হাসিনা ও দোসরদের বিচার করতে হবে
২০ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম
স্বৈরাচারী খুনি শেখ হাসিনা ছাত্র-জনতাকে হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে। হাসিনা ও তার দোসরকে গণহত্যার দায়ে দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সে বলেছিলো শেখ হাসিনা পালায় না কিন্তু পালিয়ে গিয়ে দেশের মানুষের সাথে প্রতারণা করেছে। গত ১৬ বছরে দেশে গুম, খুন, সন্ত্রাস নির্যাতন ও লুটপাট চালিয়ে দেশকে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী দুঃশাসনের সব বিচার এ দেশের মাটিতে হবে। তাই বিএনপির সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
গত শুক্রবার বিকালে মুকুট নাইট উচ্চ বিদ্যালয় মাঠে পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল আয়েজিত বিএনপির কেন্দ্র ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়নের লক্ষে জনমত গঠন কল্পের মতবিনিময় সভায় অনুষ্ঠানের উদ্বোধক পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম উপরোক্ত কথাগুলো বলেন।
ধলঘাট ২নং ওর্য়াড বিএনপির সভাপতি সোহরাব আহমদের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি যুগ্ন অহাŸায়ক কামাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশোদ আলম বক্তব্য রাখেন ধলঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি সোলাইমান বাদল, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন নাজিম, সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, ওর্য়াড সভাপতি আব্দুল আজিজ, কামাল উদ্দিন, আরফ আলী চৌধুরি, কল্লোল বড়ুয়া, যুবদলনেতা আবদুল শুক্কর,এরশাদ হেসেন, ছাত্রদল নেতা হোছেন মোহাম্মদ আশেক, এস.এম নয়ন, সাহাদাত হোসেন,সেচ্ছাসেবক দলের আবছার, বক্কর, সেলিম জাবেদ, শ্রমিক দলের সাখাওয়াত হোসেন প্রমুখ।
বিভাগ : অভ্যন্তরীণ