বন্যা পরবর্তী সড়ক সংস্কার না হওয়ায় ভোগান্তিতে ফুলগাজীবাসী
০২ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
ফেনীর ফুলগাজী উপজেলায় আগস্ট মাসের ভয়াবহ বন্যায় সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যার তিন মাস পার হলেও ক্ষতিগ্রস্ত সড়কগুলোর সংস্কার কাজ শুরু না হওয়ায় যান চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও যাত্রী সাধারণকে। জনমনে দেখা দিয়েছে অসন্তোষ।
সরেজমিনে দেখা যায়, উপজেলার মুন্সীরহাট ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত দীর্ঘ ১০ কিলোমিটার মুন্সীরহাট-গাবতলা সড়কটি মেরামত না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এটি ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের সাথে সংযুক্ত। এ সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করে। এ সড়ক দিয়ে কমুয়া বিজিবি ক্যাম্প, আলী আজম স্কুল এন্ড কলেজ, প্রাথমিক বিদ্যালয়, পৈথারা উচ্চ বিদ্যালয় ও কিন্ডারগার্টেন ও মাদরাসার ছাত্র-ছাত্রীরা চলাচল করে। এছাড়াও জিএমহাট ইউনিয়নে মধ্যম শ্রীচন্দ্রপুর-ধোপাবাড়ি সড়ক, দরবারপুর ইউনিয়নে জগতপুর-মনিপুর সড়ক, আমজাদহাট ইউনিয়নে ইসলামিয়া বাজার-ঘাটঘর বকশি বাজার সড়ক, মুন্সীরহাট ইউনিয়নে শেখ নুরুল্লাহ সড়ক, মুন্সীরহাট-গাবতলা সড়ক, খালেদা জিয়া সড়ক, আনন্দপুরে পেঁচিবাড়িয়া সড়ক, জামমুড়া সড়ক, ফুলগাজী-বাসুড়া সড়ক, গোসাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক, ফুলগাজী জিয়া সড়ক ও শ্রীপুর নিলক্ষী সড়গসহ পুরো উপজেলায় ছোট-বড় সবকটি সড়কই বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে।
স্থানীয়রা জানান, ফুলগাজীতে বর্ষা মৌসুমে প্রতিবছরই আমরা বন্যার কবলে পড়ি। বন্যায় আমাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়, পুকুরের মাছ ভেসে যায়, জমির ফসল ফলাদী নষ্ট হয় এবং রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়। সরকার আসে যায় কিন্তু সমস্যার সমাধান হয় না।
তারা জানান, বন্যা গেল তিনমাস হয় কিন্তু এখনো ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে কর্তৃপক্ষ এগিয়ে আসেনি। এ জনপদে প্রধান সমস্যা হচ্ছে নদী এবং বন্যা। বন্যার কারণ কর্তৃপক্ষের জানা থাকা শর্তেও কোন উদ্যোগ নিতে আজও আমরা দেখিনি। যে সরকারই আসে তাদের কর্তা ব্যক্তিরা শুধু আশার বাণী শুনিয়ে যায়।
কিন্তু কোন উন্নয়নমুলক কাজ তারা করেনা। এ জনপদে মানুষের দুঃখ আজীবন থেকে যাবে শেষ হবে না। তারা দ্রুতই ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামত করে মানুষকে মুক্তি দেওয়ার আহবান জানান।
এ প্রসঙ্গে উপজেলা এলজিইডি প্রকৌশলী সৈয়দ আসিফ মাহমুদ বলেন, বন্যায় উপজেলার প্রায় ৭৪টি ক্ষতিগ্রস্ত সড়কের তালিকা করা হয়েছে। ১০৮ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু সড়কের জরুরি মেরামত করা হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ৬৩ কোটি টাকা বরাদ্দ চেয়ে চিঠি লিখেছি। প্রকল্পের অনুমোদন আসলে কাজ শুরু হবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম