‘এদেশে আর কোনো স্বৈরাচারের স্থান হবে না’
২৭ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৭ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম
ফেনী জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত শানে রেসালাত সম্মেলনে বক্তাগণ বলেন, আওয়ামী লীগ দেশের একটি সন্ত্রাসী দল। এ আ.লীগের সরকারের শাসনামলে দুর্নীতি, লুটপাট, অর্থপাচার এবং হাজার হাজার মানুষ হত্যাসহ সব ধরনের অপরাধ সংগঠিত হয়েছে। তাদের মনে ছিল সবসময় ভারতপ্রীতি। ভারতের সরকারের নির্দেশক্রমে শেখ হাসিনা এ দেশকে পরিচালনা করেছেন। এদেশকে ধ্বংস করেছেন। এদেশে আর কোনো স্বৈরাচারের স্থান হবে না। এ জন্য সকল ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গত শুক্রবার রাতে ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে শানে রেসালাত সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, বিগত সরকারের আমলে ঢাকায় মূর্তি, ভাস্কর্য নির্মাণে বিরুদ্ধাচরণ করেছিলাম এবং বাবরি মসজিদ বিষয়ে কথা বলেছিলাম, তখন ভারত স্বৈরাচার শেখ হাসিনাকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল। এসব ইস্যুকে কেন্দ্র করে বিগত স্বৈরাচারী শেখ হাসিনা আমাদের সাথে নমরুদের মতো আচরণ করেছেন। জাতির সামনে আমাদেরকে বিবস্ত্র, অপমান অপদস্ত করার চেষ্টা করেছেন। কিন্তু আমরা মাথানত করি নাই, একাত্ববাদের দাবির ওপর কঠোর এবং অবিচল ছিলাম। শেখ হাসিনা তার সমস্ত রাষ্ট্রীয় শক্তি দিয়ে আলেম সমাজকে এবং হেফাজতে ইসলামকে দমন করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। আমরা বলতে চাই হেফাজতে ইসলাম ছিল, থাকবে।
বক্তাগণ বলেন, অন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি বিগত দিনে বাংলাদেশ আ.লীগ এবং প্রশাসনের আ.লীগ হয়ে যারা নিরীহ আলেম ওলামা ও সাধারণ মানুষের ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছেন তাদেরকে গ্রেফতার করে বিচারের কাটগড়ায় দাঁড় করাতে হবে। ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করায় অন্তবর্তী সরকারকে ধন্যবাদ জানান তারা। সেই সাথে আ.লীগ, যুবলীগ ও শ্রমিকলীগকে নিষিদ্ধ ঘোষণা করার আহবান জানান। শেখ হাসিনার পদত্যাগ বিষয়ে প্রেসিডেন্ট মিথ্যাচার করছেন। অনতিবিলম্বে সময় থাকতে ক্ষমতা ছেড়ে প্রেসিডেন্টকে বিদায় নেওয়ার আহবান জানান বক্তাগণ।
সম্মেলনে সভাপতিত্ব করেন ফেনী জেলা হেফাজতে ইসলামের সভাপতি আল্লামা আফজালুর রহমান, সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা ওমর ফারুক।
ফেনী জেলা হেফাজতে ইসলামের উদ্যোগে আয়োজিত শানে রেসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতের ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরী, বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতী হারুন ইজহার, সহকারী মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, হেফাজতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা নূর হোসাইন নূরানী, ঢাকা মহানগর হেফাজতের তথ্য ও গবেষনা সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল ও মাওলানা শোয়াইব বাবুনগরী প্রমুখ।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
আজারবাইজানে কপ-২৯ সম্মেলনে ঠাকুরগাঁওয়ের ইএসডিওর সাইড ইভেন্ট অনুষ্ঠিত
বেতন পেয়ে অবরোধ প্রত্যাহার করল বেক্সিমকোর শ্রমিকেরা
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪৭
ট্রাম্প প্রশাসনের জন্য মনোনীত দুই সদস্যের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ
ট্রাম্প ব্যবসায়ী, আমরাও একজন ব্যবসায়ী পার্টনার চাই : টাইম ম্যাগাজিনকে ড. ইউনূস
আদানির দুর্নীতি : এবার ভারতেই বির্তকের মুখে মোদি সরকার
প্রেসিডেন্টর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নিজ্জর হত্যায় মোদীর সংশ্লিষ্টতার দাবি কানাডার সংবাদমাধ্যমের ,‘হাস্যকর’ দাবি ভারতের
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে গুলি, নিহত ৪২
এক সপ্তাহে রিজার্ভ বাড়ল ৬ কোটি ১০ লাখ ডলার
ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে : পুতিন
মুরগি-সবজিতে কিছুটা স্বস্তি, আলু এখনো চড়া
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, যা বলল যুক্তরাষ্ট্র
মার্কিন শ্রম প্রতিনিধি দল ঢাকা আসছে আজ
পার্থে শুরুতেই চাপে ভারত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা
সেনাকুঞ্জে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমীরের কুশল বিনিময়
সিঙ্গেল সিটের দাবিতে গভীর রাতেও হলের বাইরে ছাত্রীরা
ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৪৪ হাজার অতিক্রম করলো
ট্রাম্প প্রশাসনের নতুন অ্যার্টনি জেনারেল পাম বন্ডি