বেপরোয়া ইজিবাইকে অতিষ্ঠ পেকুয়াবাসী
১৪ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
কক্সবাজারের পেকুয়ায় উপজেলার বৃহত্তর উন্নয়নযজ্ঞ বানিজ্যিক কেন্দ্র ও সাব মেরিন নৌ-ঘাটি সড়কের প্রধান সংযোগ পেকুয়ায় পুরো বাজারজুড়ে ইজিবাইক (ব্যাটারি চালিত অটোটমটম) গাড়ির অবৈধ পার্কিং। ফলে তীব্র যানজটে অতিষ্ঠ উপজেলার সাত ইউনিয়নের দু’লক্ষাধিক মানুষ। নিয়ম নীতির কোন তোয়াক্কা নেই। কর্তৃপক্ষ দেখেও যেনো দেখছেনা। অপরদিকে অস্বস্তিকর যানজটে নিরুপায় কর্মব্যস্ত সাধারণ মানুষ ও ক্রেতা বিক্রেতা।
সরেজমিন দেখা যায়, জনগুরুত্বপূর্ণ এই সড়কের দু’পাশের সীমানাজুড়ে ইজিবাইক ও মিশুক গাড়ির হ-য-ব-র-ল অবস্থা। প্রতিনিয়ত অসহনীয় জ্যাম ও দুর্ভোগের শিকার সাধারণ পথচারী, রোগী, চাকরিজীবী, জরুরি সার্ভিস-অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসসহ সাত ইউনিয়নের কয়েকশ’ শিক্ষার্থী। সকাল থেকে রাত নয়টা পর্যন্ত পেকুয়া বাজারের পাঁচ মিনিটের পথ অতিক্রম করতে সাধারণের সময় গুনতে হয় ৩০ থেকে ৪০ মিনিট। অবস্থাদৃষ্টে দেখলে মনে হয়, এই অবৈধ পার্কিং দেখার কেউ নেই।
দৈনিক ইনকিলাবে ‘নৌঘাঁটি সড়কের প্রধান সংযোগ জুড়ে পার্কিং’ শিরোনামে সংবাদ প্রকাশের পর, সড়কে ডিভাইডার দেয়া হলেও দু’পাশজুড়ে ইজিবাইকের অবৈধ পার্কিং বন্ধ হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের একজন ব্যবসায়ী জানান, সরকার পরিবর্তনের পরে এখনো যারা রাস্তার দু’পাশে ফুটপাত দখল করে আছে- কারা তাদের মদদ দিচ্ছে? তিনি আরো জানান, সরকার পরিবর্তনের পরে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। কিন্তুু পেকুয়া বাজারের এই অবৈধ পার্কিংয়ের কোন পরিবর্তন আসেনি। আমরা বাজার ব্যবসায়ীরা এটার আমুল পরিবর্তন চাই।
পেকুয়া বাজার সড়কের উপকন্ঠ ফাঁশিয়াখালী ব্রিজের মুখ ও নিউ মার্কেটের সামনে, এসডি সিটি সেন্টার এবং পরিষদ (পানবাজার) রোডের মুখে ইজিবাইকের যানজট যেনো লেজে-গোবর অবস্থা। যাকে পেকুয়াবাসী নতুন করে নাম দিয়েছে, শাসক আছে- শাসন নেই। রোদ্র তাপে অনাকাক্সিক্ষত এই যানজট দুর্ভোগ প্রতিদিনের সঙ্গী জানালেন, পেকুয়া মডেল জিএমসি ইন্সটিটিউটের শিহাব নামে এক শিক্ষার্থী। তিনি আরো বলেন, নিয়মিত বাজারের জ্যাম অতিক্রম করে স্কুলে যেতে প্রতিদিন আদা ঘণ্টা সময় অতিরিক্ত হাতে নিয়ে বের হই বাড়ি থেকে।
এই বিষয়ে পেকুয়াবাজার ব্যবসায়ী কো-অপারেটিভ ক্রেডিট লিমিটেড এর সাধারণ সম্পাদক শাহেদ ইকবাল বলেন, পেকুয়া বাজারের যানজট নিরসনে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। উপজেলা প্রশাসনের সহযোগিতায় পেকুয়া বাজার পশ্চিম পাশে সøুইস গেট সংলগ্ন ফাঁকা জায়গা ও বাজারের পূর্ব পাশে জনতা ব্যাংকের সামনে (টমটম) ইজিবাইকে যাত্রী ওঠানামার জন্য নির্দিষ্ট করে দিয়েছি। তারপরও তাদের কে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই বিষয়ে তিনি আরো জানান, বৃহত্তর পেকুয়া বাজার থেকে সরকার বাৎসরিক কোটি-কোটি টাকা রাজস্ব খাতে আদায় করছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের কাছে আমাদের আবেদন, পেকুয়া বাজারের যানজট নিরসনে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা হোক।
এই বিষয়ে জানতে পেকুয়া উপজেলা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সভাপতি নাছির উদ্দীন জানান, গত জুলাই-আগস্টের পরে আমি দায়িত্ব ছেড়ে দিয়েছিলাম। পেকুয়ায় বর্তমানে দায়িত্বরত সেনা ক্যাম্পের নির্দেশে আমি অস্থায়ী সভাপতির দায়িত্ব পালন করতেছি। তিনি আরো জানান, যানজট নিরসনে লাইনম্যানের দায়িত্ব থাকা আবুল কালাম, ওসমান ও ওয়াজ উদ্দিন নাম মাত্র কিছু পারিশ্রমিক তুলে। এটা কিসের টাকা? জানতে চাইলে তিনি জানান, তারা কষ্ট করে গাড়িগুলো ঠিকঠাক করে রাখার চেষ্টা করে, এবং প্রশাসন ও তাদেরকে দায়িত্ব দিয়েছে। এই টাকার রশিদ আছে কিনা? জানতে চাইলে এখন কোন রশিদ দেয়া হয় না, গত ৫ আগস্টের আগে দেয়া হত। এই টাকা কোথায় জমা হয়? জানতে চাইলে তিনি বলেন, তারা সারাদিন দাঁড়িয়ে রোদে কাজ করছে এগুলো পারিশ্রমিক হিসেবে নেয়। যানজট নিরসনে কি ভূমিকা পালন করছে জানতে চাইলে বলেনÑ বহিরাগত আনুমানিক ৩ হাজার গাড়ি বাজারে অতিরিক্ত জ্যাম করে।
পেকুয়া বাজার ব্যবসায়ীরা জানায়, পেকুয়া বাজারের মূল সড়কের ওপর বাহাদুর শাহ্ মার্কেটের সামনে, কৃষি ব্যাংকের সামনে ও শাহ আমানত হোটেলের পশ্চিম পাশে এবং ফাশিয়াখালী ব্রিজের মুখে সিএনজির অবৈধ কাউন্টার থাকায় সড়কে ঝানজট অতিরিক্ত মাত্রায় বেড়েছে। সিএনজির লাইন ম্যানের দায়িত্ব থাকা বাচ্ছু ও জাকের হোসাইন নামে দুই জন লোক থাকলে ও তারা সেই পর্যন্ত সীমাবদ্ধ। প্রশাসনের ভুমিকা ছাড়া এটি নিরসন কোনভাবেই সম্ভব নই বলে দাবি করেন তারা।
এই বিষয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরী দৈনিক ইনকিলাবকে জানান, পেকুয়া বাজারের যানজটের বিষয়টি দীর্ঘদিনের। ইতোমধ্যে পেকুয়া বাজারের যানজট নিরসনে বাজার ইজারাদার ও কয়েকটি প্রকল্প নিয়ে গত এক মাসে উপজেলা প্রকৌশলীসহ কয়েক দফা মিটিং হয়েছে। পেকুয়া বাজার যানজট মুক্ত করার কাজ চলমান রয়েছে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
জানা গেল ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের একাদশ
বাংলাদেশে ন্যায্য রুপান্তরে অর্থায়নের জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান
গোপালগঞ্জে কারাগারে থাকা বাবার অবশেষে জামিন মঞ্জর
ওসমানী বিমান বন্দরে বিদেশী বিমান উঠা-নামার ব্যবস্থা গ্রহণের দাবী- প্রধান উপদেষ্টা বরাবরে সিলেটে স্মারকলিপি
ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় মৃত্যু বেড়ে ৬
জানুয়ারি পর্যন্ত ছিটকে গেলেন এনগিডি
দুবাইয়ে নবনিযুক্ত কনসাল জেনারেলের সাথে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স আজমানের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
গণঅভ্যুত্থানে আহতদের সুবিধা নিশ্চিতে দেওয়া হবে ইউনিক আইডি কার্ড
যে কারণে হারপিকে মেতেছে নেটিজেনরা
আ.লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি: তারেক রহমান
প্যারাগুয়ে ম্যাচে কেমন হবে আর্জেন্টিনার একাদশ
অর্থাভাবে ব্যক্তিগত বিমান ভাড়া দিয়েছেন শন ডিডি, বিক্রি করবেন বাড়ি
ব্রাহ্মণবাড়িয়ায় শ্রেনী কক্ষে অসুস্থ ১০ শিক্ষার্থী
ভারতীয় গণমাধ্যম আমাদের সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নরসিংদীতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
পুলিশ সংস্কার ও একটি কৌশলপত্র
মোস্তফা সরয়ার ফারুকীকে কেন উপদেষ্টা করতে হবে?
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
অভ্যুত্থানে আহতদের প্রতি এই অবহেলা অমার্জনীয়
নাট্যকার হুমায়ূন আহমেদ