দুমকির পীরতলা খালের ময়লা অপসারণ শুরু
২০ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম
দৈনিক ইনকিলাব পত্রিকাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশের পরে অবশেষে পটুয়াখালীর দুমকি উপজেলার ঐতিহ্যবাহী পীরতলা খালের ময়লা অপসারণের উদ্যোগ নেয়া হয়েছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দুমকি উপজেলা প্রশাসন, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে গতকাল শনিবার সকালে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, পবিপ্রবির জার্মপ্লাজমের পরিচালক ড. মাহাবুব রব্বানী, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাহার আলী মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মৃধা প্রমুখ। এর আগে ‘স্কুলের পাশে ময়লার ভাগার স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা’ শিরোনামে দৈনিক ইনকিলাব পত্রিকায় একটি সংবাদসহ বিভিন্ন মিডিয়ায় খালটি সংস্কারের দাবিতে সংবাদ প্রকাশিত হয়েছে।
এ প্রসঙ্গে শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান আজাহার আলী মৃধা বলেন, পীরতলা খাল দীর্ঘ দিন ধরে ময়লার স্তূপে বন্ধ হয়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এখন খালটির ময়লা আবর্জনা পরিষ্কারের কাজ শুরু হলো।
দুমকি উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ বলেন, পীরতলা খালটি নিয়ে জনসাধারণের দীর্ঘদিনের অভিযোগ ছিল, নানা জটিলতার কারণে খালের ময়লা অপসারণে বিলম্ব হয়েছে। আমরা প্রথমে খালের ময়লা স্কাভেটর দিয়ে সম্পূর্ণ খালের ময়লা পরিষ্কার করব। পরবর্তীতে খাল দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
এসময় পবিপ্রবির ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দুমকি উপজেলা প্রশাসন ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে পীরতলা খাল পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।
বিভাগ : অভ্যন্তরীণ