দখল-দূষণে বিপন্ন নরসুন্দা নদী
২৪ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
নরসুন্দা নদী বা নাগচিনি নদী বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলার একটি নদী। কিশোরগঞ্জ জেলা শহর এবং নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলা শহর এ নদীর তীরে অবস্থিত। নদীটির দৈর্ঘ্য ৫৭ কিলোমিটার, গড় প্রস্থ ৮০ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। নদীটি বর্তমানে মৃত প্রায়। আবর্জনা, অবৈধ দখলে-দূষণে নদীটি আজ বিপন্ন প্রায়। পরিণত হয়েছে ময়লার বাগাড়ে।
বাংলাদেশ নদীমাতৃক দেশ। তাই নদ-নদীর সঙ্গে এ দেশের মানুষের সখ্যতা, প্রেম অনাদিকাল থেকেই। এমনকি নদীপথই এক সময় মানুষের যাতায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যমে ছিল। কিন্তু অবহেলা, অনাদর বা প্রাকৃতিক কারণে দেশের অনেক নদ-নদীর এখন মৃতপ্রায় অবস্থা। নদী রক্ষায় তেমন কোনো উদ্যোগ বা পদক্ষেপও নেই। দখল-দূষণে বিপন্ন হয়ে পড়েছে কিশোরগঞ্জের নরসুন্ধা নদীটি। পলি জমে অনেক নদীর গতিপথ বন্ধ হয়ে গেছে। কোথাও স্থানীয় প্রভাবশালীরা নদী দখল করে অবৈধ স্থাপনা, ঘরবাড়ি, শিল্প-প্রতিষ্ঠান গড়ে তুলেছেন আর এভাবেই মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে নরসুন্ধা নদী। কিশোরগঞ্জ জেলার এক ঐতিহ্যেবাহী নদী ‘নরসুন্দা’। এ নদীর আরেক নাম ‘নাগচিনি’।
নরসুন্দা নদীর নাব্য ফিরিয়ে আনতে পুনঃখননের জন্য সরকারিভাবে বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে বেশ কয়েকবার। কিন্তু কোটি কোটি টাকা ব্যয়ের পরও নদীটির করুণ অবস্থার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। বরং কিশোরগঞ্জ শহরের ভেতরের অংশ এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। শহরের কাচারি বাজার, বড় বাজারসহ কয়েকটি বাজারের সব ময়লা-আবর্জনা ও জবাই করা পশুর বর্জ্য ফেলা হচ্ছে নদীতে। দুর্গন্ধে দুর্বিষহ জীবন পার করতে হচ্ছে কিশোরগঞ্জবাসীকে। নদীর পাড় দিয়ে চলতে হলে নাক চেপে ধরে চলাচল করতে হয়। নদীর পাড় দিয়ে বানানো ওয়াকওয়ের অবস্থা আরও শোচনীয়। নদীর তীর বলতে যে সুন্দর, স্বাস্থ্যকর ও নান্দনিক পরিবেশ অনুমান করা হয়, সেটি এখানে অনুপস্থিত।
ভূমিখেকো চক্রের অবৈধ দখল ও স্থাপনা নির্মাণ এবং ময়লা-আবর্জনার ভাগাড়ের আস্তানা হয়ে গেছে নরসুন্দা নদী। আর শহরের পৌর এলাকা’সহ বিভিন্ন এলাকায় ক্যান্সারে আক্রান্ত আজ ‘নরসুন্দা নদী’র বিষাক্ত দূর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। ওই বিষাক্ত দূর্গন্ধে মানুষের স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি ভরাট হয়ে যাওয়া নরসুন্দা নদীতে পানি সংকটের ফলে ব্যঘাত ঘটছে চাষাবাদে। ফলে চরম বিপাকে রয়েছেন কৃষকরাও।
কিশোরগঞ্জ পৌর এলাকায় নদীর দুই তীর অবৈধভাবে দখল, ময়লা-আবর্জনা ফেলে ও অবৈধভাবে ভরাট করায় নরসুন্দা নদী তার যৌবন হারিয়ে একটি মরা খাল তথা ড্রেনে পরিণত হয়েছে। তাই বর্ষা মৌসুমেও এটি যে একটি নদী তা বুঝার উপায় নেই। নরসুন্দা নদীর এমন পরিণতিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমাদের কৃষিখ্যাতের ও ধ্বংস হয়েছে আমিষের চাহিদা পূরণের অন্যতম ক্ষেত্র। অথচ এক সময় ওই নরসুন্দা নদীর বুক দিয়ে চলাচল করতো বড় বড় লঞ্চ-স্টিমার ও পালতোলা নৌকা।
শহরের রথখলা এলাকায় নদীটি দখল করেছে ব্যবসা প্রতিষ্ঠান, একরামপুর হয়ে শোলাকিয়া ও বয়লা এলাকার দুপাশ দখল করে প্রভাবশালী ব্যক্তিরা গড়ে তুলেছেন বসতবাড়ী, ও একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। শোলাকিয়া ঈদগা রোডের নদীর পাড়ের বেশীর ভাগ বসতবাড়ীগুলো গড়ে তুলেছেন নরসুন্ধার উপর। দেখার কেউ নেই। এলাকাবাসীরা জানান, বিগত পতিত সরকারে প্রভাব কাটিয়ে শোলাকিয়া এলাকার নরসুন্ধা পাড়ের বসতিরা নদীটিকে দখলে নিয়ে গড়ে তুলেছেন বসতবাড়ী। অন্তবর্তী সরকারের কাছে আমাদের দাবি এখনই নরসুন্ধা দখলকারীদের উচ্ছেদ করে নদীটি দখলমুক্ত করার হউক।
শহরের ব্যস্ততম জায়গা গৌরাঙ্গ বাজার ব্রিজ বা বড় বাজার ব্রিজ থেকে নদীটি দেখে যে কারও মন খারাপ হতে পারে। চারদিকে ময়লার স্তুপ আর আবর্জনা ছাড়া কিছুই চোখে পড়ে না। কিন্তু এক সময় এ নদী দিয়ে বড় বড় লঞ্চ, ট্রলার যাতায়াত করত। নদীতে পাওয়া যেত নানা রকমের মাছ। বর্ষায় পানিতে থাকত ভরপুর। আজকের প্রজন্মের কাছে এসব শুধু গল্পকথা। ময়লা-আবর্জনায় নদীটি ভরাট হয়ে দিনেদিনে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। কচুরিপানা আর ময়লার জন্য পানি প্রবাহের সামান্য সুযোগও নেই। মাঝেমধ্যে কোথাও ডোবার মতো অল্প পানি জমে আছে। নদী ভরাট করে বসানো হয়েছে অস্থায়ী বাজার। প্রশাসন ও পৌরসভা নদীটি রক্ষায় কার্যকর কিছুই করেনি। নদীটির অস্তিত্ব এখন পুরোপুরি ধ্বংসের মুখে। নরসুন্দার অবয়ব থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছে নদীর চিহ্ন। অস্তিত্ব বিলীন হতে যাওয়া নরসুন্দা রক্ষায় সবার এগিয়ে আসা উচিত। সরকারকে দেশের নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। নরসুন্দা নদীর দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট, দালান-কোঠা অপসারণ করে নদীটি খনন করে হাওড়ের সঙ্গে পানি চলাচলের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারলে নরসুন্দা আবার প্রাণ ফিরে পাবে। এই নদী থেকে অবৈধ স্থাপনা যদি দ্রুত অপসারণপূর্বক দখলদারদের মালিকানা বাতিল করা জরুরী প্রয়োজন।
বিশিষ্টজনদের অভিজ্ঞতা হলো- নদীর অবৈধ দখলদার, স্থানীয় প্রশাসন-স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মিলে একটি জোট গঠিত হয়। এই জোট ভয়াবহ হয়ে ওঠার আগেই নদীটি দখলমুক্ত করতে হবে। বর্তমানে অন্তর্র্বতী সরকার দেশ পরিচালনা করছেন। আগে যেসব নদীতে দখল বজায় রাখতে আওয়ামী লীগের লোকজন সক্রিয় ছিল, এখন ভিন্ন কেউ সেই কাজ করতে পারে। সেজন্য দ্রুতই নরসুন্ধা নদীকে মুক্ত করতে হবে। পরিবেশ-প্রতিবেশ-অর্থনীতি-কৃষি-জীববৈচিত্র্য সুরক্ষার স্বার্থেই এ কাজ জরুরি।
এ প্রসঙ্গে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন ইনকিলাবকে জানান, নরসুন্দা নদীকে অবৈধ দখলদারদের দখল হতে রক্ষার্থে সিএস নকশা অনুযায়ী অবৈধ দখলদারদের তালিকা দ্রুত করে বিভাগীয় কমিশনার, ঢাকা মহোদয়ের কার্যালয়ে প্রেরণ করা হয়েছে, সদয় পরবর্তী নির্দেশনার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নরসুন্দা নদীতে পরামর্শক প্রতিষ্ঠান আইডব্লিউএম কর্তৃক সম্ভাব্যতা যাচাই চলমান রয়েছে। বাস্তবায়নযোগ্যতা নিরীক্ষার সুপারিশের আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
বাগেরহাটে শীতবস্ত্র ও শিক্ষা বৃত্তি প্রদান
মির্জাপুরে দিনব্যাপী কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা
লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের সভাপতি ইব্রাহিম, সম্পাদক জহির
কোহলিকে নিষিদ্ধ করা উচিত: হার্মিসন
শেরপুরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার
চাঁদপুরে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা
ছাত্রের মৃত্যু ঘিরে চীনে সহিংস বিক্ষোভ
বাংলাদেশ ও জাইকা’র মধ্যে রেকর্ড অব ডিসকাশন স্বাক্ষর
বিরলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল, শীত বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে সমন্বয়ককে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ইসলামী ছাত্র মজলিসের সমাবেশ
জিয়ার আদর্শ মানুষের মনে প্রবল উদ্দীপনা জাগিয়ে তোলে: সিলেটে খন্দকার মুক্তাদির
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিউজিল্যান্ডের
গফরগাঁওয়ে তাবলীগ জামায়াতের সাদপন্থীদের বিচারের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল
শ্রীমঙ্গলে ট্যুরিজম বোর্ডের ৩ দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল মেলার উদ্বোধন
লক্ষ্মীপুরে ৫০০ ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত, আহত ৪
ঢাকা জেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি সুফিয়ান, সেক্রেটারি রাকিব
মনিরামপুরে পলিথিনের বিকল্প পাট জাতীয় পণ্য প্রশিক্ষনে ঝুকছেন নারীরা