রামগতিতে খাল দখলে কৃষকের সর্বনাশ
০২ জুলাই ২০২৩, ০৯:১৮ পিএম | আপডেট: ০৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রামগতি বাজার খালের দু’পাড় দখল করে বহুতল মার্কেট, দোকানঘর ও আবাসিক ভবন নির্মাণ করেছেন প্রায় ৬ শতাধিক প্রভাবশালীরা। একসময় এ খাল দিয়ে মহাজনি নৌকা চলাচল করলেও খালটির রামগতি বাজার এলাকার এক কিলামিটার অংশ ওইসব দখলদারদের কারণে এখন অস্তিত্ব বিলীনের পথে। এতে করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি সহ স্থানীয়রা দুর্ভোগ পোহানোর পাশাপাশি কৃষকরা অনেক ক্ষতির শিকার হচ্ছেন।
স্থানীয় ইউনিয়ন ভূমি অফিস কয়েকবার দখলদারদের তালিকা করে উপজেলা ভূমি অফিসে প্রেরণ করলেও কার্যকর কোন উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট অফিসটি।ইতোমধ্যে সরজমিন পরিদর্শন কর ৬ শতাধিক দখলদারের তালিকা তৈরি করেছেন স্থানীয় ভূমি অফিস। স্থানীয়রা খালটি দখলমুক্ত করে জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়ে আসলেও কার্যকর কোন প্রদক্ষেপ নেননি তারা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সত্তর দশকে উপজেলার রামগতি বাজারের উপর দিয়ে বয়ে যাওয়া এ খালটি চরগাজী ও বড়খেরী ইউনিয়নের কৃষকদের সুবিধার্থে এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষে খালটি খনন করা হয়। ৪০ ফুট প্রশস্থ এ খালটি মেঘনা নদীতে গিয়ে মিলিত হয়। দুটি ইউনিয়নের কয়েক হাজার কৃষকদের ইরি ধান চাষাবাদের জন্য প্রয়াজনীয় পানি ধরে রাখা ও ছাড় দেওয়ার সুবিধার্থে খালের শেষ মাথা মেঘনা নদীর সাথে মিলানো হয়। নব্বই দশকের শেষের দিকে খালটি ধীরে ধীরে প্রভাবশালীদের থাবায় দখল-দূষণ অস্তিত্ব হারাতে শুরু করে। বর্তমানে খালটির রামগতি বাজারের উপরের অংশ পুরাপুরি দখল হয়ে গেছে। প্রভাবশালীরা খালের দু’পাড় দখল করে বহুতল মার্কট, দাকানঘর ও আবাসিক ভবনের পাশাপাশি নির্মাণ করেছেন ব্যক্তিগত কয়েকটি বক্সকালভার্টও। বর্তমানে খালের নাম নিশানাটুকুও রাখা হয়নি। শুধু তাই নয় বেশ-কয়েকটি স্পটে রামগতি বাজারের প্রতিদিনের বর্জ্য নিয়মিত খালে পেলে ভরাট করা হয়। ভরাট করে তা দখল করার পায়তারা চালাচ্ছেন আরেকটি চক্র।
সরজমিনে ঘুরে দেখা গেছে, রামগতি বাজার খালের উপর জননী টেলিকম,বিসমিল্লাহ হোটেল,সৌদিয়া বস্ত্র বিতান, সুমাইয়া হোটেল,সোহেল ইলেকট্রনিক্স, মা ক্রোকারিজ ,রফরফ স্টোর, অপরুপ হোন্ডা সার্ভিসিং সেন্টার ও মেঘনা স্টুডিও সহ প্রায় ৬ শতাধিক দোকান নির্মাণ করা হয়েছে। এসব দোকান ও মার্কেটগুলো ভাড়ায় চলে আসছে। প্রতি মাসে এসব দোকান থেকে কয়েক লাখ টাকা ভাড়া আদায় করছেন দখলদাররা।আর এ ভাড়ার একটা অংশ যাচ্ছে জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন দপ্তরে। এমনটাই জানিয়েছেন কয়েকটি সুত্র।
স্থানীয়রা জানান, খালটি দখলের কবলে পড়ে পানি নিস্কাশনের পথ আটকে যাওয়ার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয় এ অঞ্চলের কয়েক হাজার কৃষকের ফসল উৎপাদন চরম হুমকিতে রয়েছে।
স্থানীয় কৃষক মোস্তাফা,আবুল কালাম, হাজী গোলার রহমান জানান, এক সময় এ অঞ্চলের কয়েক হাজার কৃষকের জমির পানি খালটি দিয়ে মেঘনা নদীতে যেতো। তাঁদের কৃষি জমির পানি নিস্কাশনের একমাত্র ভরসা ছিল এ খাল। অথচ, খালটির এক কিলোমিটার এলাকা দখলদাররা ভরাট করে ফেলায় বর্ষা এলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়।এতে কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। যার কারণে, তাঁরা অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খালটি পুনঃরুদ্ধারের দাবি জানিয়েছেন।
স্থানীয় ভূমি অফিস সূত্রে জানা গেছে, রামগতি বাজার খাল দখল করে নিয়েছেন, এমন ৬০০ জন দখলদারদের চিহ্নিত করে ইতোমধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর নোটিশ দেওয়া হয়েছে।
আব্দুল বাসেত চৌধুরী নামের এক দখলদার জানান,তাদের জায়গার উপর দিয়ে খাল খনন করা হয়েছে। তাই তারা খাল দখল করে এখানে দোকান নির্মাণ করেছেন।
ডাঃ নাছির ও হাজী মাঈন উদ্দীন নামের আরো দুই জন দখলদার বলেন, তাদের দোকানের কিছু অংশ খালের উপর পড়েছে। সরকার চাইলে তারা খালের জায়গা ছেড়ে দিবেন। তবে এখন পর্যন্ত সরকার বা প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের নোটিশ বা নির্দেশনা পাননি বলে জানান তারা।
বড়খেরী ইউনিয়ন ভূূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সানাউল্লাহ জানান,বড়খেরী ও চরগাজী ইউনিয়নের গুরুত্বপূর্ণ রামগতি বাজার খালের দু’পাড় দখল হয়ে যাওয়ায় খালটি উদ্ধারে কয়েকবার তালিকা তৈরী করে সংশ্লিষ্টদের নিকট পাঠানো হয়েছে। উর্ধতন কর্মকর্তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করলে আমরা সার্বিক সহযোগীতা করতে প্রস্তুুত রয়েছি।
রামগতি উপজলা সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন জানান,রামগতি বাজার খালের দু’পাড়র দখলদারদের চিহ্নিত করে তাঁদের উচ্ছেদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। খালটি উদ্ধারে খুব শিগগিরই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শান্তনু চৌধুরী বলেন, যতবড় শক্তিশালী হউক না কেন, কোন দখলবাজদের ছাড় দেওয়া হবেনা। সরকারি খাল দখলমুক্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহন করা হবে। এব্যাপারে তিনি সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
শেরপুরে ডিসি লেকে ফের চালু হলো প্যাডেল বোট
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সাংবাদিক ডালিমের লেখা বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধান বিচারপতি
জুলাই অভ্যুত্থানে আহত বিএসএমএমইউতে চিকিৎসাধীনদের আন্দোলন : সারজিসের আশ্বাসে অবরোধ প্রত্যাহার
৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দনিয়া কলেজ ছাত্রদলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন সেনাপ্রধান
কল্যাণ রাষ্ট্র গঠনে প্রতিশ্রুত নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই: সমাজকল্যাণ উপদেষ্টা
তারকাখচিত বরিশালকে উড়িয়ে রংপুরের তিনে তিন
নতুন ছয় লাখ টিসিবি কার্ড বিতরণ করা হবে: বাণিজ্য উপদেষ্টা
সিংগাইরে শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ
বিস্ফোরক মামলায় নিক্সন চৌধুরীর অন্যতম সহযোগী জব্বার মাস্টার গ্রেপ্তার
২১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেল রিজার্ভ
সাবেক এমপি কবির উদ্দিন আহমেদ আর নেই
রেকর্ড ৫,৬৩৪ কোটি টাকা পরিচালন মুনাফা সোনালী ব্যাংকের
১৪৮ চিকিৎসককে বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি
৭ উইকেট ছেলেকে দিলেন তাসকিন
প্রধান উপদেষ্টার রাজবাড়ী সফর স্থগিত
ভিসা সত্যায়নের বেড়াজালে বিপুল সংখ্যক সউদীগামী কর্মী বায়রা নেতৃবৃন্দের সাথে বিএমইটির ডিজি
মোবাইলের ব্যাককভারে প্রিন্ট করা ছবি লাগানো প্রসঙ্গে
প্রেমিকাকে বিয়ে করলেন জনপ্রিয় গায়ক আরমান মালিক
সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের উদ্দেশে পত্র দিয়ে তথ্য উপদেষ্টার অনন্য দৃষ্টান্ত