কদমতলী-হাসনাবাদ সেতু ৪ বছরেও শেষ হয়নি
২৬ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৬ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম
কুমিল্লার দাউদকান্দিতে গোমতী নদীর ওপর কদমতলী-হাসনাবাদ সেতু নির্মিত হচ্ছে। উপজেলার সদর উত্তর ইউনিয়নের গোমতী নদীর উপর ৫৮ কোটি ৭৪ লাখ ৬৫ হাজার ৬৩১ টাকা ব্যয়ে ৫৭০ মিটার কদমতলী-হাসনাবাদ সেতু দীর্ঘ ৪ বছরেও নির্মাণ কাজ শেষ হয়নি।
ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফলতি ও স্থানীয় প্রশাসনের উদাসীনতায় ৫৭০ মিটারের সেতুর কাজ সম্পূর্ণ হতে সময় বেশি লাগছে বলে অভিযোগ স্থানীয় লোকজন ও গ্রামবাসীর। তাছাড়াও সেতুটির মেরামতের কাজ কবে শেষ হবে তারও কোনো নিশ্চয়তা নেই। ৪ বছর আগে থেকে সেতুটির নির্মাণ কাজ শুরু করে ১৫২টি পাইলের মধ্যে ১৪১টি পাইলের কাজ শেষ হলেও আরো ১১টি পাইলের নির্মাণ কাজ বাকি রয়েছে। ফলে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ২৮ গ্রামের প্রায় অর্ধলক্ষাধিক বাসিন্দার।
এলাকাবাসীর অভিযোগ, সেতুর অভাবে অর্ধলক্ষাধিক মানুষের যাতায়াতে কষ্ট ও ভোগান্তি বাড়ছে। সরেজমিনে দেখা গেছে, দাউদকান্দি উপজেলা সদর থেকে উত্তর ইউনিয়ন এবং তিতাস ও মেঘনা উপজেলার কিছু অংশে যেতে নির্ভর করতে হয় খেয়া নৌকার ওপর।
এতে সময় অপচয় হওয়ার পাশাপাশি দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। কৃষকদের উৎপাদিত পণ্য, ব্যবসায়ীদের মালামাল আনা-নেওয়ায় মানুষের ভোগান্তির শেষ নেই। বাহেরচর ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আলিম জানান, গ্রামের লোকজন ও কলেজের ছাত্রছাত্রীরদের যাতায়াতের জন্য সেতুটি দ্রুত নির্মাণ করা খুবই জরুরি।
কদমতলী ও দুধঘাটা গ্রামবাসী বলেন, সেতুর অভাবে দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নসহ তিতাস ও মেঘনা উপজেলার বিভিন্ন এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
এর মধ্যে দাউদকান্দি উপজেলার হাসনাবাদ ভিটিকান্দি, কান্দারগাঁও, বাহেরচর, বাজরা, বটতলী ও গঙ্গাপ্রসাদ। তিতাস উপজেলার দুধঘাটা, দড়িগাঁও, চরকাঠাঁলিয়া, কাকিয়ালী, মোহনপুর, উজিরাকান্দি, সাতানী, চারআনি, নন্দীরচর, মঙ্গলকান্দি, বারকাউনিয়া, কালীরবাজার, ভুঁইয়ারবাজার, নন্দনপুর, বালুয়াকান্দি, জগতপুর ও চরকুমারিয়া এবং মেঘনা উপজেলার আলীপুর, বিনোদপুর, চরবিনোদপুর ও হিজলতলী গ্রামের মানুষ নৌকা নিয়ে গোমতী নদী পারাপার করে। বাহেরচর গ্রামের কৃষক ছাদেক মিয়া ও শুক্কুর আলী বলেন, ‘ব্রিজের লাইগ্যা ফসলও ওপারে (দাউদকান্দি উপজেলা সদর বাজার) নিয়ে বিক্রি করতে পারি না। নৌকায় কি আর সব নেয়া যায়?
মোহনপুর গ্রামের ব্যবসায়ী নাসির মুন্সী বলেন, সেতু না থাওনে মালামাল পার করা খুবই ঝামেলা। নৌকায় পইসাও বেশি লাগে। সেতু না থাকায় নৌকায় নদী পার হতেই চলে যায় আধা ঘণ্টা।
ঠিকমতো নৌকা পাওয়া কঠিন। সেতু হলে আমাদের জন্য যে কত ভালো হতো। চারআনী হাসনাবাদ গ্রামের সাবেক মেম্বার মনু মিয়া জানান, এ সেতু নির্মিত হলে উপজেলা সদর উত্তর ইউনিয়নের মধ্যে প্রায় ২৮ গ্রামের অর্ধলক্ষাধিক বাসিন্দাদের যাতায়াতের অসুবিধা দূর হবে। দাউদকান্দি সদরে গিয়ে ঢাকায় যাতায়াত সহজ হবে, সাশ্রয় হবে অর্থ ও সময়ের।
এ প্রসঙ্গে দাউদকান্দি উপজেলা (এলজিইডি) প্রকৌশলী স্নেহাল রায় বলেন, ৫৮ কোটি ৭৪ লাখ ৬৫ হাজার ৬ শত ৩১ টাকা ব্যয়ে ওই নদীতে ৫৭০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের জন্য কাজের দায়িত্ব পায় কুমিল্লার মঈনউদ্দিন বাশী লিমিটেড ও মেসার্স জাকির এন্টারপ্রাইজ (জেভির) যৌথ কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।
২০২০ সালে সেতু নির্মাণ শুরু হওয়ার কথা থাকলেও জানুয়ারি থেকে জুন পর্যন্ত করোনাকালীন সময় কাজ বন্ধ থাকায় প্রতিষ্ঠানটি দায়িত্ব পেয়ে ২০২০-২১ অর্থবছরের জুলাই মাস থেকে কাজ শুরু করে। দরপত্রের চুক্তি অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরের মে মাসে কাজ শেষ হওয়ার কথা ছিল।
পরবর্তী পর্যায়ে প্রতিষ্ঠানটিকে সেতুর কাজ সম্পন্ন করার জন্য ২০২৫ সালের মধ্যে শেষ করার জন্য সময় বেঁধে দেয়া হলেও তারা সঠিক সময়ে কাজ সম্পন্ন করতে পারবে কিনা তা নিশ্চয়তা নেই। ফলে সেতু নির্মাণ কাজের এই ধীর গতির কারণে ভোগান্তিতে পড়েছে অত্র এলাকার বাসিন্দারা।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক