আমদানিতে কৃষকদের আপত্তি
০৪ জানুয়ারি ২০২৫, ১২:২৬ এএম | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫, ১২:২৬ এএম
সারা দেশের পেঁয়াজ উৎপাদনে তৃতীয় জেলা রাজবাড়ীতে মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। মুড়িকাটা পেঁয়াজ রোপনে এ বছর দুই দফা বৃষ্টিতে ক্ষতি ছাড়াও বাড়তি মূল্যে বীজ কেনায় খরচ হয়েছে বেশি। যে কারণে বিদেশ থেকে পেঁয়াজ আমদানীতে আপত্তি জানিয়েছেন এ জেলার কৃষকরা। অন্যদিকে সরকারিভাবে বিএডিসি থেকে সংগ্রহ করে প্রণোদনা হিসেবে প্রদান করা বীজ থেকে চারা না গজানোতে অন্তত এক মাস আবাদে পিছিয়ে পড়েছে চার হাজার কৃষক। তারপরেও রাজবাড়ীর মাঠে মাঠে এখন মুড়িকাটা পেঁয়াজ উত্তোলন ও হালি পেঁয়াজ রোপনের ধুম পড়েছে। জেলা প্রশাসন ও কৃষি বিভাগ বলছে, পেঁয়াজ চাষিদের পাশে আছেন তারা, দেয়া হচ্ছে পরামর্শ ও প্রণোদনা।
রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, এ বছর রাজবাড়ীতে মুড়িকাটা পেঁয়াজ ৫ হাজার ৪৫০ হেক্টরের লক্ষমাত্রা ধরা হয় আর রোপন হয়েছে ৫ হাজার ৮৭০ হেক্টর জমিতে। হালি পেঁয়াজের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৩০ হাজার ৪২০ হেক্টর জমিতে যা রোপন চলমান রয়েছে। আর পেঁয়াজ বীজের জন্য রোপন হয়েছে ১৫০ হেক্টর জমিতে। সব মিলিয়ে এ বছর রাজবাড়ীতে ৩৬ হাজার ২০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ থেকে ৫ লাখ ৯ হাজার ৭১০ মেট্টিকটন পেঁয়াজ উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।
সরেজমিনে রাজবাড়ী জেলার বিভিন্ন চরাঞ্চল ও বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, মাঠের পর মাঠ এ বছর পেঁয়াজ আবাদ হয়েছে। বাজারে ভালো দাম পাওয়ার আশায় কৃষকেরা মুড়িকাটা পেঁয়াজ উত্তোলন করছেন। অপর দিকে মুড়িকাটা পেঁয়াজ উত্তোলনের সাথে সাথে জমি প্রস্তুুত করে ওই জমিতে আবার হালি পেঁয়াজ রোপন করছেন কৃষকেরা।
কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের কৃষ্টনগর গ্রামের কৃষক মো. মালেক শেখ বলেন, এ বছর তিন বিঘা জমিতে রোপন করেছি মুড়িকাটা পেঁয়াজ। এতে আমার খরচ হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা। দুই দফা বৃষ্টিতে বীজতলা নষ্ট ও অতিমূল্যে বীজ ক্রয় করায় এ বছর খরচ হয়েছে দ্বিগুন, বর্তমানে ৪০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হওয়ায় লোকসানে পড়বো আমরা।
একই এলাকার হারুন মোল্লা বলেন, এ বছর মুড়িকাটা পেঁয়াজ আবাদে দুই দফা বৃষ্টিতে ক্ষতি হয়েছে। এরপর সার ও বীজের দাম বেশি এছাড়াও কুয়াশার কারনে বৃদ্ধি পায়নি পেঁয়াজ। আবার বাজারে নিয়ে কমদামে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে। পেঁয়াজের দাম ৫০ টাকার নিচে নেমে আসলেই কৃষক মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হবে।
কৃষক শামীম শেখ বলেন, বর্তমানের তোলা নতুন পেঁয়াজ ঢাকার শ্যাম বাজারে নিয়ে বিক্রি করছি ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে। রাজবাড়ী থেকে ঢাকার শ্যাম বাজারে পেঁয়াজ নিয়ে গেলে প্রতি কেজি পেঁয়াজে পরিবহন খরচ পরে ৪ থেকে ৫ টাকা। এর উপর সরকার যদি বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করে তবে লাভ তো দুরের কথা আসল টাকাই পাবে না কৃষক।
অপরদিকে, এ বছর রবি প্রণোদনা হিসাবে রাজবাড়ীতে ৪ হাজার কৃষকের মাঝে পেঁয়াজের বীজ বিতরণ করা হয়। বিএডিসির সরবরাহকৃত পেঁয়াজ বীজ রাজবাড়ী জেলা সদরে ৮০০জন, পাংশায় ১০০০ জন, কালুখালীতে ৮০০ জন, বালিয়াকান্দিতে ১০০০ জন ও গোয়ালন্দ উপজেলায় ৪০০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়। এই চার হাজার কৃষকের মধ্যে ৭ হাজার ৭২৫জনই মারাত্বক ক্ষদিগ্রস্থ হয়েছে যে কারনে ক্ষতিপুরন হিসেবে পুনরায় পেঁয়াজের বীজ বিতরণ করা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলার কৃষক আঃ রাজ্জাক বলেন, ১ কেজি বীজ থেকে ভালো চারা জন্ম নিলে ৫০ শতাংশ জমিতে পেঁয়াজের আবাদ করা যায়। পেঁয়াজ রোপন করা শুরু হয়েছে। যারা আগাম পেঁয়াজের চারা তৈরী করেছিল, তারাই রোপন করছেন। বেশির ভাগ কৃষক এখন পেঁয়াজ রোপন করছেন। এ কারণে শ্রমিক সংকট দেখা দিয়েছে। ফলে বেশি মূল্যে শ্রমিক কাজ করায় পেঁয়াজ চাষে খরচ বাড়ছে।
গোয়ালন্দের কৃষক নজরুল ইসলাম বলেন, ৩দিন ধরে হালি পেঁয়াজ রোপনে ব্যস্ত রয়েছি। এক সাথে সবাই পেঁয়াজ রোপন করার কারণে শ্রমিক সংকট দেখা দিয়েছে। এতে বেশি দামে শ্রমিক সংগ্রহ করতে হচ্ছে। বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রফিকুল ইসলাম বলেন, এ উপজেলাতে এখন পেঁয়াজ রোপনের ধুম পড়েছে। কৃষকরা সকাল থেকেই পেঁয়াজ রোপনে ব্যস্ত সময় পার করছেন। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পেঁয়াজ রোপন হবে বলে আশা করছেন তিনি।
রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. শহিদুল ইসলাম বলেন, চলতি মৌসুমে জেলার ৫ টি উপজেলাতে ৩৬ হাজার ২০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আশা করছি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পেঁয়াজের চাষ হবে। পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্র পূরণে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। কৃষকরা ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা করছি।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
অবৈধভাবে’ চাঁদনী চক বিজনেস ফোরামের কমিটি ভেঙে প্রশাসক নিয়োগ
সংষ্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেয়ার চেষ্টা করলে এদেশের মানুষ কোন ভাবেই মেনে নিবেনা : আমিনুল হক
কবরে লুকানো ছিল অস্ত্র, আটক ১
লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার
সামাজিক মাধ্যমে ভাইরাল রোজার আবেগঘন স্ট্যাটাস
ভারতে নয় জজদের প্রশিক্ষণের জন্য বিজ্ঞ মুফতিদের কাছে পাঠান
এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের আয়োজনে অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো অনুষ্ঠিত
আড়ানী পৌরসভায় গণ-অভ্যুত্থানের ছবির উপর জয় বাংলা স্লোগান- ছাত্রজনতাসহ সকলের নিন্দা ও ক্ষোভ
এবারের আন্দোলনের ঘোষক ও রূপকার তারেক রহমান : আজাদ
নালিতাবাড়ীতে গর্তে পড়ে শিশুর মৃত্যু
চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ
দূর্দান্ত এআই সুবিধাযুক্ত নিও কিউএলইডি ৮কে টিভি নিয়ে এল স্যামসাং
সেনা ইন্স্যুরেন্সকে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক
ফারুক হাসানের ওপর হামলা : হামলাকারীদের ধরতে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম নুরের
মেটলাইফ বাংলাদেশের “সেরা এজেন্সি ২০২৪” হিসেবে স্বীকৃতি পেয়েছে নোয়াখালী জেলার “সুমন এজেন্সি”
রাজধানীতে গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যমেলা শুরু বুধবার
আয়নাঘর পরিদর্শনের সুযোগ পাবেন গণমাধ্যমকর্মীরা: প্রেস সচিব
মোচিক শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫ সম্পন্ন
আওয়ামী লাল ফিতার দৌরাত্ম্যে অতীষ্ট প্রবাসীরা; কূটনীতিক মহসিনকে অপসারণ ও শাস্তির দাবি