প্রিন্সিপালের বিরুদ্ধে সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ
১৩ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
ফরিদপুরে টেক্সটাইল ইনস্টিটিউটের প্রিন্সিপাল অনুপম কুমার দেবনাথের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির এক নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এছাড়া প্রতিষ্ঠানটির অফিস সহকারী মো. সিরাজুল ইসলাম এ যৌন হয়রানিতে সহযোগিতা করেন বলে ওই নারীর অভিযোগ। এ ঘটনায় গত রোববার ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারী।
অভিযোগপত্রে ওই নারী উল্লেখ করেন, ফরিদপুর টেক্সটাইল ইনস্টিটিউটে আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত নিরাপত্তাপ্রহরী সে। তবে, তাকে প্রতিষ্ঠানটির হোস্টেলের সহকারী বাবুর্চি হিসেবে কাজ করানো হতো। চাকরিকালীন সময়ে অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল প্রায়ই তাকে প্রিন্সিপাল কোয়ার্টারে অফিস সহকারীর মাধ্যমে ডাকতেন। এছাড়া প্রিন্সিপাল নিজে ফোন দিতেন। তিনি তার ব্যবহার্য সকল কাজ করাতেন। এছাড়া স্ত্রী বাসায় না থাকলে প্রায়ই তাকে বাসায় ডাকতেন। এছাড়া প্রায়ই কথার ছলে কাম বাসনার কথা বলতেন বলে ওই নারীর দাবি।
অভিযোগপত্রে আরও বলা হয়, সম্প্রতি একদিন রাত ৮ টার দিকে ফোন করে তাকে বাসায় যেতে বলেন প্রিন্সিপাল। বাসায় গেলে ওই নারীকে যৌন হয়রানিমূলক কথা বলে এক পর্যায়ে জোরপূর্বক তার বিছানায় নিয়ে যৌন নির্যাতন করার উপক্রম হন ঐ নারী ইনকিলাবের এমন কথাই প্রকাশ করেন। পরে দৌঁড়ে পালান ওই নারী। তবে চাকরি হারানোর ভয়ে মুখ খুলেননি ওই নারী। তবে, আরও একাধিকবার ওই নারীকে যৌন হয়রানির চেষ্টা করলে বিষয়টি নিয়ে সে প্রতিবাদ করায় তাকে চুরির অপবাদ দিয়ে চাকরি থেকে অব্যাহতি দেন প্রিন্সিপাল অনুপম কুমার দেবনাথ।
তবে কলেজটির ইমরান, ইয়াদ হোসেনসহ একাধিক শিক্ষার্থী ইনকিলাবকে বলেন, ওই নারী বিভিন্ন সময়ে হোস্টেলের মালামাল চুরি করে বাসায় নিয়ে যেতেন। এ নিয়ে আমরা একাধিকবার প্রতিবাদ করি। সতর্কও করা হয়। প্রিন্সিপাল পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে রেহায় পান তখন। তবে সর্বশেষ চুরির একটি ঘটনা হাতে নাতে ধরা পড়লে ছাত্রদের অভিযোগের প্রেক্ষিতে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ‹তবে প্রিন্সিপালের এমন আচরণের কথা ঐ নারী আমাদের কখনও বলেনি।
এ ব্যাপারে, প্রিন্সিপাল অনুপম কুমার দেবনাথ একটি ট্রেনিংয়ে জার্মানিতে থাকায় একাধিকবার যোগাযোগ করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের সাথে কথা বললে তিনি ইনকিলাবকে বলেন, প্রিন্সিপাল বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে সেটা মিথ্যা ও ভিত্তিহীন সঠিক মনে হয় না। ওই নারীর বিরুদ্ধে শিক্ষার্থীদের হোস্টেল থেকে কয়েকবার চুরির অভিযোগ উঠে। পরে শিক্ষার্থীদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ওই নারীকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আর চাকরি থেকে অব্যাহতি দেওয়ার জন্যেই নানা মিথ্যা বানোয়াট ও সম্মানহানিকর অভিযোগ করছেন। প্রিন্সিপাল একজন ভালো মানুষ, খোঁজ নিয়ে দেখতে পারেন।
সর্বশেষ সহকারী বার্বুচি ঐ নারী ইনকিলাব কে বলেন, আমার কাছ থেকে এক লাখ টাকা নিয়ে চাকরি দেয়া হয়। সামান্য অপরাধ পেলেই অফিসের সহকারী সিরাজ স্যার আমার কাছে টাকা চান। কয়েক দিন আগে চাকরি ঠেকাতে তাকেও দশ হাজার টাকা দিয়েছি। তবে এই বিষয় মো. সিরাজুল ইসলামের বক্তব্য ঐ নারী যাহা কিছু বলছেন সব মিথ্যা ভিওিহীন মনগড়া ও বানোয়াট। চুরি দায়ে চাকরি গেছে। এখন নানান মিথ্যা অভিযোগ তুলছে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
শিখ নেতা হত্যা, মোদীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ কানাডার
দলীয় ভিত্তিতে প্রশাসন সাজিয়ে কেউ ক্ষমতায় আসতে পারবে না: এ এম এম বাহাউদ্দীন
আদানির সঙ্গে জড়িত মোদিও: রাহুল গান্ধী
আইসিসির প্রধান কৌঁসুলি ২৫ নভেম্বর ঢাকায় আসছেন
সোহেল-টুকু-হেলালসহ খালাস পেলেন বিএনপির ২২ নেতাকর্মী
ইরানে উদ্ভাবনে নারীদের অবদান ২৪ শতাংশের বেশি
প্রকাশায় ৯৩ শতাংশ নকল করেও পদোন্নতি পান রাবি অধ্যাপক সাহাল উদ্দিন
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই ঘন্টা পর লেবু বাগানে মিললো শিশুর লাশ
নাবালক ছাত্রের সঙ্গে জবরদস্তি যৌন সঙ্গম, ৩০ বছরের জেল শিক্ষিকার
সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতিনিধি দলের অংশগ্রহণ
মার্কিন সংসদের নারী শৌচাগার ব্যবহার করতে পারবেন না রূপান্তরকামী এমপি
বাগেরহাটে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড
অন্তবর্তীকালীন সরকারের নির্দেশনা পালনের প্রত্যয় ব্যক্ত করলেন জিওসি
কুড়িগ্রামের উলিপুরে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু
ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে দুই নারী উদ্ধার
কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : চাঁদপুরে হাবিবুল্লাহ মিয়াজী
শাহজাহান ওমরকে জুতা ও ডিম নিক্ষেপ
জীবনে উত্তম কর্ম, জ্ঞান ও উন্নত চরিত্র অর্জন করতে হলে সফল ব্যক্তিদের সান্নিধ্য অবলম্বন আবশ্যক
নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় জেলা আ.লীগ সভাপতি কারাগারে
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের আনাদোলু বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল এগ্রিমেন্ট স্বাক্ষর