বন্যায় ক্ষতবিক্ষত মুদাফরগঞ্জ-শান্তিরবাজার সড়কে যান চলাচলে চরম ভোগান্তি
১১ মার্চ ২০২৫, ১২:৩৪ এএম | আপডেট: ১১ মার্চ ২০২৫, ১২:৩৪ এএম

কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ থেকে মনোহরগঞ্জ উপজেলার শান্তিরবাজার পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় ১৩ কিলোমিটার। জেলার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার সীমান্ত দিয়ে যাতায়াতের প্রধান মাধ্যম এই সড়ক। এছাড়াও সড়কটির কিছু অংশ বরুড়া ও চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় পড়েছে। দীর্ঘদিন ধরেই সড়কটির প্রায় পুরোটায় অসংখ্য গর্ত ও খানাখন্দে ভরপুর। ফলে এ পথে চলাচলকারীদের দুর্ভোগের যেন শেষ নেই। সড়কটি দিয়ে চাঁদপুর ও মনোহরগঞ্জের মানুষ ঢাকা, চাঁদপুর, চাটখিল, রামগঞ্জ ও সোনাপুর যাতায়াতের অন্যতম একমাত্র মাধ্যম থাকায় বেশ কয়েকটি কোম্পানির বাস চলাচল করতো, কিন্তু বর্তমানে আয়েশা পাসপোর্ট ছাড়া আর কোন কোম্পানির বাস চলাচল করছে না।
স্থানীয় লোকজনের ভাষ্য, প্রায় এক বছরের বেশি সময় ধরে সড়কটির বিভিন্ন স্থান ভাঙাচোরা। গত বছরের স্মরণকালের ভয়াবহ বন্যায় লাকসাম-মনোহরগঞ্জসহ আশপাশের কয়েকটি উপজেলা প্লাবিত হয়। বন্যার স্রোত বয়েছে সড়কটির ওপর দিয়ে। বর্তমানে ১৩ কিলোমিটার সড়কের বেশির ভাগ স্থানেই বন্যার স্পষ্ট ক্ষত। দ্রুত এটি সংস্কার না করা হলে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়তে পারে। এ ছাড়া এসব খানাখন্দ আর গর্তের কারণে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
দেখা গেছে, গুরুত্বপূর্ণ এই সড়কে শতাধিক স্থানে পিচ ঢালাই উঠে ইট-সুরকির কঙ্কাল বেরিয়ে এসেছে। সড়কের বেশির ভাগ এলাকাতেই ছোট-বড় অসংখ্য গর্ত। খানাখন্দের কারণে যান চলাচলে চরম সমস্যার সৃষ্টি হচ্ছে। বেহাল সড়কটি নিয়ে গন্তব্যে পৌঁছাতে দ্বিগুণের বেশি সময় লাগছে।
লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ বাজার থেকে রঘুরামপুর পার হলেই সড়কটিতে ভাঙাচোরা শুরু। ছোট-বড় গর্তের কারণে গাড়ি হেলেদুলে চলে। লাকসাম উপজেলার অংশ পার হয়ে মনোহরগঞ্জ উপজেলার অংশে প্রবেশ করতেই আরও খারাপ অবস্থা চোখে পড়ে। মনোহরগঞ্জ উপজেলার মির্জাপুর, বেরনাইয়া, পাঁচপুকুরিয়া এলাকায় খানাখন্দে ভরা সড়কটি।
এসব স্থানের অনেক জায়গায় পিচ ঢালাইয়ের কোনো অস্তিত্ব নেই। রঘুরামপুর থেকে শান্তিরবাজার পর্যন্ত অবস্থা আরও খারাপ। বেশির ভাগ স্থানেই সড়কের পিচ ঢালাইয়ের কোনো অস্তিত্ব নেই। স্টেশন চিতোষী থেকে রঘুরামপুর পর্যন্ত অংশটির একই দশা। কয়েকটি স্থানে পিচঢালাই ও সুরকিও বিলীন হয়ে গেছে।
নুরুল আমিন ডিগ্রি কলেজের প্রভাষক মনিরুল ইসলাম বলেন- গত বছরের আগস্টের বন্যার সময় পানির স্রোতে সড়কের অনেক জায়গা একেবারে ভেঙে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ইট, বালু ও মাটি ফেলে চলাচলের উপযোগী করা হলেও এখন প্রায় পুরো সড়কটি ভাঙাচোরা হয়ে পড়েছে। এতে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন তারা।
মনোহরগঞ্জ উপজেলা সাংবাদিক সমিতির সেক্রেটারি শাহাদাত হোসেন বলেন, বন্যার সময় সড়কটি অধিকাংশ অংশেই কোমর বা বুক সমান পানি ছিল। পুরো স্রোত গেছে সড়কের ওপর দিয়ে। এর কারণে তীব্র স্রোতে সড়কের মির্জাপুর, বেরনাইয়া বাজার ও রেল চিতোষীসহ কয়েকটি স্থান পুরোপুরি ভেঙে যায়। বন্যার আগেও সড়কটিতে খানাখন্দ ছিল, তবে বন্যার পর অবস্থা বেশি খারাপ হয়ে পড়েছে।
শান্তিরবাজারের সিএনজিচালিত অটোরিকশাচালক রুবেল বলেন, ‘সড়কটির এত খারাপ অবস্থা গত ১৫ বছরের মধ্যে দেখিনি। শান্তিরবাজার থেকে মুদাফরগঞ্জ যেতে আগে সময় লাগত ২০ মিনিট, এখন সেখানে ১ ঘণ্টা লেগে যায়।’
মনোহরগঞ্জ উপজেলা প্রধান প্রকৌশলী শাহ আলম জানান, সড়কটি বন্যায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে, বিষয়টি সমাধান কল্পে আমরা কাজ করছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারের কাজ শুরু করা হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে এলজিইডি বিভাগ, কুমিল্লার প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল মতিন বলেন, বন্যার কারণে সড়কটি বেশি বেহাল ও ভাঙাচোরা হয়ে পড়েছে। এরই মধ্যে সড়কটির সংস্কার কাজের দরপত্র প্রক্রিয়া শেষ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সড়কটির সংস্কার কাজ শুরু হবে বলে আশা করছি। এতে মানুষের দুর্ভোগ দূর হবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন

গাজীপুরে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল, সমালোচনা ও নিন্দার ঝড়

শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা

আগারগাঁও ও উত্তরায় প্রায় ৪০০ অবৈধ দোকান উচ্ছেদ করেছে ডিএনসিসি

ঢাকা মহানগর দক্ষিণ আ. লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেপ্তার

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে

ব্রাহ্মণপাড়ায় বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধাতা জনজীবনে দুর্ভোগ

উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা : পরিবেশ উপদেষ্টা

আদালতে মডেল মেঘনা আলম, প্রতারণার মামলা

মোদিকে মমতার সতর্কতা : শাহকে নিয়ন্ত্রণ করুন

নতুন আয়নাঘরের সন্ধান, উঠে এলো ভয়াবহ চিত্র

গৌরীপুর সাব-রেজিষ্ট্রি অফিসে ঘুষ-অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পেয়েছে দুদক

পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসানের মৃত্যু

বরিশালে ১৮ লাখটন বোরো চাল ঘরে তুলতে শতভাগ আবাদ সম্পন্ন

অপতথ্য নিয়ে কাজ করা সংস্থা বন্ধ করলো ট্রাম্প প্রশাসন

হাসপাতালে ভর্তি অভিনেতা ইলিয়াস জাভেদ

মানবেন্দ্র ঘোষের বাড়িতে হামলাকারীদের বিচার করতে হবে : দেলাওয়ার

‘মিশন কমপ্লিট’ লিখে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার স্ট্যাটাস

আলোর মুখ দেখেনি যেসব ঢাকাই সিনেমা

হার্ভার্ড বামপন্থীদের আখড়া, শিক্ষার জন্য উপযুক্ত নয় : ট্রাম্প