লক্ষ্মীপুরে কাঁচাগাছ কেটে ফেলছেন কৃষকরা
২৬ জানুয়ারি ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫, ১২:০৫ এএম
লক্ষ্মীপুরে বন্যার পর লাগানো বীজে ধান না থাকায় কাঁচাগাছ কেটে ফেলছেন কৃষকরা। জেলার বিভিন্ন এলাকার মাঠজুড়ে দেখা গেছে এমন করুণ দৃশ্য। কৃষকরা বাধ্য হয়ে কাঁচা সবুজ ধান গাছ কেটে গরুর ঘাস হিসেবে ব্যবহার করছেন। ধানের এমন করুণ অবস্থায় কৃষকদের মাঝে চরম হতাশা বিরাজ করছে।
মাঠঘুরে দেখা গেছে লক্ষ্মীপুর সদর, কমলনগর এবং রামগতি উপজেলার বিভিন্ন মাঠের জমিতে এমন অবস্থা রয়েছে। এতে হতাশ হয়ে পড়েছেন কৃষকরা। অনেক কৃষক সবুজ ধান গরুর ঘাস হিসেবে বিক্রি করে ফেলছেন। অনেকে ধান গাছ কেটে নতুন করে সয়াবিন চাষের জন্য জমি প্রস্তুত করছেন।
স্থানীয়ভাবে জানা গেছে, ২০২৪ সালের আগস্টের ভয়াবহ বন্যায় লক্ষ্মীপুর জেলার মধ্যে যেসব এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, সেগুলোর মধ্যে গ্রামের প্রায় ৯০ ভাগ মানুষ কৃষক ও শ্রমিক। আয়ের আর বিকল্প উপায় না থাকায় তারা সবাই চাষাবাদ করেন। বন্যার পর বীজ না থাকা সত্ত্বেও তারা দূরদুরান্ত থেকে বীজ সংগ্রহ করেছিলেন ফলনের আশায়। তবে ফলন না পেয়ে আবারও ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা।
ধান নিয়ে কৃষকদের এমন অবস্থা বিষয়ে জানতে চাইলে চর কাদিরা গ্রামের কৃষক আবুল কালাম ও কৃষক তুহিন জানান, গত বছরের আগস্টের ভয়াবহ বন্যার পর কৃষকরা ধান লাগাতে পারেননি। কেউ কেউ ৫-৬ বার বীজতলা তৈরি করেও ব্যর্থ হয়েছেন। কৃষকরা প্রথমে নিজের বীজ, পরে বাজারের বীজ এবং এমনকি, অনেকে সরকারি প্রণোদনার বীজেও ধান লাগিয়েছিলেন। কিন্তু সে ধানের গাছে ফলন আসছে না।
কেউ কেউ মনে করছেন, এবার বিলম্বে ধান লাগানো হয়েছে। আবার কেউ কেউ বলছেন, ধানের জাতে গড় মিল হয়েছে। তবে যেটাই হোক, এমন ফলন হওয়ায় এবার হাজার হাজার কৃষক একেবারে পথে বসে গেছেন।
কমলনগরের চর কাদিরা গ্রামের কৃষক মতিউর ও কামাল। পাশাপাশি জমিতে তারা ৪ বারের পর পঞ্চমবার বীজ লাগিয়েছেন। কিন্তু তাদের সে কষ্টের ধানে কোনো ফলন নেই। তারা দু’জনই ঘাস হিসেবে সবুজ গাছ কেটে গরুকে খাইয়ে ফেলছেন।
কৃষকদের এমন পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক সামছুদ্দিন মো. ফিরোজ বলেন, বন্যার পর লক্ষ্মীপুর জেলাব্যাপী লাগানো আমন ধানের ৬০ ভাগে ফলন ভালো হয়েছে। তবে অনেক কৃষকের ধান নষ্ট হয়েছে শুনেছি। সুনির্দিষ্ট তথ্য দেওয়ার পর তিনি জানান, আমন ধান আলোক সংবেদনশীল উদ্ভিদ। মূলত বিলম্বে লাগানোর কারণে এমন সমস্যা হয়ে থাকতে পরে। অন্যদিকে, প্রণোদনার ব্রিধান-৭৫ জাতে কোনো ফলন আসেনি বলে জানিয়েছেন কৃষকরা।
জেলা ত্রাণ ও দুর্যোগ এবং কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪ সালের অগাস্টে লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলায় ৩ ধাপে বন্যা হয়। এমন বন্যার কারণে লক্ষ্মীপুর জেলার ৮৩ হাজার ২০০ হেক্টর জমির মধ্যে মাত্র ৪৫,৭৭০ হেক্টর জমিতে আমন ধান লাগানো হয়েছিল। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত এসব ধানের ৬০ ভাগ ঘরে তুলেছেন কৃষক।
কৃষি বিভাগ জানিয়েছেন, বন্যার কারণে লক্ষ্মীপুরে ১ লাখ ৫৭ হাজার ২০৮৯ জন কৃষক-কৃষাণীর ২২৭ কোটি ৬৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে কৃষি বিভাগের পক্ষ থেকে ৬ হাজার কৃষককে ৫ কেজি খাদের বীজ, ২০ কেজি সার এবং ১ হাজার টাকা নগদ সহায়তা করা হয়েছিল। কিন্তু কৃষকদের অভিযোগ, প্রণোদনা হিসেবে প্রদানকৃত ব্রিধান-৭৫ এবং বিআর-১৭ ধান ছিটা এবং কোনো ধানই হয়নি। এমন অভিযোগে কৃষি বিভাগ বলছে, অসময়ে লাগানোর কারণে এমন সমস্যা হয়েছে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
দেশে ব্যবসা পরিস্থিতির উন্নতি হয়নি, নতুন সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা
পাকিস্তানে গ্যাসের ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৬, আহত ৩১
মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
সাড়ে ১৬ বছর কারাভোগের পর, বাড়ি ফিরলেন উখিয়ার সাবেক বিডিআর সদস্য ইউসুফ
ডাকাতি কালে ভারতীয় ৩ দস্যুকে ধরে কোস্ট গার্ডে দিলো জেলেরা
‘সেনাবাহিনীকে বণিক সমিতি বানিয়েছে হাসিনা, এর সংস্কার করতে হবে’
তাবলীগের সাদপন্থিদের প্রধান মুরব্বিসহ ২৩ জনের জামিন বহাল
বরিশাল বিভাগের ৬ জেলায় প্রাথমিক ও মাধ্যমিকস্তরে পাঠ্যপুস্তক সরবারহের হার হতাশাব্যঞ্জক
কোকোর মৃত্যু স্বাভাবিক ছিল না, এ রহস্য উদঘাটন করা হবে : ডা. জাহিদ
নীলক্ষেতে অতিরিক্ত পুলিশ মোতায়েন
অভিবাসন নিয়ে ট্রাম্প-কলম্বিয়া সম্পর্কের টানাপোড়েন
কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদ রয়েছেন : আইএসপিআর
আলোচনায় থাকতেই ক্যান্সারের ভান অভিনেত্রী হিনার
এস. কে. সুরকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
যুবদল নেতা রাসেলের অত্যাচারে অতিষ্ঠ উপজেলাবাসী, কারণ দর্শানোর নোটিশ
ঢাবির পর এবার সাত কলেজের পরীক্ষা স্থগিত
সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন- শেরপুরের পুলিশ সুপার
আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি
বাংলাদেশে একটি বড় হাসপাতাল করে দেবে চীন : পররাষ্টা উপদেষ্টা
জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নাইজেরিয়ায় নিহত ১৮