জনসমর্থন হারাচ্ছে জার্মানির ক্ষমতাসীন দল
২২ নভেম্বর ২০২৪, ০৮:৩৭ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ০৮:৩৭ পিএম
আসন্ন নির্বাচনে দল হিসেবে খুব ভালো জায়গায় নেই জার্মানির ক্ষমতাসীন দল এসপিডি। যেভাবে জোট সরকার ভেঙেছে, তা ভালো চোখে দেখছে না মানুষ। সমীক্ষা বলছে, এখন ভোট হলে এসপিডি খুব বেশি হলে পেতে পারে ১৪ থেকে ১৬ শতাংশ ভোট।
এসপিডি থেকে অনেকটাই এগিয়ে আছে ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট পার্টি বা সিডিইউ। তাদের চ্যান্সেলর পদপ্রার্থীও অনেকটাই এগিয়ে। ২৪ থেকে ৩২ শতাংশ পর্যন্ত ভোট পেতে পারে সিডিইউ। তবে আশঙ্কার কথা হলো, অতি দক্ষিণপন্থি এএফডি বা অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ডও এসপিডি-র চেয়ে এগিয়ে। তারা পেতে পারে ১৮ থেকে ১৯ শতাংশ ভোট।
শলৎস অবশ্য বলেছেন, এই জনসমীক্ষার বিশ্বাসযোগ্যতা নিয়ে তার প্রশ্ন আছে। তিনি মনে করিয়ে দিয়েছেন, ২০২১ সালের নির্বাচনের আগেও সকলে সিডিইউ-কে এসপিডি-র থেকে এগিয়ে রেখেছিল। কিন্তু বাস্তবে ফলাফল হয়েছিল ঠিক উল্টো।
নভেম্বরে আচমকাই ভেঙে গেছে বর্তমান জার্মান সরকার। ফলে আগামী বছরের শুরুতেই দ্রুত নির্বাচনে যেতে হবে জার্মানিকে। সেই নির্বাচনে কে হবে এসপিডি বা সোশ্যাল ডেমোক্র্যাট পার্টির মুখ, তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছিল।
জার্মানির সাম্প্রতিক জনমত সমীক্ষা বলছে, জনপ্রিয়তার দিক থেকে অনেক এগিয়ে আছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। ফলে অনেকেই তাকে পরবর্তী চ্যান্সেলর হিসেবে চাইছিলেন। কিন্তু সেই ভাবনায় জল ঢেলে দিয়েছেন পিস্টোরাস নিজেই। তারপরই দলের নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে ওলাফ শলৎসের নাম ঘোষণা করেছেন।
দলের নেতৃত্বকে বিবৃতি দিয়ে পিস্টোরিয়াস জানিয়েছেন, চ্যান্সেলর পদের জন্য তিনি লড়বেন না। তার কথায়, ''এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনারা দলের মধ্যে এই বিষয়টি নিয়ে বিতর্ক বন্ধ করুন।'' পিস্টোরিয়াসের বক্তব্য, তিনি কখনো এই বিতর্ক শুরু করেননি। তিনি কখনো চ্যান্সেলর হতে চাননি। ফলে এনিয়ে আলোচনা বন্ধ হোক। অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা প্রয়োজন।
শলৎস এতদিন যেভাবে জোট সরকার চালিয়েছেন, তার প্রশংসা করে পিস্টোরিয়াস বলেছেন, ''কঠিন সময়ে শক্ত হাতে সরকার চালিয়েছেন শলৎস।'' এসপিডি নেতৃত্ব পিস্টোরিয়াসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সংবাদমাধ্যম পিস্টোরিয়াসকে তার জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন করেছিল। জবাবে তিনি বলেছেন, জনপ্রিয়তার প্রতিফলন যে ব্যালট বাক্সেও ঘটবে এমন কোনো নিশ্চয়তা নেই।
আসন্ন নির্বাচনে দল হিসেবে খুব ভালো জায়গায় নেই এসপিডি। যেভাবে জোট সরকার ভেঙেছে, তা ভালো চোখে দেখছে না মানুষ। সমীক্ষা বলছে, এখন ভোট হলে এসপিডি খুব বেশি হলে পেতে পারে ১৪ থেকে ১৬ শতাংশ ভোট। তাদের চেয়ে অনেকটাই এগিয়ে আছে ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট পার্টি বা সিডিইউ। তাদের চ্যান্সেলর পদপ্রার্থীও অনেকটাই এগিয়ে। ২৪ থেকে ৩২ শতাংশ পর্যন্ত ভোট পেতে পারে সিডিইউ। তবে আশঙ্কার কথা হলো, অতি দক্ষিণপন্থি এএফডি বা অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ডও এসপিডি-র চেয়ে এগিয়ে। তারা পেতে পারে ১৮ থেকে ১৯ শতাংশ ভোট।
শলৎস অবশ্য বলেছেন, এই জনসমীক্ষার বিশ্বাসযোগ্যতা নিয়ে তার প্রশ্ন আছে। তিনি মনে করিয়ে দিয়েছেন, ২০২১ সালের নির্বাচনের আগেও সকলে সিডিইউ-কে এসপিডি-র থেকে এগিয়ে রেখেছিল। কিন্তু বাস্তবে ফলাফল হয়েছিল ঠিক উল্টো। সূত্র: ডয়চে ভেলে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতা হান্নানের চিকিৎসায় সহায়তা দিলেন মজনু
কারো কাছে থাকা আমানত চুরি হয়ে যাওয়া প্রসঙ্গে।
মাগুরায় ট্রাক চাপায় মোটর সাইকেল চালক নিহত
শেখ হাসিনার আমলে সীমান্তের কাঁটা তারে লাশ ঝুলন্ত, এখন পতাকা বৈঠক হয়--শাকিল উজ্জামান
পেকুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পথসভায় মাওলানা ইমতিয়াজ
থানা থেকে ছিনাইয়া নেওয়া যুবদল নেতা গ্রেফতার
শ্রীনগরে বিএনপির অঙ্গ-সংগঠনের ৩ কর্মী গ্রেপ্তার
মুকসুদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা, প্রতিবাদ জানালো আ.লীগ
নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি ও সমমনা দলগুলো
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
এই সরকার বিপ্লবের চেতনাকে পুরোপুরি ধারণ করতে পারেনি: মাহমুদুর রহমান
শার্শা থানা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলন মেলা
মুখ্য সংগঠক হান্নান মাসউদের ওপর ছাত্রলীগের হামলা!
সোনারগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রাষ্ট্র সংস্কারে ১৫ দফা প্রস্তাবনা: পৃথক শরীয়া আদালত প্রতিষ্ঠার দাবি
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০
দেশের সংগ্রামের ইতিহাস-সংস্কৃতি বিশ্বে তুলে ধরার আহ্বান উপদেষ্টা নাহিদের
ভারতে চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
পথশিশুদের নিয়ে বিপিএলের ট্রফি উন্মোচন
তামিমকে বিসিবির ধন্যবাদ