শেরপুরে অটোরিকশায় নীরব চাঁদাবাজি

Daily Inqilab শেরপুর জেলা সংবাদদাতা

০৭ এপ্রিল ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ০৭ এপ্রিল ২০২৪, ১২:১০ এএম

শেরপুরে সিএনজি চালিত অটোরিকশায় চলছে নীরব চাঁদাবাজি। নির্ধারিত টোকেনের মাধ্যমে চলছে এ চাঁদাবাজি। এতে অবশ্য লাভ দুই পক্ষেরই। একপক্ষ চালাচ্ছে অনিবন্ধিত অটোরিকশা। যার চালকদের প্রয়োজন পড়ে না ড্রাইভিং লাইসেন্সের। অপর পক্ষ চাঁদা নিয়ে হচ্ছে লাভবান। শেরপুর জেলায় প্রায় সাড়ে তিন হাজার সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। এরমধ্যে নিবন্ধন রয়েছে মাত্র ৭৪৩টির! আবার অন্তত ৯৮ ভাগ চালকেরই নেই ড্রাইভিং লাইসেন্স। যাদের আছে, সেগুলোর মেয়াদও শেষ হয়েছে অনেক আগেই। দিনের পর দিন এভাবে চললেও তাদের কোনো সমস্যায় পড়তে হচ্ছে না। প্রতিমাসে কথিত মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নের কাছ থেকে নেওয়া ১৫০ টাকার একটি টোকেনই করে তাদের সকল মুশকিল আসান।

এ বিষয়ে চালকদের অভিমত, ড্রাইভিং লাইসেন্স করতে গেলে বিআরটিএ অফিসের লোকজন নানাভাবে হয়রানি করেন। এখন যেহেতু টোকেন নিয়েই সিএনজি চালানো যায় তাই তারা লাইসেন্স করার আগ্রহ হারিয়ে ফেলেছেন। এছাড়া অটোরিকশার নিবন্ধন থাকলেও জেলার বিভিন্ন প্রান্তে একাধিক মাসিক (প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া) প্রদান করতে হয়। তাই তারা রেজিস্ট্রেশন করতে চান না। মালিক সমিতির সঙ্গে টোকেন বাবদ চাঁদা তোলার বিষয়ে কথা হলে সংগঠনটির শীর্ষস্থানীয় দুই নেতা পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন। বিআরটিএ বলছে, পুলিশ কঠোর হলে এসব গাড়ি ও চালকদের নিয়ন্ত্রণ করা যেত। আর পুলিশ বলছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিএনজি মালিক সমিতির সভাপতি সোবহান হাজীর টোকেন (মাসিক চাঁদা) দিয়ে পুরো জেলায় নির্বিঘ্নে গাড়ি চালানো যায়। মাত্র ১৫০ টাকা খরচ করলে আর কোনো দুশ্চিন্তা থাকে না। দীর্ঘদিন ধরে এভাবেই চলে আসছে। তবে বিআরটিএর হয়রানি না থাকলে হয়তো অনেকেই ড্রাইভিং লাইসেন্স করতেন।

সফিকুল নামের সিএনজিচালিত অটোরিকশার এক চালক বলেন, ‘লাইসেন্স দিয়ে কী করব। আমাদের ওসব লাগে না। মালিক সমিতির কাগজ থাকলে চোখ বন্ধ করে চলা যায়। পুলিশও আটকায় না। আরামে গাড়ি চালাই।’

রমজান আলী নামে আরেক চালক বলেন, ‘শেরপুর বিআরটিএ অফিস থেকে গাড়ির রেজিস্ট্রেশন ও ডাইভিং লাইসেন্স ঠিকমতো পাওয়া যায় না। তাই কোনো কাগজপত্র (নিবন্ধন, লাইসেন্স) ছাড়াই মান্থলি (মাসিক চাঁদা) দিয়ে গাড়ি চালাই।’ নাম প্রকাশে অনিচ্ছুক আরেক চালক বলেন, ‘সরকার যদি কম খরচে কোনো হয়রানি ছাড়া লাইসেন্স করার সুযোগ দেয় তাহলে আমি করব।’

কিছুটা ভিন্ন অভিজ্ঞতার কথা জানান চালক ইস্রাফিল হোসেন। বলেন, ‘১৫০ টাকা করে মান্থলি (মাসিক চাঁদা) দেই, এরপরও মাঝে মধ্যে পুলিশ ঝামেলা করে। তাই আমাদের লাইসেন্স করা দরকার। কিন্তু লাইসেন্সতো করতে পারি না। তাই বাধ্য হয়েই মান্থলি দিয়েই গাড়ি চালাই।’

যাদের নিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্স আছে তাদের পথে পথে ভোগান্তির শিকার হতে হয়। যারা চাঁদার টাকা জমা দিয়ে একটি বিশেষ স্টিকার গাড়িতে লাগিয়ে রাখেন না, তাদের জেলার একাধিক স্পটে হয়রানির শিকার হতে হয়। নিজের তিক্ত অভিজ্ঞতা জানাতে গিয়ে কালম মিয়া নামে এক চালক বলেন, ‘যে উপজেলাতেই যাই, মান্থলি করা লাগে। মানে প্রতিটি থানা এলাকায় ঢুকতে গেলে মাসিক টাকা দেয়া লাগে। এভাবে চলা তো মুশকিল। আর বিআরটিএ অফিসে গেলে নানা ঝামেলা। এটা দাও, ওটা দাও করে।’

টোকেনের মাধ্যমে টাকা আদায় করা হয় কি না, অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক কামরুল আহসানের কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘গরিব শ্রমিকদের মেয়ের বিয়ে দিতে, কোনো চালক দুর্ঘটনায় আহত হলে তাদের জন্য টাকা খরচ করতে হয়। ও গুলোর জন্য টাকা নেয়া হয়। আমরা কোনো চাঁদা তুলি না। এটা আইনে নেই। সভাপতি এবং আমি, দুজনের কেউই চাঁদা তোলা পছন্দ করি না।’

তবে চাঁদা আদায়ের বিষয়টি স্বীকার করেছেন শ্রমিক সংগঠনটির সভাপতি সাবাহান আলী। তিনি বলেন, ‘গঠনতন্ত্রে আছে মাসে কত টাকা উঠানো যায়। এই টাকাটা কোন কোন খাতে খরচ হয় তার সব তথ্য আমাদের কাছে আছে। কোনো চালক মারা গেলে তার নামাজে জানাজায় যে খরচটা হয় সেটা আমাদের তোলা টাকা থেকেই খরচ হয়। গঠনতন্ত্রে আছে মাসে ২০০ টাকা নেওয়া যাবে। এরমধ্যে যারা টাকাটা উঠায় তারাইতো ৫০ টাকা নিয়ে নিচ্ছে।’

জেলা বিআরটিএর সহকারী পরিচালক আনোয়ারুল কিবরিয়া বলেন, ‘বেশির ভাগ অটোরিকশার নিবন্ধন নেই। যাদের আছে, সবগুলো মেয়াদোত্তীর্ণ। আমরা এখন আগের তুলনায় বেশি মোবাইল কোর্ট পরিচালনা করছি। পুলিশের নজরদারি বাড়ানো গেলে বিআরটিএতে রেজিস্ট্রেশন বাড়বে।’

পুলিশ সুপার মোনালিসা বেগম বলেন, ‘নিবন্ধন ছাড়া গাড়ি ও লাইসেন্সবিহীন চালককে ধরতে আমরা প্রায়ই অভিযান চালাচ্ছি। তাদের জরিমানা করা হচ্ছে। সড়কের কোথাও টোকেন নেওয়ার সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’


বিভাগ : অভ্যন্তরীণ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

চীনে মিডিয়াম-অরবিট ব্রডব্যান্ড কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপিত

চীনে মিডিয়াম-অরবিট ব্রডব্যান্ড কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপিত

ভারতীয় শ্রমিকরা ইসরাইলি সৈন্যদের ছাউনি, ফিলিস্তিনিদের বন্দীশালা নির্মাণ করছে!

ভারতীয় শ্রমিকরা ইসরাইলি সৈন্যদের ছাউনি, ফিলিস্তিনিদের বন্দীশালা নির্মাণ করছে!

চুক্তি ছাড়াই শেষ যুদ্ধবিরতি আলোচনা, রাফাতে ব্যাপক হামলা ইসরায়েলের

চুক্তি ছাড়াই শেষ যুদ্ধবিরতি আলোচনা, রাফাতে ব্যাপক হামলা ইসরায়েলের

ফিলিস্তিনপন্থি বিক্ষোভে গ্রেটা থুনবার্গ

ফিলিস্তিনপন্থি বিক্ষোভে গ্রেটা থুনবার্গ

নিজ্জর খুনে ফের ‘র’-এর দিকেই আঙ্গুল কানাডার!

নিজ্জর খুনে ফের ‘র’-এর দিকেই আঙ্গুল কানাডার!

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ডেভিড মিল

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ডেভিড মিল

বিএনপির সমাবেশের মৌখিক অনুমতি

বিএনপির সমাবেশের মৌখিক অনুমতি

আচমকাই চীনে চালু হোয়াটসঅ্যাপ

আচমকাই চীনে চালু হোয়াটসঅ্যাপ

নাবালক পুত্রকে দিয়ে ভোট, সমালোচনার মুখে বিজেপি নেতা

নাবালক পুত্রকে দিয়ে ভোট, সমালোচনার মুখে বিজেপি নেতা

মার্কিন দমনমূলক ব্যবস্থার প্রতিবাদ বেইজিংয়ের

মার্কিন দমনমূলক ব্যবস্থার প্রতিবাদ বেইজিংয়ের

কলাপাড়ায় কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

কলাপাড়ায় কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

ইউরোভিশনে ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে বিক্ষোভ

ইউরোভিশনে ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে বিক্ষোভ

ফের গোল পেলেন রোনালদো,নাসেরের রোমাঞ্চকর জয়

ফের গোল পেলেন রোনালদো,নাসেরের রোমাঞ্চকর জয়

কাউকে ঋণ দিয়ে তার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা বেশী নেওয়া প্রসঙ্গে।

কাউকে ঋণ দিয়ে তার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা বেশী নেওয়া প্রসঙ্গে।

যৌনকর্মীদেরও এবার মাতৃত্বকালীন ছুটি, দেয়া হবে পেনশন

যৌনকর্মীদেরও এবার মাতৃত্বকালীন ছুটি, দেয়া হবে পেনশন

আমেরিকান কালার কসমেটিকস হারল্যানে ২৫% ছাড়

আমেরিকান কালার কসমেটিকস হারল্যানে ২৫% ছাড়

প্রথম প্রান্তিকে এনআরবিসি ব্যাংকের আমানত বেড়েছে ১৭ শতাংশ

প্রথম প্রান্তিকে এনআরবিসি ব্যাংকের আমানত বেড়েছে ১৭ শতাংশ

‘নেভার সেটেল’ শ্লোগানে দেশের প্রযুক্তিপ্রেমিদের উজ্জীবিত করতে প্রস্তুত শীর্ষ ব্র্যান্ডটি

‘নেভার সেটেল’ শ্লোগানে দেশের প্রযুক্তিপ্রেমিদের উজ্জীবিত করতে প্রস্তুত শীর্ষ ব্র্যান্ডটি

শেয়ারট্রিপের মেগা ক্যাম্পেইন, শেয়ারট্রিপ পে’র এর মাধ্যমে জিতুন আকর্ষণীয় সব পুরস্কার

শেয়ারট্রিপের মেগা ক্যাম্পেইন, শেয়ারট্রিপ পে’র এর মাধ্যমে জিতুন আকর্ষণীয় সব পুরস্কার

ইউএস ট্রেড শো- ২০২৪ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন

ইউএস ট্রেড শো- ২০২৪ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন