কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারে ৪ মাস বেতন নেই
১৭ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম
সারা দেশের মতো চার মাস বেতন-ভাতা ছাড়াই ঋণী হয়ে দিন পার করছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)গণ। গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতি ওয়ার্ডে গড়ে ওঠা কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের জীবন দিন দিন দুর্বিষহ হয়ে উঠছে। এমন বাস্তবতার কাহিনী ওঠে এসেছে নীলফামারী জলঢাকা উপজেলায় কর্মরত সিএইচসিপিদের মুখ দিয়ে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গ্রামীণ জনপদে স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য প্রকল্পের আওতায় কমিউনিটি ক্লিনিক গড়ে তোলা হয়। জলঢাকা উপজেলায় ৪৩টি ক্লিনিক আছে। সেখানে ৪২ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) কর্মরত আছেন।
সরেজমিনে, গত ১১ নভেম্বর উপজেলার পৌর এলাকার ৭নং ওয়ার্ডের চেরেঙ্গা ডাকুরডাঙ্গা কমিউনিটি ক্লিনিক, ডাউয়াবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ডাউয়াবাড়ী কমিউনিটি ক্লিনিক, একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নেকবক্ত কুটিপাড়া কমিউনিটি ক্লিনিক ও বালাগ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ডে পূর্ব বালাগ্রাম কমিউনিটি ক্লিনিকে বিভিন্ন রোগে আক্রান্ত আগত রোগিদের দৃশ্য চোখে পড়ে।
জ¦র-সর্দি, কাশিতে আক্রান্ত আল আমিন (১০), শরীর দুর্বলতা-গ্যাস্ট্রিক নিয়ে হাবিব (২৫) ও আমাশয়-ডায়রিয়া রোগ নিয়ে আসা মহেলা খাতুন (৬৫) জানান, আমরা গ্রাম পর্যায়ে পাঁচ টাকা ফি দিয়ে স্বাস্থ্যসেবা পাচ্ছি। এতে একদিকে আমাদের যেমন আর্থিক ব্যয় সাশ্রয় হয়েছে। অপরদিকে দুর্ভোগ কমেছে, সময়ও বাঁচছে। আগে প্রাথমিক চিকিৎসার সব ওষুধ মিলতো। এখন পাওয়া যায় না। এখন ক্লিনিকে আসলে প্রায় ওষুধ সংকট শোনা যায়। তবে ক্লিনিকে দায়িত্বরতরা বলেছেন আগে ২৭ দফার ওষুধ সরবরাহ ছিল। বর্তমানে যা ২০ দফায় নেমে এসেছে। আগে এন্টিবায়টিক সরবরাহ ছিল। এখন নাকি কোন এন্টিবায়টিক সরবরাহ করা হয় না।
গত অক্টোবর মাসে ওই ক্লিনিকে ৪৭৮ জন রোগি সেবা নিয়েছেন বলে জানানÑ কর্মরত সিএইচসিপি মাহবুবা আক্তার মীম। অপরদিকে নেকবক্ত কুটিপাড়া ক্লিনিকে সাধারণ ৯ জন, গর্ভবতী ১ জন ও শিশু ২ জন রোগি আসেন। অক্টোবরে সেখানে ৬১৬ জন রোগি সেবা নিয়েছেন জানান- কর্মরত সিএইচসিপি আতিকুর রহমান। পূর্ব বালাগ্রাম কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি খালেদা বেগম জানান, সাধারণ ২৮ জন, শিশু ৬ জন ও ৪জন গর্ভবতী রোগি আসেন। অক্টোবর মাসে চিকিৎসা সেবা দেওয়া হয়েছিল ৫৭৩ জন রোগিকে। এছাড়া প্রায় দুর্গম এলাকায় ডাউয়াবাড়ী কমিউনিটি ক্লিনিক। একই দিনে সাধারণ ৯১ জন, গর্ভবতী ২ জন ও শিশু ১৮জন চিকিৎসা সেবা নিয়েছেন। এবং অক্টোবর মাসে ৬৬১ জন সেবা নিয়েছেন বলে জানানÑ সেখানে কর্মরত সিএইচসিপি মঞ্জুরুল ইসলাম।
সিএইচসিপি খালেদা, মাহবুবা ও আতিকুর জানান, আমাদেরকে নিয়োগের পর বিভিন্ন রোগসহ চিকিৎসায় ওষুধ প্রয়োগ বিষয়ে তিন মাসের প্রাথমিক প্রশিক্ষণ বা ধারণা দিয়ে ছেড়ে দেয়া হয়। সেই প্রশিক্ষণে ওপর ভিত্তি করে আমরা শুক্রবার ও ছুটির দিন বাদে সকাল নয়টা হতে বিকাল তিনটা পর্যন্ত চিকিৎসা সেবা দিয়ে থাকি। কতজন রোগি চিকিৎসা সেবা নিয়েছে তা আমাদেরকে ঢাকায় দৈনিক রিপোর্ট প্রেরণ করতে হয়।
তারা আরও জানান, প্রথম দিকে আমাদেরকে ২৭ দফা ওষুধ সরবরাহ করা হলেও বর্তমানে ২০ দফা ওষুধ সরবরাহ করা হচ্ছে। আগে এন্টিবায়টিক সরবরাহ দেওয়া হলেও এখন আর সরবরাহ করা হয়না। আমাদের চাকরি জাতীয়করণ করা হবে এমনটা শুনেছি।
এখন জাতীয়করণ তো দূরের কথা আমরা চলতি বছরের জুলাই থেকে দীর্ঘ চার মাস বেতন পাচ্ছি না। এতে আমাদেরকে ধার দেনা করে দুর্বিসহ দিন পার করতে হচ্ছে। আমরা জাতীর সুস্থতা কামনা করতে করতে নিজেই অভাব অনটনে উপবাসের দিকে ধাবিত হবার পথে। এমন দুর্বিষহ দিন পরিত্রাণ করতে আমরা প্রধান উপদেষ্টাসহ সকলের আন্তরিক সহযোগিতা চাই।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানুল কবির বলেন, তারা এখনও প্রকল্পের আওতায় আছে। এছাড়া তারা ঠিক মতো বেতন পাচ্ছেন না। অনিয়মিত বেতন পাওয়ায় কাজে মনোবল হারাচ্ছেন তারা।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
যুক্তরাজ্যে ওজন কমানোর ওষুধে বেকারত্ব কমানোর চেষ্টা,বিশেষজ্ঞরা বলছে এটি কল্পনা
নেতানিয়াহুর বাড়িতে ফ্ল্যাশ বোমা নিক্ষেপ
বিসিএস ২৫ (অল ক্যাডার)ফোরামের নতুন সভাপতি উপ-সচিব নূরুল করিম ভূঁইয়া ও পুলিশ সুপার ইলিয়াস কবির মহাসচিব
পেট্রোবাংলা অবরুদ্ধ, আটকা পড়েছেন কর্মকর্তারা
ভারতীয় শহরের ফুটপাতে হাঁটাচলায় প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ!
নোয়াখালীর সুবর্ণচরে ডিজিটাল সেন্টারের ২৮ ট্যাব ও ৩ ল্যাপটপ চুরি করে অনলাইনে বিক্রি, সাবেক আনসার সদস্য গ্রেপ্তার
কুয়েটে ভর্তি পরীক্ষা (এককভাবে) আগামী ১১ জানুয়ারি
সুন্দরগঞ্জে জামায়াত কর্মীকে হত্যা, আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ট্রাম্পের গণবহিষ্কারের হুমকি,মার্কিন অভিবাসীরা আতঙ্কিত
নোয়াখালীতে অপহৃত শিশু মুন্সিগঞ্জে উদ্ধার, নারীসহ গ্রেফতার ৩
গণতন্ত্র ফেরাতে রূপরেখা ঘোষণা করবেন ড. ইউনূস, আশা যুক্তরাজ্যের
সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ : রাজধানীতে তীব্র যানজট
অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে বাড়িঘর ও গবাদিপশু ধ্বংস হচ্ছে
এলন মাস্কের রাশিয়ার সাথে যোগাযোগ নিয়ে তদন্তের দাবি
কুতুবদিয়ায় দখলবাজ আ.লীগ নেতা মাহাবুব মেম্বারের বিরুদ্ধে দু'টি মামলা রুজু
"প্রতিযোগিতার ফাইনাল পর্বে আনিকা আলম, প্রার্থনা করেছেন ভোট"
চকরিয়ায় গায়েবী মামলার আসামী হলেন দেশ রূপান্তরের প্রতিনিধি
জলবায়ু পরিবর্তনে হিমবাহ গলে যাওয়ায় পার্বত্য অঞ্চলগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে
মওলানা ভাসানী আমাদের প্রেরণার উৎস : তারেক রহমান
ঝিকরগাছায় যুবদল কর্মী পিয়াল হত্যাকান্ডের সঙ্গে জড়িত ৫ আসামি গ্রেপ্তার