ঈশ্বরগঞ্জে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ
২০ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজারে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশেই অবৈধভাবে বসানো বিভিন্ন দোকান উচ্ছেদ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ঈশ্বরগঞ্জ পৌর প্রশাসক এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন ওই উচ্ছেদ অভিযান করেন। এসময় সড়কের পাশে বসা প্রায় ১০০-এর বেশি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এবং ভ্রাম্যামণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন বলেন, দৈনিক ইনকিলাবে সংবাদ প্রকাশ করার পর বিষয়টি নিয়ে জেলা প্রশাসক স্যার ইউএনও স্যারকে মহাসড়কের পাশের অবৈধ দোকান উচ্ছেদের নির্দেশ দেন। সেই নির্দেশ মোতাবেক গতকাল শনিবার অভিযান পরিচালনা করি। এসময় ১০০-এর বেশি দোকান উচ্ছেদ করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর দৈনিক ইনকিলাবে ‘ঈশ্বরগঞ্জে মহাসড়কে কাঁচা বাজার’ এমন শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। সেই সংবাদ প্রকাশের পর জেলা ও উপজেলা প্রশাসক নড়েচড়ে বসেন। বিষয়টি নিয়ে আলোচনা হয় মহাসড়ক থেকে বাজার সরানোর। সেই সিদ্ধান্ত মোতাবেক দোকান মালিকপক্ষ নিজ দ্বায়িত্বে দোকান সরানোর জন্য মাইকিং করেন উপজেলা প্রশাসন। তবে সেই মাইকিংয়ের পরও দোকান মালিকরা তাদের দোকান সরিয়ে না নেওয়ায় শনিবার দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এবং ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন। সেই অভিযানে ঈশ্বরগঞ্জ পৌর বাজারের মহাসড়কে পাশে প্রায় ১০০ অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
বিভাগ : অভ্যন্তরীণ