লাম্পি স্কিন রোগে আক্রান্ত হচ্ছে শত শত গরু
২৪ জুলাই ২০২৩, ০৯:০১ পিএম | আপডেট: ২৫ জুলাই ২০২৩, ১২:০৮ এএম
সারাদেশে যখন লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে অসংখ্য গরু মারা যাচ্ছে। ঠিক এসময় পশু হাসপাতালে লাম্পি স্কিন রোগে আক্রান্ত গরু’র ভিডিও করার সময় সাংবাদিকদের বাধা দিলেন প্রাণিসম্পদ ভারপ্রাপ্ত কর্মকর্তা ভেটেনারি সার্জন ডা. মৌসুমী আক্তার। ঘটনাটি ঘটেছে গত রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রাণীসম্পদ অধিদফতরে।
এ সময় খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা সরেজমিনে তদন্ত করে দেখেন ডা. মৌসুমী সাংবাদিককের সাথে খারাপ আচারণ করেছেন বলে স্থানীয় সাংবাদিক ডেল্টাটাইমস পত্রিকার উপজেলা প্রতিনিধি নাজমুল হোসেন বলেন।
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলায় ব্যাপক হারে বেড়েছে গবাদি পশু গরু’র লাম্পি স্কিন রোগ (এলএসডি)। উপজেলার প্রায় প্রতিটি গ্রামে আক্রান্ত হচ্ছে শত শত গরু। এ রোগের চিকিৎসা করেও কাঙ্খিত ফলাফল হচ্ছে না। প্রায় প্রতিদিনই জেলার উপজেলার বিভিন্ন প্রান্তে মারা যাচ্ছে গরু। এনিয়ে খামারিরা দিশেহারা হয়ে পড়েছে। এদিকে অভিযোগ রয়েছে, এ রোগের বিস্তার প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতা ও পশু পালনকারীদের রোগ প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে তেমন কোন প্রচার প্রচারনা নেই উপজেলা প্রাণী সম্পদ দফতর কর্তৃপক্ষের। অনেক এলাকায় অভিযোগ রয়েছে এ রোগের বিষয়ে খোঁজ খবর পর্যন্ত নেই না প্রাণি সম্পদ দফতর। জানা গেছে, বিগত কয়েক মাস ধরেই রাণীশংকৈল উপজেলায় গরুর লাম্পি স্কিন রোগ দেখা দিয়েছে। বর্তমানে এর ভয়ানক আকার ধারণ করেছে। উপজেলার প্রায় প্রতিটি গ্রামেই ছড়িয়ে পড়েছে এ রোগ। আক্রান্ত হচ্ছে শত শত গরু। আক্রান্ত হওয়ার ৮ থেকে ১০ দিনের মধ্যেই মারা যাচ্ছে গরু। বড় গরুর থেকে ছোট ধরনের গরু বেশি আক্রান্ত্র হচ্ছে। ছোট আকারের গরুগুলোই বেশি মারা যাচ্ছে। বিভিন্ন সুত্রে জানা গেছে, এ যাবত প্রায় শতাধিক গরু লাম্পি স্কিনে আক্রান্ত হয়ে মারা গেছে। উপজেলার নন্দুয়ার ইউনিয়নের সন্ধ্যারই খুটিয়াটুলি গ্রামের আব্দুর রহমান বলেন, এ রোগের আক্রান্তের গরু শরীরে অত্যন্ত দুর্গন্ধ ছড়ায়। তিনি তার খামারের একটি আক্রান্ত গরুর অনেক চিকিৎসা করে কোন প্রতিকার না পেয়ে গরুটিকে জবাই করে মাটিতে পুঁতে দিয়েছেন। একই এলাকার মুনসুর আলী (মন্টু) বলেন, তার বাড়ির ছোট একটি বাছুরের লাম্পি রোগ দেখা দিয়েছে। গরুটির বর্তমানে খারাপ অবস্থায় রয়েছে, যে কোন সময় মারা যাবে। তিনি অভিযোগ করে বলেন, আমাদের গ্রামে একাধিক গরু লাম্পি স্কিনে আক্রান্ত হলেও পশু হাসপাতালের কাউকে আমাদের গ্রামে আসতে দেখলাম না। কেউ খোঁজ নিলো না গরুগুলোর। একাধিকবার উপজেলা প্রাণিসম্পদ অফিসে জানালেও তারা গ্রামের গরুগুলোর কোন খোঁজ নেই নি। একই এলাকার মফিজুল ও আকতার হোসেন বলেন, আমাদের বাড়িতে কয়েকটি গরু এই রোগে আক্রান্ত হয়েছে। অনেক টাকা খরচ করে চিকিৎসা করে বর্তমানে একটু ভালো রয়েছে। তবে সরকারি কোন চিকিৎসক ডেকেও না পেয়ে বেসরকারি চিকিৎসক দিয়ে চিকিৎসা করিয়ে এখন গরুগুলো একটু সুস্থর দিকে। বনগাঁও রানীদিঘী গ্রামের পান দোকানি ইউনুস আলীর বাড়িতেও ২টি বাছুরের এই রোগ চরমভাবে দেখা দিয়েছে। তিনি বলেন, ঠিক মুখটাকে ঘিরে ফক্স-এর মত উঠেছে গরু মুখ দিয়ে খেতে পারছে না। আক্রান্ত গরুটি না খাওয়ার জন্য খুব খারাপের দিকে চলে যাচ্ছে। এ প্রসঙ্গে রানীশংকৈল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ভেটেনারি সার্জন ডা. মৌসুমী আকতার জানান, বিভিন্ন এলাকায় সচেতনতা সৃষ্টি করতে লিফলেট বিতরণ করা হয়েছে। এটি সারা দেশে ভয়াবহ আকার ধারণ করেছে। আমাদের উপজেলায় রোগটি নিয়ন্ত্রণে রাখার উদ্যোগ গ্রহণ করেছি। প্রায় প্রতিদিনই ভেটেরিনারি হাসপাতালে অসংখ্যা গরুর চিকিৎসা দিচ্ছি। তবে তিনি সাংবাদিককের সাথে খারাপ আচারণের বিষয়টি এড়িয়ে গেছেন।
এদিকে অভিযোগ উঠেছে প্রাণিসম্পদ অধিদফতর চত্বরে ওষুধ কোম্পানি লোকদের মোটরসাইকেলে শো রুমে পরিনত হয়েছে। অসুস্থ গরু রাখার জায়গাটুকুও দখল করে রেখেছে তারা মোটরসাইকেল দিয়ে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
হাসিনা গত ১৫ বছরে দেশের ও নিজের সর্বনাশ করেছে, বাপকে ডুবিয়েছে, দেশকে ডুবিয়েছে: ফজলুর রহমান
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রশিক্ষণার্থী চিকিৎসকদের
স্বৈরশাসক হটানোর পর গণতন্ত্র পুনঃনির্মাণে শিক্ষার্থীরা
সার্চ কমিটি করে গ্রহণযোগ্যদের স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ করার দাবি
পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক
অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার
গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দিতে নাগরিক কমিটির দাবি
ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত, পশ্চিম তীরে সংঘর্ষ অব্যাহত
এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল
বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনালো অস্ট্রেলিয়া
প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা
ব্রাজিলে সেতু ধস: নিহত ৪, নিখোঁজ ১০
যুদ্ধকালীন ইউক্রেনের ডাকটিকিট, সাহসিকতার ভাষায় দেশপ্রেম ও প্রতিবাদের প্রতীক
বিচ্ছেদ হতে না হতেই আবারও একসাথে তারকা জুটি বেন-লোপেজ
হাইতির হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত তিনজন
ছাত্রদলের কমিটি : ঢাকা কলেজের সামনে ৭টি ককটেল বিস্ফোরণ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ১৫
গুম হন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খালেদ হাসান
বিদেশি ভুল তথ্য ঠেকানোর মার্কিন সংস্থার কার্যক্রম বন্ধ
চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডারের ঘটনায় মামলা