জনসমর্থন হারাচ্ছে জার্মানির ক্ষমতাসীন দল
২২ নভেম্বর ২০২৪, ০৮:৩৭ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ০৮:৩৭ পিএম
আসন্ন নির্বাচনে দল হিসেবে খুব ভালো জায়গায় নেই জার্মানির ক্ষমতাসীন দল এসপিডি। যেভাবে জোট সরকার ভেঙেছে, তা ভালো চোখে দেখছে না মানুষ। সমীক্ষা বলছে, এখন ভোট হলে এসপিডি খুব বেশি হলে পেতে পারে ১৪ থেকে ১৬ শতাংশ ভোট।
এসপিডি থেকে অনেকটাই এগিয়ে আছে ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট পার্টি বা সিডিইউ। তাদের চ্যান্সেলর পদপ্রার্থীও অনেকটাই এগিয়ে। ২৪ থেকে ৩২ শতাংশ পর্যন্ত ভোট পেতে পারে সিডিইউ। তবে আশঙ্কার কথা হলো, অতি দক্ষিণপন্থি এএফডি বা অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ডও এসপিডি-র চেয়ে এগিয়ে। তারা পেতে পারে ১৮ থেকে ১৯ শতাংশ ভোট।
শলৎস অবশ্য বলেছেন, এই জনসমীক্ষার বিশ্বাসযোগ্যতা নিয়ে তার প্রশ্ন আছে। তিনি মনে করিয়ে দিয়েছেন, ২০২১ সালের নির্বাচনের আগেও সকলে সিডিইউ-কে এসপিডি-র থেকে এগিয়ে রেখেছিল। কিন্তু বাস্তবে ফলাফল হয়েছিল ঠিক উল্টো।
নভেম্বরে আচমকাই ভেঙে গেছে বর্তমান জার্মান সরকার। ফলে আগামী বছরের শুরুতেই দ্রুত নির্বাচনে যেতে হবে জার্মানিকে। সেই নির্বাচনে কে হবে এসপিডি বা সোশ্যাল ডেমোক্র্যাট পার্টির মুখ, তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছিল।
জার্মানির সাম্প্রতিক জনমত সমীক্ষা বলছে, জনপ্রিয়তার দিক থেকে অনেক এগিয়ে আছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। ফলে অনেকেই তাকে পরবর্তী চ্যান্সেলর হিসেবে চাইছিলেন। কিন্তু সেই ভাবনায় জল ঢেলে দিয়েছেন পিস্টোরাস নিজেই। তারপরই দলের নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে ওলাফ শলৎসের নাম ঘোষণা করেছেন।
দলের নেতৃত্বকে বিবৃতি দিয়ে পিস্টোরিয়াস জানিয়েছেন, চ্যান্সেলর পদের জন্য তিনি লড়বেন না। তার কথায়, ''এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনারা দলের মধ্যে এই বিষয়টি নিয়ে বিতর্ক বন্ধ করুন।'' পিস্টোরিয়াসের বক্তব্য, তিনি কখনো এই বিতর্ক শুরু করেননি। তিনি কখনো চ্যান্সেলর হতে চাননি। ফলে এনিয়ে আলোচনা বন্ধ হোক। অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা প্রয়োজন।
শলৎস এতদিন যেভাবে জোট সরকার চালিয়েছেন, তার প্রশংসা করে পিস্টোরিয়াস বলেছেন, ''কঠিন সময়ে শক্ত হাতে সরকার চালিয়েছেন শলৎস।'' এসপিডি নেতৃত্ব পিস্টোরিয়াসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সংবাদমাধ্যম পিস্টোরিয়াসকে তার জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন করেছিল। জবাবে তিনি বলেছেন, জনপ্রিয়তার প্রতিফলন যে ব্যালট বাক্সেও ঘটবে এমন কোনো নিশ্চয়তা নেই।
আসন্ন নির্বাচনে দল হিসেবে খুব ভালো জায়গায় নেই এসপিডি। যেভাবে জোট সরকার ভেঙেছে, তা ভালো চোখে দেখছে না মানুষ। সমীক্ষা বলছে, এখন ভোট হলে এসপিডি খুব বেশি হলে পেতে পারে ১৪ থেকে ১৬ শতাংশ ভোট। তাদের চেয়ে অনেকটাই এগিয়ে আছে ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট পার্টি বা সিডিইউ। তাদের চ্যান্সেলর পদপ্রার্থীও অনেকটাই এগিয়ে। ২৪ থেকে ৩২ শতাংশ পর্যন্ত ভোট পেতে পারে সিডিইউ। তবে আশঙ্কার কথা হলো, অতি দক্ষিণপন্থি এএফডি বা অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ডও এসপিডি-র চেয়ে এগিয়ে। তারা পেতে পারে ১৮ থেকে ১৯ শতাংশ ভোট।
শলৎস অবশ্য বলেছেন, এই জনসমীক্ষার বিশ্বাসযোগ্যতা নিয়ে তার প্রশ্ন আছে। তিনি মনে করিয়ে দিয়েছেন, ২০২১ সালের নির্বাচনের আগেও সকলে সিডিইউ-কে এসপিডি-র থেকে এগিয়ে রেখেছিল। কিন্তু বাস্তবে ফলাফল হয়েছিল ঠিক উল্টো। সূত্র: ডয়চে ভেলে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়
‘হাই অ্যালার্টে’ লন্ডন, মার্কিন দূতাবাসের সামনে নিয়ন্ত্রিত বিস্ফোরণ