সাতকানিয়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর প্রশাসন
২৩ অক্টোবর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৩ অক্টোবর ২০২৪, ১২:০৫ এএম
চট্টগ্রামের সাতকানিয়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে টাস্কফোর্স অভিযান জোরদার করেছে উপজেলা প্রশাসন। প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম চলছে। একইভাবে টাস্কফোর্সের বাজার মনিটরিংয়ের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হচ্ছে।
জানা যায়, গত কয়েকদিনে সাতকানিয়ার কেরানীহাট, বাজালিয়া, মৌলভীর দোকানসহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ক্রয়ের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয় বা অতিরিক্ত মুনাফা করছে কিনা তা যাছাই-বাছাই করা হচ্ছে, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের তথ্যে গরমিল, লাইসেন্স না থাকাসহ এসব তথ্য যাচাই করা হচ্ছে। এসব তথ্যে অসামঞ্জস্যতা পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রশাসনের মতে, সাম্প্রতিক সময়ে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছে। এতে সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস হয়ে উঠেছে। মানুষের কষ্ট লাঘবে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে অসাধু সিন্ডিকেট ভাঙার জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা মতে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে। অসাধু ব্যবসায়ীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার সকালে সাতকানিয়ার কাঁচাবাজার ও এওচিয়ার গোলাহাট বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম জানান, এসময় মুদি দোকানে মূল্যতালিকা না থাকা, লেবেল ছাড়া পণ্য বিক্রয়, কাঁচাবাজারে ক্রয় রশিদ সংরক্ষণ না করা ও দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৮টি মামলায় ১৬ হাজার ৮শ’ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
তিনি বলেন, টাস্কফোর্স অভিযানের মাধ্যমে বিভিন্ন বাজার মনিটরিং করা হচ্ছে। দ্রব্যের দাম অস্বাভাবিক অবস্থা থেকে স্বাভাবিকে না এলে আসামি দিনগুলোতে টাস্কফোর্স অভিযান আরও কঠোরভাবে আইন প্রয়োগ করবে।
অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর ছরওয়ার কামাল। সাথে ছিলেন ছাত্র প্রতিনিধি, পুলিশ ও আনসার সদস্য এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
বিভাগ : অভ্যন্তরীণ