চরফ্যাশনে মশারি জালে ধ্বংস হচ্ছে উপকূলের জীব-বৈচিত্র্য
২২ অক্টোবর ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৪, ১২:০৯ এএম
ভোলার চরফ্যাশন সাগর উপকূলের মেঘনা-তেতুলিয়া ও সাগর মোহনায় নিষিদ্ধ মশারি জালে অবাধে ধ্বংস করছে নানা জাতের মাছের পোনা ও সাগরের জীব-বৈচিত্র্য। মশারি জালে মাছের পোনা সাথে সামুদ্রিক প্রাণির লার্ভা মারা যাচ্ছে। এতে মাছের বংশ বিস্তার ধ্বংস হওয়ার শঙ্কা রয়েছে। হুমকির মুখে সাগর উপকূলের জীব বৈচিত্র্য।
অপেশাদার শিশু-কিশোর কিশোরিরা সাগরের কিনারে গাছ ও বাঁশের খুটিতে মশারি জাল দিয়ে সাগরের ঢেউয়ের বিপরীতেতে জাল বসায়। ভাটায় পানি কমে গেলে মশারি জালে আটকায় নানা জাতের মাছের পোনা ও জলজ প্রাণির লার্ভা-পোনা। ক্ষুদে জেলে রাকিব (১৪) জানান, নিত্য পণ্যের বাজারে অভাব অনটনের সংসারে মাছ ধরে বিক্রি করে জীবিকা নির্বাহ করতে হয়। জিবিকার টানে বাধ্য হয়ে সাগরের কিনারে জাল ফেলতে হচ্ছে। রাকিবের মত আরও অনেকে মশারি জাল পাতে। তার পাতা জালে মাছের সাথে উঠে আসে অনেক জলজ প্রাণির পোনা। জালের মাছ সংগ্রহ করে অবশিস্ট মাছের পোনা ও বিভিন্ন প্রাণির পোনা মাটিতে ফেলে দেয়া হয়।
চরফ্যাশনে জীব-বৈচিত্র্য নিয়ে কাজ করছে বেসরকারি সংস্থা ইকোফিশ-২ এর সহকারি পরিচালক আবদুল হামিদ বলেন, সাগর ও নদীতে জেলেদের জালে বিভিন্ন জাতের মাছের পোনা, কাছিম, কাকড়া, জেলি ফিসসহ মাছের পোনা-লার্ভা ধ্বংস হচ্ছে। এতে ভবিশ্যতে সমুদ্রে মৎস্যভান্ডার কমে যাবে।
তিনি বলেন, সাগরে মাছের পাশাপাশি হাজারও রকমের কীট-পতঙ্গ ও জলজ প্রাণি রয়েছে। নিষিদ্ধ ঘোষিত জাল ও মশারী দিয়ে এসব সামুদ্রিক মাছ ও জীব সংগ্রহ করে অবশিস্ট মাছের পোনা মাটিতে ফেলে দেয়া হয়। তপ্ত বালিতে পরে মাছের পোনা ও জলজ প্রাণি মারা যাচ্ছে। এরা ধ্বংস করছে ছোট মাছের পোনা ও মাছের ডিম। সমুদ্রের ভারসাম্য হারিয়ে বিলুপ্ত হচ্ছে বিরল প্রজাতির জলজ প্রাণি এবং কীট-পতঙ্গ। সামুদ্রিক জীববৈচিত্র রক্ষায় জেলেদের সার্বিক সহযোগিতা ছাড়া জীব-বৈচিত্র্য রক্ষা করা সম্ভব নয়।
চরফ্যাশন জলবায়ু ফোরামের সাধারণ সম্পাদক শামসুন্নাহার স্নিগ্ধা বলেন, সমুদ্রের জীব-বৈচিত্র্য ধ্বংস হলে জলবায়ূর বিরুপ প্রভাব ও পরিবেশের ভারসাম্য হুমকি স্বরুপ সম্মুখীন হবে মানুষ। সাগরপাড়ে মশারি জালে মাছ ধরা বন্ধ করা না গেলে ভবিষ্যতে মাছের আহরণ এবং মাছের উৎপাদন কমে যাবে। ফলে আমিষের চাহিদা পূরণ হবেনা।
চরফ্যাশন মৎস্য কর্মকর্তা বলেন, মশারি জাল নিষিদ্ধ করা হলেও অসাধু জেলেরা লোক-চক্ষুর আড়ালে জাল ফেলে সাগরের জীব-বৈচিত্র্য ধ্বংস করছে। জনবলের অভাবে মনিটরিং করা যাচ্ছে না।
বিভাগ : অভ্যন্তরীণ