আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং নির্মাণ
২৫ জুলাই ২০২৩, ০৮:৪৫ পিএম | আপডেট: ২৬ জুলাই ২০২৩, ১২:০৩ এএম
চাঁদপুরের ফরিদগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং নির্মাণ করার অভিযোগ উঠেছে আবুল কালাম (৫৫) গংদের বিরুদ্ধে। উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের চির্কা গ্রামের পাটওয়ারী বাড়িতে গত সোমবার এ ঘটনা ঘটে। সরেজমিনে জানা যায়, ওই বাড়ির আবুল কালাম গংদের সাথে তাদের চাচাতো ভাই একই বাড়ির বাসিন্দা আনোয়ার হোসেন (৫২) গংদের সাথে দীর্ঘদিন যাবৎ পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। চলমান বিরোধ মিমাংসার লক্ষে স্থানীয়ভাবে কয়েক ধাপে সালিশি বৈঠক বসলেও কোনো সঠিক সমাধান মিলেনি। এতে সুবিচার বঞ্চিত হচ্ছে অসহায় একটি পরিবারটি। ভুক্তভোগী পরিবারটির বসতঘরের দরজা ঘেষে বিল্ডিং এর কাজ করছে অপর পক্ষ। ফলে ন্যায়বিচার পাওয়ার আশায় বিজ্ঞ আদালতে মামলা নং ৮৭৬/২০২৩ করেন ভুক্তভোগী আনোয়ার হোসেন। আদালত ওই মামলাটি আমলে নিয়ে বিরোধকৃত সম্পতিত্বে গত ১৯ জুলাই ১৪৫ ধারা মতে নিষেধাজ্ঞা জারি করেন। আদালতের নিষেধাজ্ঞাকে অমান্য করে প্রতিপক্ষরা বহিরাগত প্রভাবসালীদের অংশ গ্রহণের মধ্য দিয়ে গত সোমবার সকালে বিল্ডিংয়ের কাজ করেন। প্রকাশ্যে আদালতের নিষেধাজ্ঞা অবমাননা দেখে ভুক্তভোগী পরিবারটি হতাশ হয়ে পড়েন।
মামলার বাদী আনোয়ার হোসেন বলেন, আমি ভ্যানগাড়ি চালিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে জীবিকা নির্বাহ করে আসছি। আমার প্রতিপক্ষ আমার আপন চাচাতো ভাই। বিরোধকৃত সম্পত্তি আমার পৈত্রিক। এতে আমি ৭ শতক জমির মালিক হয়েছি। বর্তমানে আমার চাচাতো ভাইয়ের ছেলে বিরোধকৃত সম্পত্তিতে বিল্ডিং নির্মাণ করছে। আমি স্থানীয় মেম্বারকে জানিয়েছি, প্রতিপক্ষরা তাকেও মানছে না। তাই আমি আদালতের কাছে ন্যায়বিচার চাই।
এদিকে অভিযুক্ত আবুল কালাম আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কাজ করার বিষয়ে স্বীকার করে বলেন, তার জায়গাতে বিল্ডিংয়ের কাজ করছেন তিনি। সিমেন্ট, রড ও বালু নষ্ট হয়ে যাচ্ছে, সে জন্য কাজ করছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আনোয়ার হোসেন এলাকার সালিশদের মানছে না, সে শুধু থানা, পুলিশ, আইন, আদালত করে এলাকার মানুষ তার সম্পত্তি বুঝিয়ে না দিলে থানা পুলিশ কি তার সম্পত্তি বুঝিয়ে দিতে পারবে? এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. দেলোয়ার সরকার বলেন, ভুক্তভোগী পরিবারের লোকজন আমাকে জানিয়েছে, অপরপক্ষকে আমি ডেকেছি, তারা আমার কথা শোনে না। নিজেদের মনগড়া কাজ করছে তারা। আমিও চাই বিষয়টির সুন্দর সমাধান হউক।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক মো. সামছুজ্জামান বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কাজ করার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। এ সময় অভিযুক্তরা পালিয়ে যায়। পরবর্তিতে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি উভয়পক্ষকে তাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় ডাকা হয়েছে। কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলাকারী ও হত্যা মামলার প্রধান আসামি আটক
কালীগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো বিএনপি
আলবেনিয়ায় ভুয়া ভিসার নামে ২৫ লাখ টাকা নিয়ে উধাও
ধামরাই পৌরসভার সাবেক মেয়র গোলাম কবিরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
ঢাকা মহানগর মিশুক চালক ও শ্রমিক ইউনিয়নের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত
কুমিল্লা জজকোর্টের ৩ পিপি-এপিপিকে সংবর্ধনা
চুয়াডাঙ্গার রেলস্টেশন এলাকা থেকে ১৪টি অবৈধ স্বর্ণেরবার উদ্ধার, আটক ৩
জাহাজে ৭ খুনের ঘটনার দ্রুত সুরাহা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
‘ছাত্র-জনতা সংস্কারের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠায় জীবন দিয়েছে’
পঞ্চগড়ে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা অনুষ্ঠিত
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে মজবুত করতে হবে: পীর সাহেব চরমোনাই
‘ট্রানজিটের নামে দিল্লিকে দেয়া করিডর জনগণ মেনে নেয়নি’
বদলির ৩ মাস পরই পূর্বের কর্মস্থলে ফিরলেন শরীয়তপুরে সদর হাসপাতালের ক্যাশিয়ার বজলুর রশিদ
বগুড়ায় যথাযথ মর্যাদায় বড়দিন পালন
শ্রীপুরে ভুয়া মেজর আটক
সাবেক দুদক কমিশনার জহরুল হকের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা
জুলাই গণঅভ্যুত্থানের প্রশংসা করলেন রাহাত, জানালেন নিজ অনুভূতি
রাতের আধারে অসহায় ব্যাক্তিদের বাড়ির দরজায় গিয়ে কম্বল দিলেন ইউএনও
আমাদের সংস্কৃতির অংশ হলো সব ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা