খুবির গণইফতার : হাজারো রোজাদারের প্রশান্তি
১০ মার্চ ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১০ মার্চ ২০২৫, ১২:০৪ এএম

মাহে রমজান মাসের প্রথম সপ্তাহে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কেন্দ্রীয় খেলার মাঠে এক বিশেষ গণ-ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে প্রায় আড়াই হাজার রোজাদার একত্রিত হন। রমজান মাসের পবিত্রতা এবং তার মর্যাদাকে গভীরভাবে অনুভব করা এই আয়োজনটি সবার জন্য ছিল অত্যন্ত মর্মস্পর্শী এবং আবেগময়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ গণ-ইফতার মাহফিলের এক আকর্ষণীয় দিক ছিল সাইফুল্লাহ খালিদের সুমধুর কণ্ঠে পরিবেশিত রমজানের গান। তার গানের বাণীতে শোনা যায়, “মাহে রমজান এলো বছর ঘুরে/ মুমিন মুসলমানের দ্বারে দ্বারে/ রহমতেরই বাণী নিয়ে/ মাগফিরাতের পয়গাম নিয়ে/ এলো সবার মাঝে আবার ফিরে।” তার গানের সুর ও কথা রোজাদারদের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছিল এবং মাহফিলের পরিবেশকে আরও অনুপ্রাণিত করেছিল।
গণ-ইফতার অনুষ্ঠানে সাধারণ রোজাদার ও শিক্ষার্থীরা আসরের নামাজের পর থেকে একে একে খেলার মাঠে জড়ো হতে শুরু করেন। পরবর্তী সময়ে, কোরআন তিলাওয়াত, হামদ-নাত এবং ইসলামী বিভিন্ন পরিবেশনা উপস্থিত সবার মধ্যে এক আত্মিক প্রশান্তি ছড়িয়ে দেয়। এ পরিবেশনা গুলি ধর্মীয় একাত্মতা এবং রমজানের মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছিল।
ইফতারের পূর্বে, খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল কুদ্দুস দোয়া-মোনাজাত পরিচালনা করেন। তার মোনাজাতের মাধ্যমে উপস্থিত সকল রোজাদার আল্লাহর কাছে ক্ষমা, রহমত এবং শান্তি কামনা করেন। মাগরিবের আজান শোনার পর, সবাই একসঙ্গে ইফতার করেন এবং রোজা ভাঙেন। একত্রিত হয়ে রোজা ভাঙার এই মুহূর্তটি ছিল এক অতি আবেগময় অভিজ্ঞতা। যা রোজাদারদের মাঝে এক অভূতপূর্ব সম্পর্ক এবং ধর্মীয় ঐক্য সৃষ্টি করেছিল।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের খুলনা মহানগর কমিটির উপদেষ্টা মিনহাজুল আবেদীন সম্পদ বলেন, ‘এ গণ-ইফতার কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এই আয়োজনটি সকল শ্রেণি-পেশার মানুষ এবং শিক্ষার্থীদের একত্রিত করেছে। এটি একটি উৎসবে পরিণত হয়েছে।’
গণ-ইফতার অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার মনোভাব সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এটি শুধু একটি ধর্মীয় সমাবেশই নয় বরং একটি সামাজিক অনুষ্ঠানও ছিল। যেখানে সকল সম্প্রদায় এবং পেশার মানুষ মিলিত হয়ে একে অপরের সাথে ইফতার করেছেন।
এ আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় প্রমাণ করেছে যে, ইসলামের পবিত্র এই মাসের মূল্যবোধ শুধু ধর্মীয় দিক দিয়েই নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক ঐক্যের এক দুর্দান্ত উদাহরণ। রমজানের প্রকৃত উদ্দেশ্য সামাজিক সংহতি, মানবিকতা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চেতনা এই গণ-ইফতার মাহফিলের মাধ্যমে পূর্ণ হয়েছে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা

আগারগাঁও ও উত্তরায় প্রায় ৪০০ অবৈধ দোকান উচ্ছেদ করেছে ডিএনসিসি

ঢাকা মহানগর দক্ষিণ আ. লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেপ্তার

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে

ব্রাহ্মণপাড়ায় বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধাতা জনজীবনে দুর্ভোগ

উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা : পরিবেশ উপদেষ্টা

আদালতে মডেল মেঘনা আলম, প্রতারণার মামলা

মোদিকে মমতার সতর্কতা : শাহকে নিয়ন্ত্রণ করুন

নতুন আয়নাঘরের সন্ধান, উঠে এলো ভয়াবহ চিত্র

গৌরীপুর সাব-রেজিষ্ট্রি অফিসে ঘুষ-অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পেয়েছে দুদক

পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসানের মৃত্যু

বরিশালে ১৮ লাখটন বোরো চাল ঘরে তুলতে শতভাগ আবাদ সম্পন্ন

অপতথ্য নিয়ে কাজ করা সংস্থা বন্ধ করলো ট্রাম্প প্রশাসন

হাসপাতালে ভর্তি অভিনেতা ইলিয়াস জাভেদ

মানবেন্দ্র ঘোষের বাড়িতে হামলাকারীদের বিচার করতে হবে : দেলাওয়ার

‘মিশন কমপ্লিট’ লিখে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার স্ট্যাটাস

আলোর মুখ দেখেনি যেসব ঢাকাই সিনেমা

হার্ভার্ড বামপন্থীদের আখড়া, শিক্ষার জন্য উপযুক্ত নয় : ট্রাম্প

ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ, কঠিন হবে আশ্রয় পাওয়া