্রসস্ত ও প্রায় ১০ কিলোমিটারের অধিক দৈর্ঘ্য এ খালটি দিয়ে তিব্র পানির স্রোত প্রবাহিত হয়। যার কারণে প্রায় প্রতি বছরই এ খালটির কোনো না কোনো অংশে ভাঙন দেখা দেয়।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
নালিতাবাড়ীতে জেল পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার
দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, ১৮১ আরোহীর ১৭৯ জনই নিহত
সরকারের বৃহত্তর পরিসরে আলোচনার পরিকল্পনা জানুয়ারিতে : উপদেষ্টা মাহফুজ
রাশিয়া ইউরোপীয় কর্মকর্তাদের জন্য প্রবেশ নিষেধের তালিকা বাড়িয়েছে
সৈয়দপুরে স্ত্রীকে হত্যার ঘটনায় ঘাতক স্বামী জাহাঙ্গীর টঙ্গী থেকে গ্রেফতার
যশোরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
বাস্তব জীবনে ভালো রেসপন্স পাচ্ছে অলংকারের 'চেয়ারম্যান'
পর্যটক-অনাহারে থাকা কলকাতার ‘মিনি বাংলাদেশে' যে হাহাকার চলছে
জিম্মি মুক্তি চুক্তির দাবিতে ইসরাইলে হাজার হাজার মানুষের বিক্ষোভ
জর্জিয়ায় রাজনীতিতে উত্তেজনা, প্রতিবাদে হাজারো মানুষ
এবার ৬৮ সদস্যের ‘সুপ্রিম কোর্ট লিগ্যাল উইং প্রতিনিধি কমিটি’ করল নাগরিক কমিটি
হাওয়াই আগ্নেয়গিরিতে অল্পের জন্য শিশুর জীবন বিপদমুক্ত , পর্যটদের সতর্কতা
বায়ুদূষণে আজ বিশ্বের ১২৬ শহরের মধ্যে শীর্ষে ঢাকা
৩১ ডিসেম্বর মুজিববাদের কবর রচিত হবে: আসিফ মাহমুদ
মাওয়া টোলপ্লাজায় ৭ জন নিহত: সেই বাসমালিক গ্রেপ্তার
মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন
দখলমুক্ত হচ্ছে ঢাকার ৫৮ পুকুর
রাশিয়া মলদোভায় গ্যাস সরবরাহ বন্ধ করার ঘোষণা দিয়েছে
হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি কার্যকরের দাবি শহিদ পরিবারের
অস্ট্রেলিয়ার সন্তানকে বাঁচাতে গিয়ে বাংলাদেশি দম্পতির মৃত্যু