দৌলতখানে ভর্তুকি মূল্যের সার পেতে কৃষকের ভোগান্তি
১১ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
ভোলার দৌলতখানে সরকারের ভর্তুকিমূল্যের সার ও বীজ পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে কৃষকদের। স্থানীয় কৃষকদের অভিযোগ, ইউনিয়ন পর্যায়ে বিসিআইসি ডিলার নিয়োগ করা হলেও ডিলাররা সংশ্লিষ্ট ইউনিয়নে সার বিক্রি করছেন না। বেশিরভাগ ডিলার পৌরশহর কিংবা ইউনিয়নের বাইরের কোন বাজারে গোডাউন নিয়ে সার ও বীজ বিক্রি করছেন। এতে সার ও বীজ পেতে দুর্ভোগে পড়তে হয় কৃষকদের।
উপজেলা কৃষিবিভাগ সূত্রে জানা যায়, কৃষির উন্নয়নে সরকারিভাবে এ খাতে নানা বরাদ্দ ও ভর্তুকি দেয়া হয়। প্রান্তিক কৃষকদের স্বল্প মূল্যে সার ও বীজ পেতে ইউনিয়ন পর্যাযে ৯ জন ও পৌরসভায় ১ জনসহ মোট ১০ জন বিসিআইসি ডিলার নিয়োগ দেয়া হয়েছে। অভিযোগ উঠেছে ডিলাররা নির্ধারিত ইউনিয়নে সার বিক্রি না করে ভোলার উপশহর বাংলাবাজার, দৌলতখান পৌরসভা, মিয়ারহাটসহ বিভিন্ন বাজারে সার বিক্রি করছেন। এছাড়া ডিলারদের অনেকেই সাব-ডিলারের মাধ্যমে সার ও বীজ বিক্রি করছেন। যে কারণে সাব ডিলাররা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার করে বাড়তি মুনাফা করছেন। এতে সার ও বীজ ক্রয়ে কৃষকের অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, অধিকাংশ ডিলার ইউনিয়নে সার বিক্রি না করে নিজের ইচ্ছে মতো পৌরশহর কিংবা দূরের কোনো বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে ইউনিয়নের সাইনবোর্ড ঝুলিয়ে সার বিক্রি করছেন। অথচ কৃষকেরা যেন সহজে হাতের নাগালে সঠিক দামে সার কিনতে পারেন, এজন্য সারের ডিলার নিয়োগ দিয়েছে সরকার।
দৌলখানে ডিলারদের মধ্যে রয়েছেন, উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মনজুর আলম খান, তিনি পৌরসভার বালিকা বিদ্যালয় রোডে ব্যবসাপ্রতিষ্ঠান দেখিয়ে ডিলার নিয়োগ পেয়েছেন। কিন্তু সেখানে ‘খান টেডার্স’ নামে তার কোন ব্যবসাপ্রতিষ্ঠান নেই। তিনি কোথায় সার বিক্রি করছেন তাও জানেন না কেউ। মদনপুর ইউনিয়নের ডিলার হুমায়ুন কবির বাংলাজারে সার ও বীজ বিক্রি করছেন। মেঘনা নদী পাড়ি দিয়ে ইউনিয়ন থেকে প্রায় ২০ কিলোমিটার দূরত্বে এই ডিলারের কাছ থেকে সার ক্রয় করতে চরম দুর্ভোগ পোহাতে হয় ওই ইউনিয়নের চাষীদের। মেদুয়া ইউনিয়নের ডিলার সার বিক্রি করছেন মিয়ার হাটে। সৈয়দপুর ইউনিয়নের ডিলার পৌরসভায় গোডাউন দেখিয়ে সার ও বীজ তুলছেন। স্থানীয় লিটন নামে এক কৃষক জানান, ইউনিয়নে ডিলারের থেকে সার কিনতে পারলে তাঁদের পরিবহন খরচ ও সময় কম লাগত। চরশুভী গ্রামের কৃষক ইউছুফ আলী বলেন, খুচরা দোকানগুলোোয় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করছে। ডিলারের থেকে সার কিনতে পারলে খরচ কম পড়তো। ভুক্তভোগীদের দাবি এসব ডিলারদের অনেকেই পতিত হাসিনা সরকারের আমলে প্রভাব খাটিয়ে ডিলারশীপ নেন। এ ব্যাপারে ডিলাররা বলছেন, তারা সাব ডিলারের মাধ্যমে ইউনিয়নে সার বিক্রি করছেন। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়রা সিদ্দিকা ইনকিলাবকে বলেন, প্রত্যেক বিসিআইসি ডিলারকে নির্ধারিত ইউনিয়নে সার বিক্রি নিশ্চিত করতে হবে। দৌলতখানে কয়েকজন ডিলার নির্ধারিত ইউনিয়নে সার বিক্রি করছেন না। তাঁদের ব্যাপারে বয়বস্থা গ্রহণের জন্য জেলা মনিটরিং কমিটিকে অবহিত করা হবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
শহীদদের রক্তের সঙ্গে যাতে বেঈমানি না হয়, সুষ্ঠু নির্বাচনে সর্বশক্তি দিয়ে চেষ্টা থাকবে : নতুন সিইসি
খালেদা জিয়াকে ১২ বছর সেনাবাহিনী থেকে দূরে রাখা হয়েছে : মির্জা ফখরুল
সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস ফিরে আনতে হবে -আল-কাউসার পরিষদ বাংলাদেশ
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে ছাত্র আন্দোলনের নেতাদের কুশল বিনিময়
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি
শিখ নেতা হত্যা, মোদীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ কানাডার
দলীয় ভিত্তিতে প্রশাসন সাজিয়ে কেউ ক্ষমতায় আসতে পারবে না: এ এম এম বাহাউদ্দীন
আদানির সঙ্গে জড়িত মোদিও: রাহুল গান্ধী
আইসিসির প্রধান কৌঁসুলি ২৫ নভেম্বর ঢাকায় আসছেন
সোহেল-টুকু-হেলালসহ খালাস পেলেন বিএনপির ২২ নেতাকর্মী
ইরানে উদ্ভাবনে নারীদের অবদান ২৪ শতাংশের বেশি
প্রকাশায় ৯৩ শতাংশ নকল করেও পদোন্নতি পান রাবি অধ্যাপক সাহাল উদ্দিন
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই ঘন্টা পর লেবু বাগানে মিললো শিশুর লাশ
নাবালক ছাত্রের সঙ্গে জবরদস্তি যৌন সঙ্গম, ৩০ বছরের জেল শিক্ষিকার
সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতিনিধি দলের অংশগ্রহণ
মার্কিন সংসদের নারী শৌচাগার ব্যবহার করতে পারবেন না রূপান্তরকামী এমপি
বাগেরহাটে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড
অন্তবর্তীকালীন সরকারের নির্দেশনা পালনের প্রত্যয় ব্যক্ত করলেন জিওসি
কুড়িগ্রামের উলিপুরে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু
ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে দুই নারী উদ্ধার