ঘনকুয়াশায় আরিচায় ৪ ঘণ্টা পর ফেরি চালু
২১ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম
ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল রোববার সকাল ৫টা থেকে ৯টা পযর্ন্ত ৪ ঘণ্টা বন্ধ থাকার উক্ত নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক অফিসের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী।
বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের সূত্রে জানা গেছে, গতকাল রোববার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৪ ঘণ্টা আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ ছিল। এ সময় ঘণকুয়াশায় নৌপথ দৃষ্টিসীমার বাহিরে চলে গেলে আরিচাতে খান জাহান আলী নামের ১টি এবং কাজিরহাট চিত্রা ও রুহুল আমিন নামের ২টি ফেরি যানবাহন বোঝাই করে নিজ নিজ ঘাটেই নোঙ্গর করে ছিল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক অফিসের নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে দুর্ঘটনা এড়াতেই রবিবার সকাল ৫টা থেকে সকাল ৯টা পযর্ন্ত বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে সকাল ৯টার পর থেকে উক্ত নৌপথে পুণঃরায় ফেরি চলাচল শুরু হয়েছে বলে তিনি জানান।
বিভাগ : অভ্যন্তরীণ