পাবনা হাসপাতালে দালালের ফাঁদে অসহায় রোগীরা
১১ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
জেলার প্রায় ৩০ লাখ মানুষের চরম বিপদের মুহূর্তের প্রধান অবলম্বন পাবনা সদর হাসপাতালে রোগীদের জিম্মি করে গড়ে উঠেছে দালাল চক্রের শক্তিশালী সিন্ডিকেট। দালালদের কাছে হাসপাতালের কর্তৃপক্ষও অসহায়। দালালরা কখনো হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের হত্যার হুমকি দেন। কখনো হাসপাতাল থেকে চিকিৎসা যন্ত্রাংশ জোরপূর্বক খুলে নিয়ে যায়। হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন বলে জানান তারা।
অভিযোগপত্রে বলা হয়েছে, আগে হাসপাতালে ২৪ ঘণ্টা ইসিজি সেবা ছিল না। ফলে এ টেস্টের নামে দালালরা রোগী ও তার স্বজনদের জিম্মি করে ৫০০-৭০০ টাকা আবার কখনো ১৫০০ টাকা করে বাগিয়ে নিতেন। কিন্তু বছরখানেক ধরে রাতদিন ২৪ ঘণ্টা মাত্র ৮০ টাকায় এ সেবা হাসপাতাল থেকে দেয়া হচ্ছে। এতে তাদের বাণিজ্য বন্ধ হওয়ায় দফায় দফায় ইসিজি কক্ষ-২ থেকে ইসিজি মেশিন ছিনিয়ে নেয় তারা। এ মেশিন দিয়ে তারা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে রোগীদের পরীক্ষা করিয়ে ৫০০-৭০০ টাকা পর্যন্ত নিয়েছেন। এ কাজে বাধা দিলে দালাল চক্রের মূলহোতা সাদ্দাম প্রাণনাশের হুমকি দেন। ইসিজি রুমে চাকু নিয়ে ঢুকে আগে ভয়ভীতি দেখান এবং মেশিন নিয়ে যান।
টেকনিশিয়ানরা বলেন, ব্রিফকেসে মেশিন নিয়ে ঘুরে ঘুরে এরা পরীক্ষা করান। এভাবে রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেন। বেশিরভাগ পরীক্ষাই সঠিক হয় না। এতে টাকা অপচয়ের পাশাপাশি ভুল চিকিৎসায় রোগীরা ক্ষতিগ্রস্ত হন। তাদের বিরুদ্ধে কিছু বলা যায় না, চাকু দেখিয়ে হত্যার হুমকি দেন। দালাল চক্রের বিরুদ্ধে আইনগত সহায়তা চেয়ে পাবনা জেলা পুলিশকে চিঠি দিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক রফিকুল হাসান। তিনি বলেন, দালালদের কাছে আমরা অসহায় হয়ে পড়েছি। আমরা একাধিকবার এ নিয়ে স্টেপ নিয়েছি, তাতে স্থায়ী কোনো ফল মেলেনি। রফিকুল হাসান আরো বলেন, এ ধরনের সমস্যা নিরসনে হাসপাতাল ক্যাম্পাসে একটি স্থায়ী পুলিশ ক্যাম্প প্রয়োজন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী শাহনেওয়াজ বলেন, শৃঙ্খলা রক্ষা বা হাসপাতাল সংশ্লিষ্টদের নিরাপত্তায় টহলসহ নানাভাবে পুলিশ কাজ করছে। পুলিশ সদর দপ্তরের অনুমোদন পেলে স্থায়ী পুলিশ ক্যাম্প দেয়া সম্ভব।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
সিরাজগঞ্জ এক্সপ্রেস চলবে ১৫ নভেম্বর থেকে
ওসমানী-নগরে গৃহবধু হত্যাকারী গ্রেফতার
ছাত্র আন্দোলনে নিহতের মিথ্যা তথ্যে স্বামীকে মৃত দেখিয়ে অর্থ ধান্ধায় স্ত্রীর মামলায় সিলেটে তোড়পাড় !
রেগে চেয়ার ভাঙার শাস্তি পেলেন টপলি
সালথায় জমিজমা নিয়ে বিরোধে যুবককে ৩০ কোপ, দুই হাত-পা প্রায় বিচ্ছিন্ন
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ঝালকাঠিতে শুরু হয়েছে কৃষকের বাজার ‘স্বস্তি’
যুক্তরাষ্ট্রের দাবি ইসরায়েল গাজায় মানবিক সাহায্য অবরোধের আইন লঙ্ঘন করেনি
পৃথিবীকে বাঁচাতে নতুন সভ্যতা গড়ার বার্তা ড. ইউনূসের
আড়াইহাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন গ্রেফতার
চোটে ছিটকে গেলেন রাসেল, নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন জোসেফ
তারাকান্দায় অজ্ঞান পার্টির নারী সদস্য গ্রেফতার
টেস্ট দলে শান্তর জায়গায় শাহাদাত
যশোর সেনানিবাসে কোর অব সিগন্যালস এর অধিনায়ক সম্মেলনে সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
রাশিয়ান ড্রোন হামলার তীব্রতায় ইউক্রেনের সাধারণ পরিবারগুলো বিপর্যস্ত
ছাত্রদলের সহায়তায় রাবিতে ভর্তির স্বপ্ন পূরণ আবু সাইফের
জলবিদ্যুৎ ভাগাভাগিতে দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির প্রস্তাব ড. ইউনূসের
ঝিকরগাছায় নিখোঁজ শিশুর লাশ মিলল বাঁশ বাগানে
যশোরে ডা. শামা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন
ইনু-সাদেক খান ও সলিমুল্লাহ নতুন মামলায় গ্রেফতার
"খুনসুটি" নিয়ে ছোট পর্দার ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবং খায়রুল বাসার"