বাঘারচর বিজিবি ক্যাম্পে ১৭৫ বস্তা ধনিয়া জব্দ মালিকের প্রশ্ন আরো ২০ বস্তা গেলো কোথায়?
২৬ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৬ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম
দেওয়ানগঞ্জের বাঘারচরে বিজিবি ১৭৫ বস্তা ধনিয়া জব্দ করছে। গত বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটের দিকে। জব্দকৃত ধনীয়ার মালিক ব্যবসায়ী রেজাউল করিমের দাবি ট্রাকে ১৯৫ বস্তা ধনিয়া লোড করা ছিলো। বাকি ২০ বস্তা গেলো কোথায়? বিজিবি সদস্যরা গোপন রেখেছে বলে অভিযোগ তুলেছেন।
জব্দকৃত পণ্যের সাথে আটক হয়েছে ট্রাক ড্রাইভার জিয়া উদ্দিন লাভলু ও হেলপার আলামি। জব্দকৃত ধনিয়ার বস্তাগুলো দেওয়ানগঞ্জ মডেল থানায় নিয়ে আসা হয় গতকাল শুক্রবার সকাল ১০ টায়। জব্দকৃত পণ্য ছাড়াতে থানায় হাজির হয়েছেন ধনিয়ার মালিক রেজাইল করিম। তিনি চর রাজিবপুর উপজেলার কুড়িগ্রাম ইউনিয়নের ধুবালিয়া পাড়া এলাকার বাসিন্দা।
তারভাষ্য, সে মেসার্স আবু সিফাত এন্টারপ্রাইজের মালিক। দীর্ঘ ১৫ বছর থেকে ধনিয়ার ব্যবসা করে আসছেন। কুদাল কাটি, চিলমারি, রৌমারিসহ বিভিন্ন এলাকা থেকে ধনিয়া ক্রয় করে সরবাহ করেন। এমকি কৃষকেরা গোডাউনে এসেও ধনিয়া বিক্রি করে যায়। সরবরাহ করা দেশিয় ধনিয়াগুলো ফরিদপুরের কিস্টপুর হাট এলাকার ব্যবসায়ী হিরো চন্দ্র সাহার কাছে বিক্রি করা হয়েছে। পরিমান ২০০ বস্তা, প্রতি বস্তায় ৫০ কেজি করে ধনিয়া। যার মূল্য ১৩ লাখ ৭৬ হাজার ৩শ’ টাকা। বস্তাগুলো ট্রাকে লোড দেওয়ার পর উচ্চতা বেশি হওয়াই ড্রাইভারের অনুরোধে ৫ বস্তা কম দিয়েছি। ১৯৫ বস্তার চালান কপিও ড্রাইভারকে দেয়া হয়। কিন্তু জব্দ হওয়ার পর শুনছি ১৭৫ বস্তা। নিশ্চিতভাবে বলেন বাকি ২০ বস্তা বিজিবি ক্যাম্পেই আছে। বাকি বস্তাগুলো উদ্ধার করতে মামলা করবেন বলেও জানান।
জব্দের বিষয়ে বাঘারচর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার ফরমান আলী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি ধনিয়াগুলো ইন্ডিয়ান। সে মতে জব্দ করা হয়েছে। এবং ১৭৫ বস্তা ধনিয়া পাওয়া গিয়েছে। চোরাচালান আইনে একটি মামলা রুজু হয়েছে। হাবিলদার রেজাইল রহিম বলেন, এই এলাকায় ধনিয়া চাষ হয় না। পরিবহনকৃত ধনিয়াগুলো ইন্ডিয়ান বস্তা ব্যবহার করেছে। সেই সূত্র ধরেই জব্দ করা হয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান বলেন, বিজিবি ফরমান বাদী হয়ে একটি মামলা দিয়েছেন। সেখানে ১৭৫ বস্তা উল্লেখ্য রয়েছে এবং ১৭৫ বস্তা থানায় জব্দ আছে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক