গৌরীপুরে শত্রুতার জেরে খুন : বাড়ি-ঘরে অগ্নিসংযোগ
০২ জুলাই ২০২৩, ০৯:১৭ পিএম | আপডেট: ০৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম
ৎময়মনসিংহের গৌরীপুরে দুই পক্ষের সংঘর্ষে সাহেব আলী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শনিবার উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খলতবাড়ী গ্রামে এই হামলার ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে রাতে তাঁর মৃত্যু হয়। নিহত সাহেব আলী ওই গ্রামের মৃত ইসমাঈল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন বর্গাচাষি।
এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁরা হলেন রাজিব (২২), এবাদুর (২৩) ও সাহেদ আলী (৩৫)। তাঁরা আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে সাহেব আলীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত লোকজন গতকাল শনিবার গভীর রাতে অভিযুক্তদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে। এতে পাঁচ-ছয়টি বাড়িঘর পুড়ে গেছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার খলতবাড়ী গ্রামের সাহেব আলী ও বাবুলদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল শনিবার বিকেলে জমির পাশে মাটি ফেলাকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় বাবুলের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাহেব আলীর লোকজনের ওপর হামলা চালায়। তাতে সাহেব আলী, রাজিব, এবাদুর ও সাহেদ আলী গুরুতর আহত হন।
এলাকাবাসী আহতদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে যাওয়ার পথে সাহেব আলীর মৃত্যু হয়।
নিহত সাহেব আলীর ভাতিজা আলম বলেন, ‘জমির পাশে মাটি ফেলাকে কেন্দ্র করে শনিবার বিকেলে তাঁর চাচা সাহেব আলী ও বাবুলের মধ্যে বাগ্বিত-া হয়। পরে বাবুল, সারোয়ার হোসেন, হাবিবুর রহমান, পারভেজ, হুমায়ুন কবির, শিমুল, শাকিলসহ অনেকে রামদা, কিরিচ, রড, দা, কুড়াল নিয়ে আমাদের ওপর হামলা চালায়।’
ঘটনার পর থেকে পলাতক থাকায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
দিয়াসের হ্যাটট্রিকে লিভারপুলের জয়যাত্রা অব্যাহত
নিষেধাজ্ঞা কাটিয়ে আর্জেন্টিনা দলে ফিরলেন মার্টিনেজ
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টকে বরখাস্ত করলেন নেতানিয়াহু
শমী কায়সার গ্রেপ্তার
শের এ বাংলা মেডিকেল কলেজের ৫৬তম প্রতিষ্ঠঅ বাষির্কী উপলক্ষে মিলনমেলা ২০ নভেম্বর
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের স্পন্সর ওয়ালটন
সাভারে অভিযানের পর বন্ধ করে দেওয়া হয়েছে ভেজাল শিশু খাদ্য তৈরী কারখানা
সম্মান বজায় রেখে কাজ করুক সেনাবাহিনী প্রত্যাশা সাধারন মানুষের
যশোরবাসীর দুর্ভোগ আর প্রতারণার নাম পদ্মাসেতু রেলপ্রকল্প!
আপনার প্রেমিকা খুব দামি গিফট চান! তাঁকে কী ভাবে সামলে নেবেন?
টেকনাফে ৫০হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক।
ফ্যাসিবাদের বিচার এবং পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে হবে
কোনো পরাশক্তি নয়, জনগণের ঐক্যই বাংলাদেশের মূল শক্তি
হৃদয়ে তাঁর নাম লেখা হয়ে আছে
শিল্প প্রতিষ্ঠান চালু রাখার পদক্ষেপ নিতে হবে
প্রত্যেক বন্দীর জন্য মিলিয়ন ডলার দিতে প্রস্তুত নেতানিয়াহু
অন্তর্বাস পরে হাঁটা সেই ইরানি তরুণী মানসিকভাবে অসুস্থ
মৃত প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে লড়েছিলেন প্রেসিডেন্ট
মণিপুরে এবার নাগাদের সাথে সংঘাত মৈতৈদের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এবার বাংলা ব্যালট পেপার সংযুক্ত