ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্কিত উপকূলবাসী
১৮ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের অধিকাংশ এলাকার বেড়িবাঁধ নাজুক। হালকা ও মাঝারি বৃষ্টিপাত বা ঝড়ো হাওয়ায় মানুষের মনে আতঙ্ক বাড়ে। নদীর পানি স্বাভাবিক জোয়ার থেকে এক থেকে দেড় ফুট বৃদ্ধি পেলে লোকালয়ে প্রবেশ করে সাগরের নোনা পানি। ভেসে যায় বিস্তৃর্ণ এলাকা। বিশেষ করে জেলার কয়রা উপজেলার মহারজপুর ইউনিয়নের দশহালিয়া এলাকার বেঁড়িবাঁধ চুইয়ে পানি ঢুকছে লোকালয়ে। দিনে দিনে এ অবস্থা আরো ভয়ানক হচ্ছে।
খুলনার কয়রা, সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগরের অন্তত ৫৩টি স্থানে বাঁধ অত্যন্ত ঝুঁকিপূর্ণ থাকায় অধিকাংশ স্থানীয় মানুষ আতঙ্কিত রয়েছেন। বিশেষ করে খুলনার কয়রা উপজেলা ও সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের বাসিন্দারা নির্ঘুম রাত কাটায়। ২০০৭ সালের ১৫ নভেম্বর উপকূলে আঘাত হানে সিডর। সেই থেকে নভেম্বর এলেই ভয়ে থাকে এই এলাকার মানুষ।
খুলনার কয়রা উপজেলার গাতিরঘের এলাকার বাসিন্দা সৌরভ রায় বলেন, চরম ঝূঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছি আমরা। যেকোনো সময় বাঁধ ভেঙে যেতে পারে। কিন্তু কিছুই করতে পারছি না। আমাদের দেখার কেউ নেই। তিনি আরো বলেন, কয়রায় হোগলা, দশহালিয়া, মদিনাবাদ লঞ্চঘাট, ঘাটাখালী, গাববুনিয়ার, আংটিহারা, ৪ নম্বর কয়রা সুতির গেট ও মঠবাড়ির পবনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া এলাকার মো. নুর ইসলাম জানান, প্রায় ২ বছর আগে আমাদের খেয়াঘাটের উত্তর পাশের বেড়িবাঁধ এলাকায় অনেক বালু ভর্তি ব্যাগ পড়ে রয়েছে। কিন্তু কাজে লাগানো হচ্ছে না। এই ব্যাগগুলো বাঁধে ফেললে কিছুটা রক্ষা পাওয়া যেত।
একই এলাকার ৬০ উর্দ্ধ হাসেম আলী জানান, বাঁধ ভাঙলে সবাই আসে। যখন কাজ করা যায় তখন কেউ এসে কাজ করে না। বাঁধ বাঁধে না। আমরা বড় কষ্টে আছি। বিপদে পড়লে তাড়াহুড়ো করে কিছুটা কাজ করে। পরে আর খুঁজে পাওয়া যায় না। এখন বেড়িবাঁধ ভাঙতে ভাঙতে চিকুন হয়ে গেছে। নদীর ঢেউয়ের পানি লোকালয়ে ঢুকছে। কিন্তু কেউ আসছে না।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়Ñ খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় বেড়িবাঁধ রয়েছে মোট ১ হাজার ৯১০ কিলোমিটার। যার অধিকাংশ ষাটের দশকে নির্মাণ করা। তারপর শুধু এই বাঁধ সংস্কার করা হয়েছে, কিন্তু পুনর্নির্মাণ করা হয়নি। জিওব্যাগ ও বালুর বস্তার রিং বাঁধ দিয়ে কোনো রকমে টিকিয়ে রাখা হয়েছে ক্ষতিগ্রস্ত এসব বেড়িবাঁধ।
খুলনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, অনেক এলাকায় আমাদের কাজ হচ্ছে। কয়রার দশহালিয়া এলাকার কিছু অংশ পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরার আওতায়বুক্ত ছিল। যদিও সেই এলাকা এখন আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর যে ব্যাগগুলো পড়ে আছে, তা সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলার আঘাতে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ৩৮টি পোল্ডারের ১ হাজার ৬৫১ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ৬৮৪ কিলোমিটার বিধ্বস্ত হয়। ২০২০ সালে ঘূর্ণিঝড় আম্পানে উপকূলীয় ১০ জেলার ৪৭৮ কিলোমিটার বাঁধ সম্পূর্ণ ভেঙে বিলীন হয়ে যায়, আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় ৬৭৮ কিলোমিটার। এরপর ২০১৩ সালের ১৬ মে মহাসেন, ২০১৫ সালের ৩০ জুলাই কোমেন, ২০১৬ সালের ২১ মে রোয়ানু, ২০১৭ সালের ৩০ মে মোরা, ২০১৯ সালের ৩ মে ফণী, ২০১৯ সালের ৯ নভেম্বর বুলবুল আঘাত হানে। ২০২০ সালের ২০ মে আম্পান, ২০২১ সালের ২৬ মে ইয়াস, ২০২২ সালের ৭ মে অশনি একই বছরে সিত্রাং এবং ২০২৩ সালের ১৪ মোখা আঘাত হেনেছিল। আর সবশেষ ২০২৪ সালের ২৬ ও ২৭ মে ঘূর্ণিঝড় রিমাল এবং ২৩ অক্টোবর দানা আঘাত হানে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় উপজেলায়।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
পলিটিক্যাল প্রশ্ন করবেন না: রজনীকান্ত
মোংলায় ১১ কেজি হরিণের মাংসসহ ৬ চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড
বাইডেন প্রশাসনের শেষ সময়ে বড় পদক্ষেপ, চিকিৎসা ঋণের বোঝা থেকে মুক্তি পেল সাধারণ মানুষ
সীমান্ত পেরিয়ে মৈত্রী ! দিল্লি কি অবশেষে ঢাকার সঙ্গে সম্পর্ক সহজ করতে চাইছে?
বিজিএমইএর প্রশাসকের কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা, হাইকোর্টে রিট
সুদের টাকা আদায়ে ঝগড়া ফেরাতে একজন খুন, আহত চার
সালথায় কলেজ ছাত্রকে হাতুড়িপেটা
বাংলাদেশের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ বিএসএফের, দু’দিন ধরে উত্তেজনা চলছে
পঙ্গু হাসপাতালে আগুন, ফায়ার সার্ভিস যাওয়ার আগেই নির্বাপণ
কত তারিখে কোথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির জনসংযোগ
তিব্বতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১২৬, নিখোঁজ অনেকে
খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন : মির্জা ফখরুল
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করলেন জামায়াত আমির
গাজায় ইসরায়েলি হামলায় ৫ শিশুসহ ৪৯ ফিলিস্তিনি নিহত
প্রত্যর্পণের চাপের মধ্যেই হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত
বগুড়ার টপ টেরর যুবলীগ নেতা আলহাজ শেখ গ্রেপ্তার
ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস
সাতক্ষীরায় অপহৃত তরুণী উদ্ধার, যুবদল নেতাসহ গ্রেপ্তার দুই
পাচার হওয়া অর্থ ফেরাতে ইইউর সহায়তা চাইলেন- পররাষ্ট্র উপদেষ্টা
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশ সফর, দেশবাসীর নিকট দোয়া চাইলেন কায়কোবাদ