তারেক রহমানের পক্ষে ঢেউটিন ও অর্থ বিতরণ
২১ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম
বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, তিনবারের সাবেক সংসদ সদস্য ও শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল বলেছেন যে, আমার নির্বাচনী এলাকা ঝিনাইগাতী ও শ্রীবরদী অবহেলিত গারো পাহাড়ি উপজেলা। এখানকার বেশীরভাগ মানুষের দরদ্রিসীমার নিচে বসবাস। কিন্তু বরাবরই এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা লেগেই আছে। কখনও বৃষ্টি, অতিবৃষ্টি কখনোবা বন্যা, কখনো পাহাড়ি ঢল আবার কখনো বা বন্যহাতির তান্ডপে খেতের ফসলসহ জানমালের ব্যাপক ক্ষতি, বাড়িঘর ভঙচুর বলতে গেলে নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে।
তিনি গতকাল বন্যাত্রদের মাঝে দলের ভারপ্রাপ্ত সভাপতি দেশনায়ক তারেক রহমানের পক্ষথেকে ঢেউ টিন নগদ অর্থ ও কাপড়-চোপর বিতরণী সভায় প্রধান অতিথির ভাসনদান কালে এসব কথা বলেন। তিনি বলেন অবিলম্বে আমি এসব সমস্যার স্থায়ী সমাধান কল্পে সরকারের নিকট এসব সমস্যার সমাধানের আহবান জানাচ্ছি। তিনি গতকাল ঝিনাইগাতী উপজেলার দিঘিরপাড় গ্রামে বন্যাও পাহাড়ি ঢলে বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ১৯ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ ও কাপড়-চোপর বিতরণ কালে এসব কথা বলেন। তিনি বলেন, গত ৪ অক্টোবরের পাহাড়ি ঢল ও বন্যার পর থেকেই আমাদের প্রাণপ্রিয় দেশনেতা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের নির্দেশে আমরা গোটা বন্যাকবলিত এলাকা ঘুরে ঘুরে ত্রাণ সামগ্রী, নগদ অর্থ ও কাপড়-চোপরসহ উপহার সামগ্রী বিতরণ করে আসছি। এখন তাদের পুণর্বসনের জন্য ঢেউটিন নগদ অর্থ ও কাপড় চোপর বিতরণ করে যাচ্ছি। অর্থাৎ স্বল্প সামর্থ নিয়েও জনগনের পাশেই আছি। কিন্তু যে পরিমাণ ক্ষতি হয়েছে তা মোকাবেলায় যথেষ্ট সামর্থ আমাদেরও নেই। তাই এসব হতদরিদ্র নিরুপায় মানুষকে বাঁচাতে সরকারের নিকট পর্যাপ্ত ত্রাণ ও পুনর্বাসণে ডেউটিন ও নগদ অর্থ বরাদ্দের জোর দাবি জানাচ্ছি। অবিলম্বে এখানকার মানুষ বাঁচাতে মহারশী নদীর ২ পাশে স্থায়ী বন্যা নিয়ন্ত্রণে বেড়িবাঁধ নির্মাণসহ পর্যাপ্ত ত্রাণ, নগদ অর্থ এবং পুণর্বাসণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।
ঝিনাইগাতী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ শাহজাহান আকন্দের সভাপতিত্বে এই সভায় বিএনপির উপজেলা নেতৃবৃন্দ, উপজেলা যুব দল, ছাত্র দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মী ও বিপুল বানভাসি লোকজন উপস্থিত ছিলেন।
বিভাগ : অভ্যন্তরীণ