যশোরে স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর আত্মহত্যা
১৪ অক্টোবর ২০২৪, ১২:১৪ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৪, ১২:১৪ এএম
যশোর শহরতলির গোয়ালদহ এলাকায় সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যার পর নিজে বিষপানে আত্মহত্যা চেষ্টার সময় পুলিশের হাতে আটক হয় ঘাতক সালাউদ্দিন গাজী। পরে গত শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত শনিবার দুপুরে সাবেক স্ত্রী নুর নাজমাকে হত্যার পর রাতে তিনি পুলিশকে ফোন করেন। পুলিশ গিয়ে বাড়ির পাশের বাগানে বিষপান অবস্থায় তাকে আটক করেন। হাসপাতালে ভর্তির পর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানায়। পুলিশ জানায় এনজিও থেকে দুই লাখ টাকা ঋণ নেন নাজমা। আর সেই টাকা হাতাতেই এই হত্যাকান্ড ঘটায় সালাউদ্দিন। যশোর গোয়েন্দা শাখার একটি টিম ওই হত্যাকান্ডের পর মাঠে নামেন। এ ব্যাপারে জোরালো তদন্ত চলছে বলে জানিয়েছেন গোয়েন্দারা।
তথ্য মতে, ১২ অক্টোবর দুপুরে সাবেক স্ত্রী নূর নাজমা বেগমকে রক্তাক্ত অবস্থায় গোয়ালদহ চাঁচড়ার মুকুল ব্রিকসের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে আনে। হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়। স্থানীয়রা পুলিশকে জানান, মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় তার সাবেক স্বামী সালাউদ্দিন গাজী। হত্যার পর গা ঢাকা দেয় স্বামী সালাউদ্দিন তিনি ওই রাতে এলাকায় দেখে জেলা গোয়েন্দা পুলিশে খবর দেন এলাকার লোকজন। এসময় গোয়েন্দা শাখা পুলিশের এসআই সোলাইমান আক্কাস ও এসআই মাইদুল ইসলাম অভিযান পরিচালনা করেন।
গোয়েন্দা কর্মকর্তা এসআই সুলাইমান আক্কাস জানান, ঘটনার পর অভিযুক্ত খুনী সালাউদ্দিনকে আটক করতে অভিযানে ছিল আইন-শৃঙ্খলা বাহিনী। ওই রাতে সালাউদ্দিনই সারেন্ডার করার জন্য পুলিশকে খবর দেন আটক করতে আসতে। আর তিনিসহ এসআই মাহিদুল ইসলাম গিয়ে দেখেন ঘাতক সালাউদ্দিন এলাকার একটি বাগানে বিষপান করে পড়ে আছেন। তাৎক্ষণিক তাকে আটক করা হয়। আর বিষপান অবস্থায় থাকায় তাকে ওই রাতেই তাৎক্ষনিকভাবে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ২ টায় তার মৃত্যু হয় তার। হত্যাকান্ডের শিকার সাবেক স্ত্রী নূর নাজমা বেগম (৩০) যশোর সদর উপজেলার গোয়ালদহ মিয়াপাড়া এলাকার মশিউর রহমানের মেয়ে। হত্যার পর আত্মহত্যা করা সালাউদ্দিন গাজী (৪১) একই গ্রামের মৃত আলাউদ্দিন গাজীর ছেলে।
এলাকাবাসী জানান, নানামুখি নির্যাতনে অতিষ্ঠ হয়ে নূর নাজমা বেগম ৪ মাস আগে সালাউদ্দিন গাজীকে তালাক দেন। এরপর থেকে বিভিন্ন সময়ে সালাউদ্দিন তাকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। এরমধ্যে নাজমা একটি এনজিও থেকে দুই লাখ টাকা লোন নেন। সেই টাকা নিতে মরিয়া হয়ে ওঠেন সালাউদ্দিন। কিন্তু নূর নাজমা কোনো অবস্থাতেই ওই টাকা হাত ছাড়া করতে চাননি। তিনি বাবার বাড়িতে ৩ সন্তান নিয়ে বসবাস করছিলেন।
১২ অক্টোবর সকালে সালাউদ্দিন সাবেক শ্বশুরবাড়িতে গিয়ে ন‚র নাজমা বেগমকে হুমকি দিয়ে আসেন। আর এদিনই দুপুরে মাঠে নাজমার লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
সেবা পৌঁছে দেয়া হবে সারাদেশে -স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ কর্মকর্তা তুহিন ফারাবী
"আজ গানে গানে সউদি মাতাবেন নগরবাউল জেমস"
কপ২৯-এর এনসিকিউজি টেক্সট হতাশাজনক : সৈয়দা রিজওয়ানা হাসান
বল হাতে বাংলাদেশের ভালো শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
মানবপাচারকারীদের প্ররোচনায় : স্বপ্ন পূরণে হাতছানি!
অবিলম্বে ফারাবিসহ সকল মাজলুম আলেমদের মুক্তি দিন, বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ
জগন্নাথের সহকারী প্রক্টরকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ
আপনারা এখন কোথায়: আ.লীগকে জামায়াত নেতা
আনন্দে গুলি ছুড়তে গিয়ে নিজেই গুলিবিদ্ধ, যুক্তরাষ্ট্রে মৃত্যু ভারতীয় শিক্ষার্থীর
বিশ্বস্ত পাম বন্ডিকে অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নিলেন ট্রাম্প
জনসমর্থন হারাচ্ছে জার্মানির ক্ষমতাসীন দল
ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আহত, নিহত ও কারা নির্যাতিত নেতাকর্মীদের পাশে বিএনপি'র সব সময় থাকবে!
বিপ্লবী সরকারের উপদেষ্টা হবেন বিপ্লবী, তাদের চেতনা থাকবে গতিশীল: রিজভী
আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল এখন ঢাকায়
‘আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তকে সম্মান জানাবে কানাডা’
সৈয়দপুর রেলওয়ে কারখানাকে আধুনিকায়ন করা হবে- রেলপথ উপদেষ্টা