কিশোরগঞ্জে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত ধুনারিরা
১৬ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম
দিনে গরম, রাতে ঠান্ডা আর সাত সকালে ঘাস, লতাপাতার ওপর জমে থাকা শিশির বিন্দু জানান দেয় ‘শীত এসে গেছে। তৈরি হও শীতবস্ত্র নিয়ে শীত মোকাবিলায়’। গত কয়েক দিন ধরে আবহাওয়ার কিছুটা পরিবর্তন দেখা দিয়েছে। রাত শেষে ভোরে আলো ফুটলেও কিছু স্থানে কুয়াশাচ্ছন্ন দেখা যায়। সঙ্গে শীত শীত অনুভব। এতে বোঝা যায়, দরজায় কড়া নাড়ছে শীত। শীতের আগমন উপলক্ষে কিশোরগঞ্জে লেপ ও তোশক তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয় ধুরারিরা। শীতের মৌসুমে লেপ ও তোশকের চাহিদা ব্যাপকভাবে বাড়ে। এ কারণে শীতের আগেই অনেক ব্যবসায়ী অগ্রিম পণ্য তৈরি করে রাখছেন, যাতে পরবর্তী সময় তাড়াহুড়ো করতে না হয়।
এছাড়া ভ্রাম্যমাণ লেপ-তোশক ব্যবসায়ীদের উপস্থিতিও অনেকটা বেড়েছে। জেলার বিভিন্ন হাট-বাজার ও রাস্তা-ঘাটে তারা নিজেদের পণ্য বিক্রি করছেন। আবার অনেকেই পুরোনো লেপ-তোশক মেরামত করে বিক্রি করছেন। শীতের শুরুতেই স্থানীয় মানুষের মধ্যে লেপ-তোশক কেনার আগ্রহ দেখা যাচ্ছে। অনেকেই এসব পণ্য কিনতে ভিড় করছেন দোকানগুলোতে। বিশেষ করে ভোর বেলা ও সন্ধ্যাবেলায় শীতের প্রকোপ বাড়তে থাকায় শীত নিবারণের জন্য নানা প্রস্তুতি নিচ্ছেন তারা। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের তুলা ও কাপড়ের দাম বেড়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, কার্পাস তুলা কেজি প্রতি বিক্রি হচ্ছে ৮০ টাকা, কালো হুল ৩০ থেকে ৪৫ টাকা, কালো রাবিশ তুলা ২৫ থেকে ৪৫ টাকা এবং সাদা তুলা ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তুলা এবং কাপড়ের দাম আগের তুলনায় অনেকটা বেড়েছে। এর ফলে লেপ-তোশক তৈরির খরচও বৃদ্ধি পেয়েছে।
কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজার সুরুচি বেডিং সেন্টারের মালিক শাহাদাৎ হোসেন ইনকিলাবকে বলেন, ‘গত বছরের তুলনায় এবার জিনিসপত্রের দাম বেড়েছে। লেপের তুলা প্রতি কেজিতে ১০-১২ টাকা বেড়েছে ও কাপড়ের দামও বেড়েছে প্রায় ১০ টাকা।’ তিনি আরো বলেন, ‘ঢাকাসহ অন্যান্য স্থান থেকে মালামাল এনে লেপ-তোশক তৈরির জন্য ব্যবহার করা হয়। তবে গত কয়েক বছরের তুলনায় এবার সব ধরনের পণ্যের দামই বাড়তি।’
রেলওয়ে স্টেশন এলাকার লেপ-তোষক ধুনারি মো. আল আমিন মিয়া বলেন, ‘এখন আমাদের লেপ-তোশক তৈরিতে বেশ সময় যাচ্ছে। ১৫-২০ দিন পর আমাদের বিক্রি শুরু হবে এবং এ বিক্রি চলবে ফেব্রুয়ারি- মার্চ মাস পর্যন্ত।’
এদিকে, কিশোরগঞ্জ পৌর এলাকার তারাপাশা এলাকার বাসিন্দা জলিল মিয়া (৪৭) বলেন, ‘বাজারে সব জিনিসপত্রের দাম বেড়েছে। এবার লেপ-তোশক তৈরির খরচও বেড়েছে। আমি পুরোনো লেপ খুলে নতুন করে বানানোর জন্য দোকানে দিয়ে এসেছি। তুলার খরচ বাদ দিয়ে কাপড় ও মজুরি মিলিয়ে ৮০০ টাকায় বানানো হয়েছে। পরে আবার দোকানে সিরিয়াল দিয়ে লেপ পাওয়া কঠিন হয়ে পড়ে।’
শীতের বিষয়ে সচেতন পুরুষরা অনেকেই আবার টেইলার্স গুলোতে ও ভিড় করেছে। বিভিন্ন ধরনের শীতবস্ত্র তৈরির পাশাপাশি কোট-প্যান্ট তৈরির চাহিদা ও বেড়েছে। বয়োজ্যেষ্ঠদের ধারণা এ বছর শীতের তীব্রতা আগের বছরের তুলনায় কিছুটা বেশি হতে পারে।’
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি
শিখ নেতা হত্যা, মোদীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ কানাডার
দলীয় ভিত্তিতে প্রশাসন সাজিয়ে কেউ ক্ষমতায় আসতে পারবে না: এ এম এম বাহাউদ্দীন
আদানির সঙ্গে জড়িত মোদিও: রাহুল গান্ধী
আইসিসির প্রধান কৌঁসুলি ২৫ নভেম্বর ঢাকায় আসছেন
সোহেল-টুকু-হেলালসহ খালাস পেলেন বিএনপির ২২ নেতাকর্মী
ইরানে উদ্ভাবনে নারীদের অবদান ২৪ শতাংশের বেশি
প্রকাশায় ৯৩ শতাংশ নকল করেও পদোন্নতি পান রাবি অধ্যাপক সাহাল উদ্দিন
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই ঘন্টা পর লেবু বাগানে মিললো শিশুর লাশ
নাবালক ছাত্রের সঙ্গে জবরদস্তি যৌন সঙ্গম, ৩০ বছরের জেল শিক্ষিকার
সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতিনিধি দলের অংশগ্রহণ
মার্কিন সংসদের নারী শৌচাগার ব্যবহার করতে পারবেন না রূপান্তরকামী এমপি
বাগেরহাটে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড
অন্তবর্তীকালীন সরকারের নির্দেশনা পালনের প্রত্যয় ব্যক্ত করলেন জিওসি
কুড়িগ্রামের উলিপুরে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু
ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে দুই নারী উদ্ধার
কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : চাঁদপুরে হাবিবুল্লাহ মিয়াজী
শাহজাহান ওমরকে জুতা ও ডিম নিক্ষেপ
জীবনে উত্তম কর্ম, জ্ঞান ও উন্নত চরিত্র অর্জন করতে হলে সফল ব্যক্তিদের সান্নিধ্য অবলম্বন আবশ্যক
নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় জেলা আ.লীগ সভাপতি কারাগারে