রাস্তা খুঁড়েই দুই বছর কাজ বন্ধ
১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৮ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
মানিকগঞ্জের হরিরামপুরে গোপীনাথপুর ইউনিয়নের নয়াবাজার থেকে ডেগিরচর পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা পাকাকরণের কাজ ধরলেও প্রায় ৩ বছর ধরে রাস্তা খুঁড়েই কাজ বন্ধ হয়ে যায়। ফলে রাস্তাটি নিয়ে এলাকাবাসীর দুর্ভোগ যেন চরমে পৌঁছে গেছে। মাটি খুঁড়ে রাখার ফলে একটু বৃষ্টি হলেই যানবাহন তো দূরের কথা, মানুষ পায়ে হেঁটেই চলাচল করতে পারে না, এমন অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্র জানা যায়, গত ২০২০/২১ অর্থ বছরে জিডিবি-৩ প্রকল্পের আওতায় বাহাদুরপুর সড়কের নয়াবাজার থেকে ডেগিরচর পর্যন্ত ২ কিলোমিটার রাস্তার পিচ ঢালাইয়ের জন্য ২০২০ সালে দরপত্র আহ্বান করা হয়। এতে ১ কোটি ৭৯ লাখ ২৫ হাজার ২৮১ টাকা দরে মেসার্স সেলিম এন্টারপ্রাইজ নামের ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি পায়। ২০২১ সালের মার্চ মাসে রাস্তাটির কাজ শুরু করে ঠিকাদার প্রতিষ্ঠান। কিন্তু তিন বছরে শুধুমাত্র রাস্তা খুঁড়ে কিছু কিছু স্থানে বালু ফেলে রাখা হয়। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে রাস্তাটির কাজ বন্ধ রাখা হয়।
সরেজমিনে গেলে একাধিক এলাকাবাসী জানান, মাটি খুঁড়ে রাখায় এ রাস্তা দিয়ে কোনো যানবাহনই চলাচল করতে পারছে না। একটু বৃষ্টি হলেই কোথাও কোথাও পানি জমে কাঁদার সৃষ্টি হয়। এতে করে পায়ে হাঁটাই কষ্টকর হয়ে পড়েছে। বর্তমানে এ রাস্তা দিয়ে কৃষিপণ্যসহ কোনো মালামালই আনা নেয়া করা যায় না। ফলে এ এলাকার কৃষকেরা কৃষিপণ্য নিয়ে পড়েছেন চরম বিপাকে।
৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোজাফফর হোসেন জানান, প্রায় তিন বছর ধরে রাস্তাটি খুঁড়ে রাখা হয়েছে। বর্তমান রাস্তাটির কাজ বন্ধ। রাস্তা খুঁড়ে রাখায় মানুষের চলাচল করতে সমস্যা হচ্ছে। শুধু তাই নয়, ভ্যান, রিক্সা কিংবা নসিমনে এই এলাকার কৃষিপণ্যও হাটবাজার নেয়া যায় না। রাস্তাটি নিয়ে এই এলাকার জনগণ খুব ভোগান্তিতে আছে। রাস্তাটি এখন এলাকার জনগণের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।
গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন লাভলু জানান, ‘রাস্তাটি নিয়ে এলাকাবাসী খুব সমস্যায় আছে। মালামাল আনা নেয়াসহ মানুষের চলাচলেও চরম বিঘিœ হচ্ছে। তবে আমি যত দূর জানি রাস্তাটি আবার পুণঃদরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে।’
এ বিষয়ে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মাসুদুর রহমান জানান, রাস্তাটি ২০২১ সালে কাজ শুরু হয়। বেশ কিছু কাজও করা হয়। কিন্তু যখন রাস্তাটির দরপত্র আহ্বান করা হয় তারপরেই নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় কাজ থমকে যায়। আমরা ঠিকাদার প্রতিষ্ঠানকে নোটিশ করেছি। নোটিশের প্রেক্ষিতে ঠিকাদার প্রতিষ্ঠান কোনো আপিল না করায় পুনরায় দরপত্রের বাজেট তৈরির কাজ চলছে। ২০২৩/২৪ অর্থ বছরের অধীনে নতুন করে বাজেট তৈরি করে পুণঃদরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে।
ইতোমধ্যে রাস্তাটির প্রায় ৩০০ মিটার নদী গর্ভেও বিলীন হয়ে গেছে বলেও জানান ওই কর্মকর্তা।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিন বহিষ্কার
হোক না সবার সুপারনিউমেরারি পদোন্নতি, কর্মক্ষেত্রে আসুক গতি
জামিনে এসে হত্যা মামলার সাক্ষীসহ ৫ জনকে কুপিয়েছে প্রধান আসামি
সীমান্তে ভারত উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে: ইসলামী আন্দোলন
কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলির সংঘর্ষে নিহত বেড়ে ৬০
প্রতিযোগিতায় যারা টিকে থাকবে তারাই গ্রহণযোগ্য সাংবাদিক হবে
কাঁটাতার পেরিয়ে প্রেমিকের সঙ্গে কুড়িগ্রামে ভারতীয় গৃহবধূ
জাতির সংকট উত্তরণে সর্বদা মানুষের আস্থা ও ভরসাস্থল জিয়া পরিবার : মীর হেলাল
স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়: আমিনুল হক
গুলি করা পুলিশের শাস্তি নয়, চিকিৎসকের গ্রেফতার ফ্যাসিবাদের উদাহরণ - ডা. রফিকুল
ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ছাগলনাইয়া উপজেলা দল চ্যাম্পিয়ন
দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোপালগঞ্জে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করণে জেলা প্রশাসকের ব্যতিক্রম আয়োজন
সৈয়দপুরে শহিদ জিয়াউর রহমানের জন্মদিন পালন
বিশ্বনাথের চাউলধনী হাওরে সীমানা নির্ধারণের সিদ্ধান্ত
স্বভাবী চোরের শাস্তি ইসলামেই নির্ধারিত - পীর সাহেব চরমোনাই
‘সীমান্তে গন্ডগোল শুরু হয়েছে, জীবন বিপন্ন হলেও দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখবো’
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: সরকারের নতুন পদক্ষেপে তামাকমুক্ত বাংলাদেশ সম্ভাবনাময়
আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাওহিদুলের দেশত্যাগ