ভালুকায় খামারির ২০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
০৯ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম
ময়মনসিংহের ভালুকায় প্রতিপক্ষের বিরুদ্ধে একটি মৎস্য খামার থেকে রাতে জাল ফেলে ও দিনদুপুরে টিকিটের মাধ্যমে বর্শি দিয়ে প্রায় ২০ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার বহুলী গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত খামার মালিক নুরুল আমিন মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সরেজমিনে স্থানীয়দের সাথে কথা বলে ও লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার বহুলী গ্রামের মৃত ইন্তাজ আলী মন্ডলের ছেলে মো. নুরুল আমীন ১০ বছরের জন্য কাঠাপ্রতি ৩ হাজার টাকা চুক্তিতে বহুলী দাখিল মাদরাসার পেছনে অবস্থিত স্থানীয় চিতুলিয়া বিলটি লিজ নিয়ে বিভিন্ন দেশিয় প্রজাতীয় মাছের চাষ করে আসছিলেন। প্রতিপক্ষ আব্দুল আউয়ার সরকার ও তার ভাই আব্দুল মান্নান গত পাঁচমাস পূর্বে ওই বিলে জমি আছে বলে খামারীকে বিলটি ছেড়ে দেয়ার জন্য বলেন এবং প্রায়ই বিল থেকে রাতের আঁধারে জাল দিয়ে ও টিকিটের মাধ্যমে বর্শি দিয়ে মাছ মারতে শুরু করেন। ইতোমধ্যে খামার থেকে পর্যায়ক্রমে প্রায় অধিকাংশ মাছ মেরে নিয়ে যাওয়া হয়েছে। মাদরাসার কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, চিতুলিয়া বিলে তাদেরও বেশ কিছু জমি রয়েছে এবং খামার মালিক নুরুল আমিন তাদের চুক্তিমতো ভাড়া দিয়ে যাচ্ছেন। প্রতিপক্ষরা জাল ফেলে ও বরশি দিয়ে মাছগুলো মেরে নিয়ে যাচ্ছেন। এ ভাবে মাছ মেরে নিয়ে খামারীর সাথে জুলমবাজি করা হচ্ছে বলে ওই শিক্ষকরা জানান।
ক্ষতিগ্রস্ত খামার মালিক জানান, তিনি ২০১৮ সালে ১০ বছরের জন্য শর্তমাফিক স্ট্যাম্পের মাধ্যমে বিলটি লিজ নিয়ে যথাযথ ভাড়া দিয়ে মাছ চাষ করে আসছেন। বিলটিতে তার ২ একর ২৫ শতাংশ জমিও রয়েছে। ইতোমধ্যে প্রায় ৬ বছর দেশিয় প্রজাতীয় মাছ চাষ করেছেন এবং খামারে তার প্রায় ৫০/৬০ লাখ টাকার মাছ ছিলো। গত পাঁচ মাস আগে প্রতিপক্ষ আব্দুল আউয়াল সরকার বিলে তার কিছু জমি আছে বলে দাবি করে প্রথমে বিলটি ছেড়ে দিতে বলেন। এখন তিনি দুই রাতে জাল ফেলে ও দিনে টিকিটের মাধ্যমে অনবিরত বরশি দিয়ে খামারের প্রায় অধিকাংশ মাছ মেরে নিয়ে গেছেন। তাছাড়া তার খামার থেকে তাকে মাছ ধরতে বাঁধাসহ বিভিন্ন হুমকী দিয়ে আসছেন। এমনকি গত ৩ নভেম্বর আব্দুল আউয়াল সরকারের ছোট ভাই আব্দুল মান্নান (অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য) তার ওপর হামলাও করে। এতে তার একটি চোখের মারাত্মকভাবে ক্ষতি হয়েছে। এসব ঘটনায় তিনি ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল আউয়াল সরকার জানান, এক বছর আগে নুরুল আমিন তার কাছ থেকে লক্ষাধিক টাকার পোনা কিনেছিলেন। কিন্তু ওই পোনা বিক্রির টাকা না দেয়ায় তিনি ওই খামার থেকে মাছ মারছেন। তাছাড়া ওই বিলে তার কিছু জমিও রয়েছে বলে জানান। ভালুকা মডেল থানার কর্তব্যরত অফিসার এসআই ফজিকুল ইসলাম জানান, খামার থেকে মাছ মেরে নেয়ার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
বেনাপোল পৌরসভার নাগরিকদের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধন
ভারতীয় আগ্রাসী মনোভাব মোকাবেলা করবে বাংলাদেশের জনগণ: আলহাজ হাফিজ সাব্বির আহমদ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২৯ জন
চাঁদপুরে কিশোরচালক মহিন হত্যা মামলার ৩ আসামী আটক
পার্থিব ও ওহীর জ্ঞানের সমন্বয়ে গঠিত মাদরাসা শিক্ষা: অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী
ভারত বাংলাদেশের ওপর যুদ্ধ বাধানোর চক্রান্ত করছে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ
আবারো রাঙ্গুনিয়ায় বন্যহাতির তাণ্ডব : কৃষক দিশাহারা
আগাম আলুর দামে খুশি নীলফামারীর চাষিরা
দৌলতখানে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
মাগুরায় ৩ মাস ২৮ দিন পর কবর থেকে লাশ উত্তোলন
হাবিপ্রবিতে ৩ দিনব্যাপী কর্মশালা
দুই কোটি টাকার ব্রিজে উঠতে হয় মই দিয়ে
আমতলীতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ : নিম্নমানের ইট ব্যবহার
হত্যা মামলায় ঝিনাইদহের আ.লীগ নেতাসহ দু’জনের রিমান্ড মঞ্জুর
ভারতবিরোধী স্লোগানে উত্তাল খুলনা
বর্জ্য-আবর্জনার শহর সৈয়দপুর
ছাত্র-জনতার বিপ্লবে ভারতের স্বপ্ন ভেস্তে গেছে : হাজী ইয়াছিন
ডেঙ্গু থেকে মুক্তি চাই
ভারতের ষড়যন্ত্রে কোনো কাজ হবে না
আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে ইসকন-বিজেপি খেল দেখাতে চাইছে