ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নে বিক্ষোভ মিছিল
১৩ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
ভোলায় বাসাবাড়িতে গ্যাস সংযোগ, ইন্ট্রাকো অবৈধ চুক্তির বাতিল ও ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা উত্তর শাখা।
এ সময় বক্তারা বলেন, ভোলায় গ্যাস পেয়েছে প্রায় ৩৪ বছর হলো কিন্তু এখনো বাসা বাড়িতে গ্যাস সংযোগ দেয়া হচ্ছে না। অথচ পতিত সরকার ইন্ট্রাকো নামে একটি কোম্পানির সাথে অবৈধ চুক্তিকরে ভোলার গ্যাস দেশের বিভিন্নস্থানে নেয়া হচ্ছে। কিন্তু ভোলার বাসা বাড়িতে গ্যাসের সংযোগ দেয়া হচ্ছে না। ভোলায় বাসাবাড়িতে গ্যাস সংযোগের দাবি আজকের নয়, এটি ভোলাবাসির দীর্ঘদিনের প্রাণের দাবি, ভোলায় গ্যাস পেয়েছে প্রায় ৩৪ বছর হলো কিন্তু এখনো বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেয়া হচ্ছে না। যে সমস্ত রাইজার দেয়া হয়েছে সেগুলো ১০ বছরের মতো হয়েছে সুন্দরবন গ্যাস কোম্পানি সেগুলো দিচ্ছে না। ভোলা থেকে ইন্ট্রাকো অবৈধ চুক্তির মাধ্যমে সিলিন্ডারে করে ঢাকায় নিয়ে যাচ্ছে। তারা আমাদের থেকে ১৬ টাকায় গ্যাস নিয়ে সেই গ্যাস ৪৮ টাকায় বিক্রি করছে। পুনরায় সেই গ্যাস ভোলার মানুষ বেশি দামে ক্রয় করছে। আমরা বলতে চাই বিগত দিনের সরকারের সাথে যে চুক্তি সেই চুক্তিটি এখন আর থাকতে পারে না। ইন্ট্রাকো কিভাবে ভোলা থেকে গ্যাস নেয় এটা ভোলাবাসী জানতে চায়। আমরা ইন্ট্রাকোর সাথে সকল চুক্তি বাতিলসহ আগামীতে ইন্ট্রাকোর কোনো গাড়ি ভোলাতে আসতে পারবে না এবং ভোলা থেকে গ্যাস নিতে পারবে না বলেও বক্তারা হুশিয়ারি দেন এবং ভোলা-বরিশাল বিভাগকে শিল্পায়ন করার জন্য ও ভোলা বরিশাল সেতু বাস্তবায়নের ২২ লক্ষ ভোলাবাসীর দীর্ঘ দিনের দাবি তা এই সরকার যেনো বাস্তবায়ন করে তার জন্য আমাদের আজকের এই কর্মসূচি।
গতকাল সকাল ১১টার দিকে কালিনাথ রায়ের বাজার হাটখোলা মসজিদের সামনে ইন্ট্রাকো কর্তৃক অবৈধ চুক্তি বাতিল, ভোলার বাসা বাড়িতে গ্যাস সংযোগ ও ভোলা বরিশাল ব্রিজ বাস্তবায়নের দাবিতে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলার গ্যাস ভোলায় চাই আন্দোলন ও ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির আহবায়ক, ইসলামি আন্দোলন ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহা. ওবায়দুর রহমান বিন মোস্তফা। এ সময় আরও বক্তব্য রাখেন, ভোলা উত্তর সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, যুগ্ম-সেক্রেটারি মুফতি আব্দুল মমিন, শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোর্শেদ, জেলা দফতর সম্পাদক মো. ইব্রাহিম খলিল, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউছুফ আদনান, পৌর সভাপতি মাওলানা আক্তার হোসেন ও ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মো. আবু জাফর প্রমুখ।
পরে তারা ভোলা জেলা প্রশাসকের মাধ্যমে জ্বালানি উপদেষ্টা বরাবরে একটি স্মারক লিপি প্রদান করেন।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে ছাত্র আন্দোলনের নেতাদের কুশল বিনিময়
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি
শিখ নেতা হত্যা, মোদীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ কানাডার
দলীয় ভিত্তিতে প্রশাসন সাজিয়ে কেউ ক্ষমতায় আসতে পারবে না: এ এম এম বাহাউদ্দীন
আদানির সঙ্গে জড়িত মোদিও: রাহুল গান্ধী
আইসিসির প্রধান কৌঁসুলি ২৫ নভেম্বর ঢাকায় আসছেন
সোহেল-টুকু-হেলালসহ খালাস পেলেন বিএনপির ২২ নেতাকর্মী
ইরানে উদ্ভাবনে নারীদের অবদান ২৪ শতাংশের বেশি
প্রকাশায় ৯৩ শতাংশ নকল করেও পদোন্নতি পান রাবি অধ্যাপক সাহাল উদ্দিন
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই ঘন্টা পর লেবু বাগানে মিললো শিশুর লাশ
নাবালক ছাত্রের সঙ্গে জবরদস্তি যৌন সঙ্গম, ৩০ বছরের জেল শিক্ষিকার
সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতিনিধি দলের অংশগ্রহণ
মার্কিন সংসদের নারী শৌচাগার ব্যবহার করতে পারবেন না রূপান্তরকামী এমপি
বাগেরহাটে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড
অন্তবর্তীকালীন সরকারের নির্দেশনা পালনের প্রত্যয় ব্যক্ত করলেন জিওসি
কুড়িগ্রামের উলিপুরে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু
ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে দুই নারী উদ্ধার
কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : চাঁদপুরে হাবিবুল্লাহ মিয়াজী
শাহজাহান ওমরকে জুতা ও ডিম নিক্ষেপ
জীবনে উত্তম কর্ম, জ্ঞান ও উন্নত চরিত্র অর্জন করতে হলে সফল ব্যক্তিদের সান্নিধ্য অবলম্বন আবশ্যক