গড়াই নদীতে কমছে পানি বাড়ছে ভাঙন
০৯ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম
‘গড়াই নদীর দু’দিকেই বাঁধ আছে। তয় মধ্যি নেই। এহন নদীর পানি কমছে আর ভাঙছে। পেত্যেক বার ভাঙে, লোক আসে। তবে বাঁধ হয় না। ভাঙন নিয়ে সগলেই আতঙ্কে আছি।’ আক্ষেপ করে কথাগুলো বলছিলেন কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের ফজলু মিস্ত্রি’র স্ত্রী রাবেয়া খাতুন। তিনি দ্রুত গড়াই নদীপাড়ে পাকা বাঁধ নির্মাণের দাবি জানান।
গড়াই নদীর কুল ঘঁষে কুমারখালী পৌরসভা ও উপজেলা শহর অবস্থিত। ১৮৬৯ সালে গঠিত প্রথম শ্রেণির এই পৌরসভায় প্রায় ৬০ মানুষের বসবাস। পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কুন্ডুপাড়া এলাকার হিম্মতমোড় থেকে গড়াই ইকোপার্ক পর্যন্ত প্রায় ৪০০ মিটার এলাকায় নেই বাঁধ। তার মধ্যে প্রায় ১৫০-২০০ মিটার অংশে ভাঙন শুরু হয়েছে। গেল দুই-তিন ধরে ভাঙলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এতে হুমকির মুখে পড়েছেন গড়াই ইকোপার্ক, পার্কের মসজিদসহ অন্তত ৬০ থেকে ৭৫টি ঘরবাড়ি ও পরিবার।
বাসিন্দাদের অভিযোগ, ২০০৩ সালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কুন্ডুপাড়া ও ৫ নম্বর ওয়ার্ডের শেরকান্দি এলাকায় কয়েক কিলোমিটার বক্ল দিয়ে শহর রক্ষায় পাকা বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে পাউবো কর্মকর্তাদের উদাসীনতায় প্রায় ২১ বছরেও কুন্ডুপাড়ার হিম্মতমোড় থেকে গড়াই ইকোপার্ক পর্যন্ত প্রায় ৪০০ মিটার এলাকায় কাঁচা বা পাকা কোনো বাঁধ নির্মাণ হয়নি। এতে প্রতিবছরই ভাঙতে ভাঙতে নদী বাঁকা হয়ে ঢুকে পড়ছে বসতি এলাকায়।
সরেজমিনে দেখা যায়, নদীতে পানি কমতে শুরু করেছে এবং গড়াই ইকোপার্কের মসজিদ থেকে প্রায় ১০০ মিটার দূরের কয়েকটি স্থানে প্রায় ১৫০-২০০ মিটার এলাকায় ভাঙন লেগেছে।
এ সময় স্থানীয় বাসিন্দা মিলন হোসেন জানান, প্রায় ২১ বছর ধরে ভাঙছেই। ভাঙন লাগলে প্রশাসনের লোকজন আসে। বাঁধ নির্মাণের কথা বলে চলে যায়। তবুও বাঁধ হয়নি। এবারো ভাঙন শুরু হয়েছে। তিনি দ্রুত পাকা বাঁধ নির্মাণের দাবি জানান।
কুন্ডুপাড়ার আমিরুলের স্ত্রী ফিরোজা খাতুন বলেন, পানি কমলেও ভাঙে, বাড়লেও ভাঙে। আবার ফের ভাঙন লেগেছে নদীপাড়ে। কবে যে ঘড়বাড়ি ভেঙে যাবে। এই ভেবে সবাই খুব আতঙ্কিত।
২০০৩ সালে কেন মাঝখানে ফাঁকা রেখে দু’পাশে বাঁধ নির্মাণ করা হয়েছিল তা জানেন না কুষ্টিয়া পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. ইয়ামিন হক।
তিনি বলেন, কুন্ডুপাড়া এলাকায় ১৫০-২০০ মিটারজুড়ে ভাঙন দেখা দিয়েছে। গড়াই নদী প্রকল্প দু’পাশ হলে সেখানে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে।
গড়াই নদীপাড় ভাঙনের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাউবো কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
খালেদা জিয়াকে ১২ বছর সেনাবাহিনী থেকে দূরে রাখা হয়েছে : মির্জা ফখরুল
সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস ফিরে আনতে হবে -আল-কাউসার পরিষদ বাংলাদেশ
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে ছাত্র আন্দোলনের নেতাদের কুশল বিনিময়
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি
শিখ নেতা হত্যা, মোদীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ কানাডার
দলীয় ভিত্তিতে প্রশাসন সাজিয়ে কেউ ক্ষমতায় আসতে পারবে না: এ এম এম বাহাউদ্দীন
আদানির সঙ্গে জড়িত মোদিও: রাহুল গান্ধী
আইসিসির প্রধান কৌঁসুলি ২৫ নভেম্বর ঢাকায় আসছেন
সোহেল-টুকু-হেলালসহ খালাস পেলেন বিএনপির ২২ নেতাকর্মী
ইরানে উদ্ভাবনে নারীদের অবদান ২৪ শতাংশের বেশি
প্রকাশায় ৯৩ শতাংশ নকল করেও পদোন্নতি পান রাবি অধ্যাপক সাহাল উদ্দিন
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই ঘন্টা পর লেবু বাগানে মিললো শিশুর লাশ
নাবালক ছাত্রের সঙ্গে জবরদস্তি যৌন সঙ্গম, ৩০ বছরের জেল শিক্ষিকার
সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতিনিধি দলের অংশগ্রহণ
মার্কিন সংসদের নারী শৌচাগার ব্যবহার করতে পারবেন না রূপান্তরকামী এমপি
বাগেরহাটে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড
অন্তবর্তীকালীন সরকারের নির্দেশনা পালনের প্রত্যয় ব্যক্ত করলেন জিওসি
কুড়িগ্রামের উলিপুরে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু
ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে দুই নারী উদ্ধার
কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : চাঁদপুরে হাবিবুল্লাহ মিয়াজী