ফেনীতে বন্যায় ব্রিজ ভেঙে খালে : ৪ মাসেও সংস্কার না হওয়ায় চরম জনদুর্ভোগ
১৫ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম
ফেনীর সোনাগাজী উপজেলায় চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামে বদর্ম খালের ওপর নির্মিত ব্রিজটি গত ৪ মাস আগে বন্যার পানির তীব্র স্রোতে ধসে পড়ে। এতে মতিগঞ্জ থেকে দাসেরহাট-চরদরবেশ-কেরামতিয়া-কাজিরহাট সড়কে যাতায়াত বন্ধ হয়ে যায়। ফলে গাড়ি চালক, যাত্রী ও জনসাধারণকে প্রতিনিয়ত চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তর থেকে জনদুর্ভোগের বিষয়টি জানার পরও ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ গ্রহণ না করায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়।
সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, গত বছরের আগস্টে স্মরণকালের ভয়াল বন্যায় কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর রেগুলেটরটি ভেঙে যাওয়ার দু’দিন পর সোনাগাজী উপজেলার ৫নং চরদরবেশ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চর সাহাভিকারী গ্রামে বদর্ম খালের ওপর নির্মিত এলজিইডি’র অধীনে থাকা ব্রিজটির দু’পাশের মাটি সরে গেলে খালে ধসে পড়ে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরদরবেশ ইউনিয়নসহ পার্শ্ববর্তী ইউনিয়নের হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েন। প্রতিদিন বিকল্প পথে গন্তব্যে পৌঁছাতে অনেক সময় লেগে যায় এবং যাত্রীদেরকে ডাবল ভাড়া গুণতে হচ্ছে। এছাড়াও চর সাহাভিকারী গ্রামের বাগিসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন ও মাদরাসার ছাত্র-ছাত্রীরা ব্রিজ না থাকায় স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। অভিভাবকদের অভিযোগ তাদের ছেলে মেয়েরা বিকল্প পথে দূর দুরান্তের পথ পাড়ি দিয়ে স্কুলে যাওয়াটা অনেক কষ্টের। এদিকে ব্রিজ ধসে যাওয়ার পর উপজেলা প্রশাসন ও এলজিইডি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা সড়কটি পরিদর্শন করে যাওয়ার পর তাদেরকে আর দেখা যায়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা। এদিকে জনসাধারনের চলাচলের সুবিধার্থে সড়কের ভাঙনস্থানের পাশে খালের ওপর বিকল্প স্বেচ্ছাশ্রমে একটি বাঁশের সাঁকো তৈরি করেন স্থানীয় জনগণ।
স্থানীয় সোলেমান মিয়া বলেন, ব্রিজ ভেঙে যাওয়ায় এ এলাকার মানুষ চলাচলে অনেক কষ্ট করছে। বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীরা ব্রিজের অভাবে ঠিকমত স্কুলে যেতে পারছে না। তারা ঝুলন্ত সাঁকো ওপর দিয়ে স্কুলে যেতে ভয় পায়। গাড়ি চলাচল বন্ধ রয়েছে। অতি দ্রুত ব্রিজটি পুনঃনির্মাণ করার জন্য কর্তৃপক্ষকে আহবান জানাচ্ছি।
মাস্টার আমির হোসেন আমু বলেন, মতিগঞ্জ-কেরামতিয়া-কাজিরহাট সড়কের চরসাহাভিকারী এলাকায় ছোট ফেনী নদীর শাখা খাল হিসেবে পরিচিত বদর্ম খালের ওপর নির্মিত ব্রিজটি গেল বন্যায় ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এতে জনদুর্ভোগ বেড়ে যায়। ব্রিজ ভাঙার ৪ মাস অতিবাহিত হওয়ার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্কার কাজে এগিয়ে না আসা খুবই দুঃখজনক। রবিউল হক নামের এক গাড়িচালক বলেন, মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় নদীতে অতিরিক্ত জোয়ার ভাটার কারণে নদীর পাড় ভেঙে জনপদ বিলীন হচ্ছে। মানুষের ঘরবাড়ি থেকে শুরু করে ফসলি জমি, রাস্তাঘাট, পুল-কালভার্ট কিছুই রক্ষা করা যাচ্ছে না। সরকারের এ বিষয়টি গুরুত্ব দেয়া উচিত।
সোনাগাজী এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল হুদা বলেন, মতিগঞ্জ ইউপি থেকে দাসেরহাট-চরদরবেশ-কেরামতিয়া-কাজিরহাট সড়কের চরসাহাভিকারী এলাকায় খালের ওপর নির্মিত ব্রিজটি এলজিইডি করেনি। এ ব্রিজটি ২৫ বছর আগে নির্মাণ করেছিল বিএডিসি অথবা পানি উন্নয়ন বোর্ড। তখন এ ব্রিজটি পাইল ফাউন্ডেশন দিয়ে করা হয়নি। ব্রিক পিলারের ওপর আরসিসি গার্ডার দিয়ে তৈরি করা হয়েছিল। তাই বন্যার সময় পানির তীব্র স্রোতে পিলারের নিচের মাটি সরে গিয়ে ব্রিজটি সম্পূর্ণ ধসে পড়ে। বন্যার পরে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলসহ আরো অন্যান্য প্রতিনিধি দল ব্রিজের ভাঙনস্থান পরিদর্শন করে গেছেন। এখনো পর্যন্ত ব্রিজ পুনঃনির্মাণের ব্যাপারে কোন নির্দেশনা আসেনি। তবে জনসাধারণের স্বাভাবিক চলাচল অব্যাহত রাখার জন্য এলজিইডি কর্তৃক ৩০ মিটারের একটি স্টিল বেইলিব্রিজ নির্মাণের প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে কাজের অনুমোদন হয়ে গেছে। এটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২০ লাখ টাকা।
সোনাগাজী (এলজিইডি) উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের মোজাহিদ বলেন, চর সাহাভিকারী এলাকায় খালের ওপর আপাতত একটি বেইলিব্রিজ নির্মাণের অনুমতি আমরা পেয়েছি। দ্রুত কাজ শুরু হবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার
সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন রিসোর্ট পুড়ে ছাই
শুল্ক রেলস্টেশন দিয়ে ভারত থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল আমদানি