সাতক্ষীরায় ছিনতাইয়ের অভিযোগে ২ বিজিবি ও পুলিশ সদস্য আটক
২২ অক্টোবর ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৪, ১২:০৯ এএম
সাতক্ষীরায় তিনটি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগ দুই বিজিবি ও এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। গত শনিবার দিনগত রাত সাড়ে এগারোটার দিকে তালা উপজেলার ইসলামকাটি বাজার এলাকায় জনগণ তাদের আটক করে যৌথবাহিনীর কাছে সোপর্দ করেছেন। আটককৃতরা হলেন- সাতক্ষীরা ৩৩ বিজিবিতে কর্মরত সিপাহী জাহিদুল ইসলাম (নং -৮৯১৭৯), সিপাহী আল আমিন (নং ৯৩৩৩৩) ও সাতক্ষীরা সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল রাশেদ (নং ৮৯৫)। এসময় স্বর্ণ বহনকারী প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ১৩-৮৬০১) আটক করে নিয়ে আসেন যৌথ বাহিনীর সদস্যরা। তবে, গাড়ির চালক জাকির হোসেন আহত অবস্থায় সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পোশাকধারী বিজিবি ও পুলিশের উপরোক্ত তিন সদস্য খুলনার চুকনগর থেকে মোটরসাইকেলে ধাওয়া করে স্বর্ণ বহনকারী প্রাইভেটকারটিকে। একপর্যায়ে রাত সাড়ে এগারোটার দিকে সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি বাজারে প্রাইভেটকারটিকে আটকাতে সক্ষম হয়। তারা চালক জাকির হোসেনকে মারপিটে জখম করে রাস্তায় ফেলে রেখে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয় জনগণ ছিনতাইয়ের অভিযোগে দুই বিজিবি সদস্য ও পুলিশের এক কনস্টেবলসহ তিনজনকে আটক করে তালা ও পাটকেলঘাটা থানায় খবর দেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে নিয়ে আসেন।
নাম প্রকাশ না করে কয়েকজন জানিয়েছেন, প্রাইভেটকার থেকে তিনটি স্বর্ণের বার উদ্ধার হয়েছিল। স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নে জমা রয়েছে।
বিষয়টি নিয়ে পুলিশ ও বিজিবির কোনো কর্মকর্তার কাছ থেকে কিছু জানা সম্ভব হয়নি। তবে, একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বিভাগ : অভ্যন্তরীণ