নামমাত্র কাজ করেই অর্থ লুট
২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৩ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬ এএম
সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুর নামক স্থান থেকে সংযোগকারি সড়ক ও জনপদ বিভাগের বিশ^নাথ-লামাকাজি সড়টির মেরামত ও সংস্কারের নামে একাধিকবার অর্থ লুট করা হয়েছে। গত কয়েক বছর ধরে রাস্তায় ছোট-বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। পায়ে হেঁটে যাওয়াই ছিলো মুশকিল। জরুরি ভিত্তিতে ইট সলিং করে কোন রকম যান চলাচলের সুবিধার্থে ২১ লাখ ২৮ হাজার ৩৯৬ টাকা বরাদ্ধ করে চেন্ডারের মাধ্যমে ইট সলিংয়ের কাজটি দায়িত্ব দেয়া হয় আবিদ মনসুর কনস্ট্রাকশন নামের ঠিকাদারী প্রতিষ্ঠানকে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান মাত্র দুই তিন হাজার ইট ও ইটের টুকরা রাস্তায় ফেলে।
সরেজমিনে দেখা যায়, রশিদপুর-বিশ্বনাথ-রামপাশা-লামাকাজি সড়কের ১১ থেকে ১২ কিলোমিটার এবং ১৫ থেকে ১৬ কিলোমিটারের মধ্যে গর্তগুলোর কাজ করার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট এই স্থানের গর্তগুলোর ইট দিয়ে ভরাট না করে নামমাত্র কাজ করে ঠিকাদার বিল তুলে নিয়ে যায়। স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন- এটা চুরি নয়, সাগর চুরি। স্থানীয় এমপি বলেছেন রাস্তার উন্নয়নের নামে ডাকাতি করা হয়েছে।
কার্যাদেশ অনুযায়ী, বন্যায় ক্ষতিগ্রস্থ এ সড়কের নির্ধারিত চারটি এলাকায় অনুমানিক দেড় লাখ ১নং ইট দিয়ে রাস্তার গর্তগুলো ভরাট করে ইট সলিং করার কথা রয়েছে। যার মধ্যে ফ্ল্যাট সলিং এবং অপরটি এইচবিবি সলিং দ্বারা কাজটি সম্পন্ন করার কথা। কিন্তু কার্যাদেশের ৯দিনের মাথায় নামমাত্র কাজ করে কাজের পর সমাপ্তকরণ সনদও প্রদান করেন সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান। বর্তমানে রাস্তার সংস্কার কাজের কোন চিহ্নই দেখা যাচ্ছেনা।
সংশিষ্ট সূত্র জানায়, সিলেট সড়ক বিভাগের বিভিন্ন সড়কের সংস্কার কাজের নামে সরকারি টাকা আত্মসাৎ ও লুটপাট চলছে। সম্প্রতি সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের সংস্কার কাজ না করিয়ে ৬ কোটি ১২ লাখ টাকা লুটপাটের ভয়াবহ চিত্রও সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছে। এমন অনয়ম দুর্নীতি ও সরকারি টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী রাস্তার সংস্কার কাজে।
স্থানীয় লোকজন জানান, কিছুদিন পূর্বে কয়েকজন লোক রাস্তার গর্তে কিছু ইট ফেলতে দেখেছেন। এই ইট ফেলার পর কোন বালু বা ইটকে মাটি দিয়ে ফিট না করার কারণে খানাখন্দে ভরপুর উক্ত সড়কে জনদুর্ভোগ আরও বেড়েছে।
সড়ক ও জনপথ সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগেযোগ করা হলে তিনি তার সঙ্গে দেখা করতে বলেন। ঠিকাদারী প্রতিষ্ঠানের আবেদ মনসুরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি।
এ সড়কের তদারকির দায়িত্বে থাকা সড়ক ও জনপদ উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ আবদুল্লাহ আল কবির বলেন, সড়কটি নির্ধারিত চারটি এলাকায় পুরো কাজ করা হয়েছে। কোন টাকা আত্মসাৎ করা হয়নি।
সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন, রশিদপুর-লামাকাজি সড়কের কাজের অনিয়ম তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা উচিৎ।
সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান সাংবাদিকদের বলেছেন, সওজের কর্মকর্তারা সংস্কারের নামে ডাকাতি করছেন। ঠিকাদার সংস্কারের নামে লুটপাট করায় আমার নির্বাচনী এলাকার মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রশিদপুর লামাকাজি সড়কে ১ লাখ টাকার কাজ না করে ২১ লাখ টাকা বিল তুলে ভাগ বাটোয়ারা করা হয়েছে। তিনি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
শম্ভুর ধরা পড়ায় এলাকায় আনন্দের বন্যা
রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!
লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার
মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার
সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক
গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির
স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।
আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে