অপরাজনীতির বিরুদ্ধে সজাগ থাকতে হবে -আবুল কালাম আজাদ সিদ্দিকী
২৬ জানুয়ারি ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫, ১২:০৫ এএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, অপরাজনীতি করে দলকে যারা ক্ষতিগ্রস্থ করতে চায়, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। বিএনপির বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। চোখ-কান খোলা রাখতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, এমন কোন কাজ করা যাবে না, যে কাজ করলে বিএনপি জনগণের কাছে বিতর্কিত হয়। বিএনপিকে জনগণ অপছন্দ করবে। বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তোলনা করে।
বিএনপির এই নেতা বলেন, ইদানিং লক্ষ্য করছি কোনো কোনো লোক বিএনপি করে বিএনপির নেতার বিরুদ্ধে বক্তব্য দেয়। বিএনপি করে বিএনপির কোনো নেতার নামে মন্তব্য বা বক্তব্য দেয়া উচিত নয়। তাদের কোনো কথা থাকলে দলীয় ফোরামে এসে কথা বলবে। পাবলিকলি বা কর্মীদের কাছে দলের নেতাকে নিয়ে মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করে যারা রাজনীতি করতে চায়। যারা এই অপরাজনীতি করতে চায়। সেখান থেকে তারা যেন বিরত থাকে।
গত শুক্রবার উপজেলা সদরের দলীয় কার্যালয়ে মির্জাপুর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক কাউন্সিলর আলী আজম সিদ্দিকীর সভাপতিত্বে আয়োজিত বিশেষকর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক রমজান আলী মিয়া প্রমুখ। সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মহসীন।
এরআগে সাবেক এই সংসদ সদস্য ভাওড়া ইউনিয়নের মারিশনপাড়া গ্রামবাসীর উদ্যোগে কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মির্জাপুর থানা মসজিদের খতিব ও ইমাম মাওলানা ফরিদ হোসাইনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত অ্যাডভোকেট আব্দুর রউফ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক খন্দকার সালাহউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, সহসভাপতি ডিএম শওকত আকবর, সাহিদুর রহমান খান সাঈদ, যুগ্ম-সম্পাদক আলতাফ মিয়া, আজাহারুল ইসলাম, ফরহাদুল ইসলাম ফরহাদ, এস এম শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, দফতর সম্পাদক হারুন অর রশীদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তাহেরুল হক খোকন।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
দেশে ব্যবসা পরিস্থিতির উন্নতি হয়নি, নতুন সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা
পাকিস্তানে গ্যাসের ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৬, আহত ৩১
মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
সাড়ে ১৬ বছর কারাভোগের পর, বাড়ি ফিরলেন উখিয়ার সাবেক বিডিআর সদস্য ইউসুফ
ডাকাতি কালে ভারতীয় ৩ দস্যুকে ধরে কোস্ট গার্ডে দিলো জেলেরা
‘সেনাবাহিনীকে বণিক সমিতি বানিয়েছে হাসিনা, এর সংস্কার করতে হবে’
তাবলীগের সাদপন্থিদের প্রধান মুরব্বিসহ ২৩ জনের জামিন বহাল
বরিশাল বিভাগের ৬ জেলায় প্রাথমিক ও মাধ্যমিকস্তরে পাঠ্যপুস্তক সরবারহের হার হতাশাব্যঞ্জক
কোকোর মৃত্যু স্বাভাবিক ছিল না, এ রহস্য উদঘাটন করা হবে : ডা. জাহিদ
নীলক্ষেতে অতিরিক্ত পুলিশ মোতায়েন
অভিবাসন নিয়ে ট্রাম্প-কলম্বিয়া সম্পর্কের টানাপোড়েন
কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদ রয়েছেন : আইএসপিআর
আলোচনায় থাকতেই ক্যান্সারের ভান অভিনেত্রী হিনার
এস. কে. সুরকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
যুবদল নেতা রাসেলের অত্যাচারে অতিষ্ঠ উপজেলাবাসী, কারণ দর্শানোর নোটিশ
ঢাবির পর এবার সাত কলেজের পরীক্ষা স্থগিত
সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন- শেরপুরের পুলিশ সুপার
আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি
বাংলাদেশে একটি বড় হাসপাতাল করে দেবে চীন : পররাষ্টা উপদেষ্টা
জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নাইজেরিয়ায় নিহত ১৮