কোটালীপাড়ায় চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে ভিডব্লিউবি কার্ডের চাল আত্মসাতের অভিযোগ
২৯ আগস্ট ২০২৩, ০৮:৫৫ পিএম | আপডেট: ৩০ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অসহায় ও দুস্থ মহিলাদের ‘ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)’ নামের কার্ডের চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে রামশীল ইউপি চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস ও মেম্বার অবনি রায়ের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী রুনু বালার স্বামী তুষার গাইন বাদি হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তুষার গাইন অভিযোগে বলেন, উপজেলার রামশীল ইউপি চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস ও ইউপি সদস্য অবনি রায় ৯নং ওয়ার্ডের পাচঁজন উপকার ভোগী মহিলার নামের চাল আত্মসাতের উদ্দেশ্যে রাজাপুর গ্রামের লিপিকা সরকার, হেমলতা রায়, পারুল জয়ধর, সম্পা বসু ও রুনু বালার নাম প্রস্তাব দিয়ে চুরান্ত তালিকায় অন্তর্ভুক্ত করে। এদের মধ্যে লিপিকা সরকার বৈবাহিক সুত্রে কান্দি ইউনিয়নের গৌতামেরাবাদ গ্রামের ভোটার এবং স্থায়ী বাসিন্দা এবং হেমলতা রায় পরিবার নিয়ে ভারতে বসবাস করছেন। অন্যদিকে সম্পা বসু মেম্বার অবনী রায়ের আপন ছোট ভাই প্রমথ রঞ্জন রায়ের স্ত্রী সে বর্তমানে কোটালীপাড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের ভোটার।
অপরদিকে বিধবা পারুল জয়ধর রাজাপুর গ্রামের ৯নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হলেও তিনি কোন চাল পায় না, রুনু বালা তিনি জানেনই না যে তার নাম তালিকায় রয়েছে এবং কোনদিন কোন চাল সে পায় নি। চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস ও ইউপি সদস্য অবনি রায় ভিডব্লিউবি কর্মসূচির পাঁচজন উপকার ভোগী মহিলাদের নামের ৩০ কেজি করে ৮ মাসের চাল বিতরণ না করে আত্মসাৎ করেছেন। অভিযোগকারি তুষার গাইন বলেন আমি ২০২৩-২৪ চলতি অর্থ বছরের ভিডব্লিউবি কর্মসূচির উপকার ভোগীদের চুড়ান্ত তালিকায় দেখি যে পাঁচজন নারীর নাম দেয়া হয়েছে, এরা কেউই কখনো কোন চাল পায় নি। এরা কেউ অন্য ইউনিয়নের ভোটার, কেউ ভারতের বাসিন্দা, কেউ পৌর ভোটার আবার কেউ কোনদিন কোন চালই পান নি। এসব লোকের নামের সরকারি চাল উত্তোলন করে চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস এর সহযোগিতায় মেম্বার অবনি রায় আত্মসাৎ করে আসছেন। পারুল জয়ধর বলেন, আমি ৭ মাস আগে মাত্র একবার ৩০ কেজি চাল পেয়েছি। আর কোন চাল পায়নি। রুনু বালা বলেন, আমার নাম যে দেয়া হয়েছে সেটা জানি না এখন দেখি চুড়ান্ত তালিকায় নাম রয়েছে, কিন্তু কোনদিন কোন চাল পাই নি। ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য অবনি রায় বলেন, লিপিকা রায়ের নামে কার্ড তার বিয়ে হয়েছে কান্দি ইউনিয়নে কিন্তু চাল তার বাবা মা নেয়। হেমলতা রায়ের নামে কার্ড দেয়া হয়েছে সে বর্তমানে ভারতে চিকিৎসাধীন।
রামশীল ইউপি চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস বলেন, বিষয়টি আমার জানা নেই ওই ওয়ার্ডের মেম্বারের সাথে একটু কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
মোবাইল ইন্টারনেটে সুখবর ‘শর্ত শিথিল’, থাকছে ১ ঘণ্টার প্যাকেজও
গভীর রাতে গরিব অসহায় শীতার্ত মাঝে ইউএনও'র কম্বল বিতরন
বরিশালে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে
সেবা বঞ্চিত হলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে
এমপিওভুক্ত হচ্ছেন আরও ৩ হাজার শিক্ষক
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত সচিব ছাগলনাইয়ার সন্তান সামছু উদ্দিন
বাংলাদেশে শনাক্ত হলো 'রিওভাইরাস’, রোগটি সম্পর্কে যা জানা যায়
আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে বাদ পড়লো ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি
মাসের শেষে আবারো আসছে শৈত্যপ্রবাহ
বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেলেন, আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি
রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বেড়া কৈটোলা নির্মাণ বিভাগের অফিসিয়াল ও উন্নয়ন কাজে স্থবিরতা
গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা
না ফেরার দেশে নির্মাতা রায়হান রাফির বাবা
এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২
ছাগলনাইয়ায় খালে ভাসছিল নারীর অর্ধগলিত লাশ
ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ৫ দিনে গাজায় নিহত ৭০ শিশু
ঘরে বসে মাত্র ১০ দিনেই মিলবে থাইল্যান্ডের ভিসা