মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে মুয়াজ্জিন শ্রীঘরে
১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫২ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
নোয়াখালীর চাটখিলে মসজিদের দানবাক্স ও অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে গোলাম কিবরিয়া (৪৩) নামের এক মুয়াজ্জিনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার গোলাম কিবরিয়া উপজেলার বাদুলী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি দক্ষিণ কড়িহাটি ভূঁইয়া বাড়ির জামে মসজিদে (মসজিদুল কোবা) দীর্ঘদিন মুয়াজ্জিনের চাকরি করে আসছিলেন। গত ১৪ সেপ্টেম্বর ওই মসজিদ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। চাটখিল থানার ওসি মো. গিয়াস উদ্দিন মুয়াজ্জিন কিবরিয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলা ডিবি পুলিশের প্রতিবেদনের ভিত্তিতে গোলাম কিবরিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। মামলা সূত্রে জানা গেছে, মসজিদ কমিটির সাথে সুসম্পর্কের সুবাদে মুয়াজ্জিন গোলাম কিবরিয়া দীর্ঘদিন ধরে মসজিদের দানবাক্স ও অনুদানের টাকা আত্মসাৎ করে আসছিলেন। এসব বিষয়ে প্রতিবাদ করলে মুসল্লিদের ওপর চড়াও হতেন তিনি। গত ১ মার্চ ঘাসেরখিল গ্রামের মৃত ফজলুল করিমের ছেলে মুফতি মোহাম্মদ এহসান উল্যাহ বাদী হয়ে মুয়াজ্জিন গোলাম কিবরিয়া, ওই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম (৬৫) ও সাধারণ সম্পাদক ছেরাজল হকের (৫৭) বিরুদ্ধে আদালতে মামলা করেন। অভিযোগের বিষয়টি তদন্ত করে নোয়াখালী জেলা ডিবি পুলিশকে প্রতিবেদন দিতে নির্দেশ দেন আদালত। পরে গত ১৭ জুন ডিবির পরিদর্শক কবির হোসেন আদালতে প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনে মুয়াজ্জিন গোলাম কিবরিয়ার বিরুদ্ধে মসজিদের দানবাক্স ও অনুদানের টাকা আত্মসাতের ঘটনা প্রমাণ হয়। একই প্রতিবেদনে মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদককে দায় থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
মামলার বাদী মোহাম্মদ এহসান উল্লাহ অভিযোগ করে বলেন, মসজিদের টাকা আত্মসাতের ঘটনায় মামলার পর মুয়াজ্জিন ও তার সহযোগীরা আমার বাড়িতে হামলা করেন। এখন তাকে গ্রেফতারের পর তার অনুসারীরা আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। আমি প্রশাসনের কাছে নিরাপত্তা চাই।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিন বহিষ্কার
হোক না সবার সুপারনিউমেরারি পদোন্নতি, কর্মক্ষেত্রে আসুক গতি
জামিনে এসে হত্যা মামলার সাক্ষীসহ ৫ জনকে কুপিয়েছে প্রধান আসামি
সীমান্তে ভারত উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে: ইসলামী আন্দোলন
কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলির সংঘর্ষে নিহত বেড়ে ৬০
প্রতিযোগিতায় যারা টিকে থাকবে তারাই গ্রহণযোগ্য সাংবাদিক হবে
কাঁটাতার পেরিয়ে প্রেমিকের সঙ্গে কুড়িগ্রামে ভারতীয় গৃহবধূ
জাতির সংকট উত্তরণে সর্বদা মানুষের আস্থা ও ভরসাস্থল জিয়া পরিবার : মীর হেলাল
স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়: আমিনুল হক
গুলি করা পুলিশের শাস্তি নয়, চিকিৎসকের গ্রেফতার ফ্যাসিবাদের উদাহরণ - ডা. রফিকুল
ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ছাগলনাইয়া উপজেলা দল চ্যাম্পিয়ন
দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোপালগঞ্জে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করণে জেলা প্রশাসকের ব্যতিক্রম আয়োজন
সৈয়দপুরে শহিদ জিয়াউর রহমানের জন্মদিন পালন
বিশ্বনাথের চাউলধনী হাওরে সীমানা নির্ধারণের সিদ্ধান্ত
স্বভাবী চোরের শাস্তি ইসলামেই নির্ধারিত - পীর সাহেব চরমোনাই
‘সীমান্তে গন্ডগোল শুরু হয়েছে, জীবন বিপন্ন হলেও দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখবো’
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: সরকারের নতুন পদক্ষেপে তামাকমুক্ত বাংলাদেশ সম্ভাবনাময়
আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাওহিদুলের দেশত্যাগ