কপোতাক্ষ খননে অনিয়মের অভিযোগ
২৬ আগস্ট ২০২৩, ০৮:৪১ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
যশোরের প্রধান নদ হিসেবে পরিচিত কপোতাক্ষ। সেই নদ খনন কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নদের শতশত একর জমি দখল মুক্ত হয়নি। নদের মধ্যেই খননকৃত মাটি-কাঁদা ফেলা হয়েছে। ফলে নদের প্লাবনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরেজমিনে চৌগাছা পৌর শহরের চৌগাছা-মহেশপুর সড়কের ব্রিজঘাট এলাকাসহ বিভিন্ন স্থানে গেলে এলাকাবাসী কপোতাক্ষ খননে নানা অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন।
যশোর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, কপোতাক্ষ নদ খনন প্রকল্পের আওতায় আমিন এন্ড কোং, আবুল কালাম আজাদ ও নুর হোসেনসহ ১১ জন ঠিকাদারের মাধ্যমে যশোরের চৌগাছা উপজেলার তাহেরপুর থেকে ঝিকরগাছা উপজেলা ও মণিরামপুর উপজেলার চাকলা পর্যন্ত মোট ৭৯ কিলোমিটার কপোতাক্ষ নদ পুনঃখনন ও সংস্কার কাজ করছেন। যা বর্ষায় বন্ধ রয়েছে। ২০২০-২০২১ অর্থ বছরে কপোতাক্ষ নদ খননের উদ্যোগ গ্রহণ করেন সরকার। নদে পানি বেশি থাকায় ২০২২ সালের জানুয়ারী থেকে শুরু হয়। এ প্রকল্পের কাজ শেষ হবে ২০২৪ সালের জুন মাসে। যার ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭০ থেকে ৮০ কোটি টাকা।
এলাকাবাসীর অভিযোগ, এ কপোতাক্ষ খননে ঠিকাদারি প্রতিষ্ঠান বিশেষ সুবিধা নিয়ে নদের দুই পাশের (বাজার) সংলগ্ন অসংখ্য মালিকানা নিচু জমি ভরাট করা হয়েছে। এ কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া নদের ম্যাপ অনুযায়ী দুই তীরের সীমানায় কোন পিলারও পোতা হয়নি। দায়সারাভাবে নদের মাঝখান বরাবর সরু খাল খনন করা হয়েছে।
নদ খনন করে সরু খাল কাটায় এক শ্রেণির অসাধু ব্যাক্তিরা নদের জমি দখল করে বসতবাড়ি ও মার্কেট নির্মাণ করে চলেছেন বলে কপোতাক্ষ পাড়ের অসংখ্য মানুষের অভিযোগ। নদের বাবুঘাট এলাকায় নদের জমিতে বিভিন্ন স্থাপনা রেখেই পশ্চিম দিকে সরিয়ে নদ খনন করা হয়েছে। ফলে বাবু ঘাট এলাকার পৌরসভার নির্মিত নদে নামার সিঁড়ি ঘাটটি বর্তমানে পানি থেকে অন্তত ৫০ ফুট ও পরে পড়ে রয়েছে। ফলে এই খনন নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে নদের তলদেশের কাদা অক্সিমিটারের মাধ্যমে তুলে তা পাড়ে রাখা হচ্ছে। যা অল্প বৃষ্টিতেই কাদা মাটি পুনরায় নদে পড়ে আবারও ভরাট হচ্ছে। নদে থাকা পানি আর পট কচুড়ির মধ্য হতে তোলা হয় কাঁদা। যে পরিমাপে খনন হওয়ার কথা তা আদৌ হয়নি বলেও সৃষ্টি হয়েছে সংশয়। এ ছাড়া নদের পাড়ে অবৈধ স্থাপনা রেখে খনন কাজ চলার অভিযোগ রয়েছে। নদ খনের আগে এলাকায় ব্যাপক প্রচার ছিলো অবৈধ দখলদারদের কবল থেকে নদের জমি উদ্ধার করে খনন কাজ সম্পন্নœ হবে। কিন্তু খননকাজ শুরু হলে এর বিপরীত দৃশ্য চোখে পরে এলাকাবাসীর। তারা বলেন, তবে নদ খনন কাজ চলা কালিন সময়ে পানি উন্নয়ন বোর্ড যশোরের কোন প্রতিনিধিকে দেখা যায়নি।
এ বিষয়ে কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের স্থানীয় নেতারা বলেন, পানি উন্নয়ন বোর্ডর গাফিলতি ও ঠিকমত দেখভাল না করার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো খননকৃত মাটি-কাঁদা নদের মধ্যেই ফেলছে। সে কারণে নদসরু খালে পরিণত হয়েছে। নদ খননের আগে এর যে প্রশস্থতা ছিল, খননের পরে তা আরও ছোট সরু খালেপরিণত হচ্ছে। ফলে বর্ষার ভরা মৌসুমেও নদ কচুরিপানা ও আবর্জনায় ভরে গেছে। নদ হারিয়েছে তার নব্যতা। তাঁরা বলেন নদ খননে সরকার কোটি-কোটি টাকা ব্যায় করলেও তা বিন্দু মাত্র কাজে আসেনি।
নদ ঠিকাদার রেজাউল ইসলাম বলেন, কপোতাক্ষ খননে কোন অনিয়ম করা হয়নি। পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্ধারিত সীমানা বরারব খনন করা হচ্ছে। তবে মালিকানার কোন জমি ভরাটের বিষয় তিনি বলেন, খননের শুরুতে হতে পারে পরে, তবে সেটা নদ খননের সময় মাটি ফেলতে হয়েছে তাই। কোন সুবিধা নিয়ে কারো নদের মাটি দেওয়া হয়নি।
এ ব্যাপারে যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এ কে এম মমিনুল ইসলাম বলেন, ‘নদ যেহেতু ১ এর ১ খতিয়ন ভূক্ত। তাই দখলমুক্ত করার দায়িত্ব জেলা প্রশাসক মহাদয়ের। আমাদের দায়িত্ব পানি প্রবাহ ঠিক রাখা ও নদের নব্যতা ধরে রাখা। অতি দ্রুত সরেজমিনে গিয়ে ব্যবস্থা নেয়া হবে।’
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
পর্তুগালে বর্ণবাদ এবং বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভ র্যালী
রাজা চার্লসের দাতব্য প্রধান ও দুর্নীতিবিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পারিবারিক বন্ধুর ব্যাংক হিসাব জব্দ
খালেদা জিয়ার স্বাস্থ্যের আশাব্যঞ্জক উন্নতি
চানখারপুলে গণহত্যা : আসামি কনস্টেবল সুজন ট্রাইব্যুনালে
‘বাংলাদেশ সরকার যুদ্ধ বাঁধাতে চাইছে!’ অভিযোগ মমতার মন্ত্রীর
দেশবাসীর খোঁজ নিলেন খালেদা জিয়া
পুড়ে ছারখার লস অ্যাঞ্জেলেস, আরও এক হাজার একরজুড়ে ছড়িয়েছে আগুন
টিউলিপকে বরখাস্তের দাবি ব্রিটেনের বিরোধীদলীয় নেতার
দাবানল থেকে পালিয়ে আসার ‘নারকীয় অভিজ্ঞতা’ লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের
হামাসের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে গাজায় চার ইসরাইলি সেনা নিহত
শতাধিক পণ্য ও সেবায় সরকার ভ্যাট বাড়ানোর পথ বেছে নিলো কেন
আজ বায়ুদূষণের শীর্ষে ঘানার আক্রা, ঢাকার অবস্থান তৃতীয়
ডাকসু নির্বাচন : ছাত্রদলের সঙ্গে শিবির-বৈষম্যবিরোধীদের পাল্টাপাল্টি অবস্থান
লন্ডনে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থার দ্রুতই উন্নতি
এবার নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’
এবার মার্কিন পণ্যের ওপর ‘প্রতিশোধমূলক’ শুল্ক আরোপের ঘোষণা কানাডার
ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার তথ্য বিভ্রান্তির অভিযোগ, কূটনৈতিক উত্তেজনা বাড়ছে
আজ গরম চা দিবস
এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপ, ভিডিও ভাইরাল
গাজায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা