মোরেলগঞ্জে একটি ব্রিজের জন্য ১৬ গ্রামবাসীর ভোগান্তি
১৬ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া বাজার সংলগ্ন একটি ব্রিজের জন্য ভোগান্তিতে রয়েছে ১৬ গ্রামের কয়েক হাজার মানুষ। স্থানীয়রা সুপারি গাছ ও বাঁশ দিয়ে কোনোমতে ব্রিজটি মেরামত করে ব্যবহার করলেও প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। তাই স্থানীয় গ্রামবাসী দ্রুত ব্রিজটি মেরামত বা নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন।
বাঁশ-খুটি দিয়ে বেঁধে রাখা হয়েছে ব্রিজের পিলার, যার একটি অংশ ভেঙে গেছে নদীতে। সেই ভাঙা অংশে বাঁশ খুঁটির জোড়াতালি দিয়ে কোনো মতে চলাচল করছে ১৬ গ্রামবাসী। এমনই এক আয়রন ব্রিজের দেখা মিলবে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নে।
খাউলিয়া গ্রামের খালেক ফরাজি বলেন, খাউলিয়া বাজার সংলগ্ন চালিতাবুনিয়া খালের ওপর নির্মিত এ আয়রন ব্রিজটি ভেঙে গেছে প্রায় দেড় বছর আগে। প্রায় ৫০ বছর আগে নির্মিত এই আয়রন ব্রিজটি বিভিন্ন সময় সংস্কারক করা হলেও নতুন করে নির্মাণ করা হয়নি। এরই মধ্যে প্রায় দেড় বছর আগে বন্যার পানির চাপ এবং বিভিন্ন মালবাহী ট্রলারের আঘাতে পিলারগুলো ক্ষতিগ্রস্ত হলে ব্রিজের একটি অংশটি ভেঙে নদীতে বিলীন হয়ে যায়। তখন স্থানীয় গ্রামবাসী চলাচলের জন্য ব্রিজের একপাশে বাঁস-খুটি গিয়ে মেরামত করে কোনোমতে যাতায়াত করতে থাকে।
আনোয়ার হোসেন জানান, ব্রিজটি এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, প্রতিনিয়ত ছোটো-খাটো দুর্ঘটনা ঘটছে। কয়েক মাস আগে ব্রিজ থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া ব্রিজটির একপাশে খাওলিয়া বাজারসহ দু’পাশে রয়েছে ১৬টি গ্রাম।
স্কুল শিক্ষক পলাশ মল্লিক জানান, খালের দুই পাশ মিলিয়ে প্রাথমিক, বিদ্যালয় ও মাদরাসাসহ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ছয়টি। যে কারণে স্কুল ও মাদরাসাগামী শিক্ষার্থীসহ প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ প্রতিদিন চলাচল করে ব্রিজটির ওপর দিয়ে। এমন অবস্থায় ঝুঁকিপূর্ণ ব্রিজটি দ্রুত সংস্কার বা নতুন করে নির্মাণের দাবি জানান তিনি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. শরিফুজ্জামান বলেন, ঝুঁকিপূর্ণ ব্রিজটি নদীর মোহনায় হওয়ার কারণে একই স্থানে নতুন করে নির্মাণ করা সম্ভব হচ্ছে না। এ কারণে জমি অধিগ্রহণ করে নতুন করে ব্রিজটি নির্মাণের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া আপাতত ব্রিজটি দ্রুত সংস্কার করে দেওয়া হবে, যাতে স্থানীয় গ্রামবাসী কোনো ঝুঁকি ছাড়া সহজে ব্রিজটি দিয়ে চলাচল করতে পারে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত