লালমোহনে সড়কের নাজুক হাল : উপজেলাবাসীর চরম দুর্ভোগ
১৪ অক্টোবর ২০২৪, ১২:১৪ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৪, ১২:১৪ এএম
সংস্কারের অভাবে ভোলার লালমোহন উপজেলার অধিকাংশ রাস্তার অবস্থা নাজুক। উপজেলাবাসীর চরম জনদুর্ভোগ। লালমোহন উপজেলার অভ্যন্তরীণ রুটের প্রায় ৮০ কি.মি. সড়কের বেহাল দশা। চলাচলে এই মানুষের চরম ভোগান্তি হচ্ছে। রাস্তায় বড় বড় গর্ত আর ইট বালি ওঠে গিয়ে যানচলাচলে সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। দিন দিন ওই সব রুটে চলাচলকারী যাত্রী ও পথচারীদের দুর্ভোগ বেড়েই চলছে। বর্ষার কারণে রাস্তার অবস্থা আরো বেহাল দশা। প্রতিদিনেই ঘটছে দুর্ঘটনা। প্রতিবছর এসব সড়ক মেরামতের জন্য লাখ লাখ টাকা বরাদ্দ দেয়া হলেও নিম্নমানের ইট, সুরকি ব্যবহার করায় তা টেকসই হচ্ছে না।
উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, লালমোহন উপজেলায় পাকা রাস্তার পরিমাণ ১৫৪ কি.মি. তার মধ্যে উপজেলা সড়ক ৩৩ কি.মি, ইউনিয়ন সড়ক ৬৯ কি.মি, গ্রামীণ সড়ক ৩৭.৫ কি.মি। গ্রামীণ সড়ক বি ১৫ কিলোমিটার। দীর্ঘদিন মেরামত না করায় প্রায় ৫০ শতাংশের বেশী রাস্তার অবস্থা নাজুক। এর মধ্যে হরিগঞ্জ বাজার থেকে রায়চাঁদ বাজার সড়ক, ডা. আজাহার উদ্দিন রোড থেকে চতলা বাজার ব্রিজ, আজাহার রোড থেকে পূর্বে কুমারখালী একতা বাজার পর্যান্ত, হাফিজ উদ্দিন বাজার (কবিরের দোকান) থেকে পশ্চিম দিকে পূর্বচরউমেদ আহম্মদিয়া দাখিল মাদরাসা পর্যান্ত, রায়চাঁদ বাজার থেকে দক্ষিণে তেগাছিয়া ব্রিজ, রায়চাঁদ থেকে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ হয়ে উত্তর দিকে নতুনবাজার ও পাটওয়ারীহাট যাতায়াত সড়ক, নতুন মুগুরিয়া বাজার থেকে চরভুতা বাংলাবাজার পর্যান্ত, পূর্ব চতলাবাজার থেকে জনতাবাজার যাতায়াত সড়ক, চরভুতা আলমগীর চেয়ারম্যান বাড়ির দরজা থেকে পশ্চিম দিকে কর্তার কাচারি পর্যন্ত এ জনবহুল যাতায়াত সড়কগুলো এখন মরণফাঁদে পরিনত হয়েছে।
প্রতিদিনেই লালমোহন উপজেলার এসব আঞ্চলিক সড়কে ঘটছে ছোট-খাটো দুর্ঘটনা। বর্ষা মৌসুমের প্রায় সময়েই যানবাহন চলাচল বন্ধ থাকে, এ সকল সড়কে, স্কুল, কলেজ, মাদরাসাগামী শিক্ষার্থীদের যাতায়াতে নিয়মিত দুর্ভোগ পোহাতে হচ্ছে। কোনো সুস্থ মানুষ এ সকল সড়কে রিকশা গাড়ি দিয়ে যাতায়াত করলে অসুস্থ হয়ে চিকিৎসা নিতে হয়। ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মো. মিজান, মফিজ, নিরব উদ্দিন, সিরাজ, অটোরিকশা চালক মো. ইউসুফ, জামাল, শাহ আলম (রুটি), নেজামল হক (রুটি)সহ শত শত চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, লালমোহন উপজেলার সড়কগুলোর বেহাল দশার কারণে আমাদের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া ছাড়া কোন উপায় নেই। সচেতন মহলের দাবি এ সকল অবহেলিত সড়কগুলোর তালিকা করে কর্তৃপক্ষ যেন আশু মেরামতের ব্যবস্থা করেন।
চতলা মোহাম্মদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাই বলেন- আমার বিদ্যালয়ের অনেক ছাত্র-ছাত্রী আজহার উদ্দিন রোডসহ বিভিন্ন এলাকা থেকে আসেন। কিন্তু যাতায়াত সড়কের অবস্থা খারাপ হওয়ার কারণে অনেকেই বিদ্যালয়ে আসতে সমস্যার সম্মূখীন হচ্ছেন।
রমাগঞ্জ ইউনিয়নের মো. পারভেজ বলেন- গত সরকার উন্নয়নের কথা বললেও লালমোহনে তেমন কিছুই দেখা যায় নাই। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যাক্তি বলেনÑ স্থানীয় সাবেক এমপি শাওন লালমোহনে উন্নয়নের নামে লুটপাট করেছেন। তিনি অন্যান্য এলাকা হিসেবে আমাদের লালমোহন তেমন কোন উন্নয়ন করেনি। সাবেক এমপি মেজর হাফিজের এলাকা হিসেবে রমাগঞ্জ, রায়চাদসহ আজহার রোড থেকে চতলা বাজার পর্যান্ত সড়কসহ রমাগঞ্জের কোন কাজই করেন নাই।
এ ব্যাপারে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক অধ্যক্ষ ফরিদ উদ্দিন বলেন- এ এলাকাসহ প্রত্যন্ত অঞ্চলের সড়কগুলোর অবস্থা খুবই করুণ। বিগত সরকারের আমলে এ এলাকায় কোন উন্নয়ন হয় নাই। গত ৫ আগস্টের পর সাবেক মন্ত্রী মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম এর নির্দেশে এলজিইডি অফিসের ইঞ্জিনিয়ার এসে বিভিন্ন ইউনিয়নের চলাচলের অনুপযোগী সড়কগুলো মেপে নিয়েছে।
লালমোহন উপজেলা (এলজিইডি)’র প্রকৌশলী রাজীব সাহার কাছে এ সড়কগুলোর মেরামতের ব্যপারে জানতে চাইলে তিনি বলেন, ইতিমধ্যেই চলাচলে অসুবিধা হচ্ছে এমন অনেকগুলো রাস্তার তালিকা করা হয়েছে। এলজিইডির উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে প্রাক্কলন করে দ্রæত পাঠানো হবে। অনুমোদন হলেই কাজ শুরু হবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
"আজ গানে গানে সউদি মাতাবেন নগরবাউল জেমস"
কপ২৯-এর এনসিকিউজি টেক্সট হতাশাজনক : সৈয়দা রিজওয়ানা হাসান
বল হাতে বাংলাদেশের ভালো শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
মানবপাচারকারীদের প্ররোচনায় : স্বপ্ন পূরণে হাতছানি!
অবিলম্বে ফারাবিসহ সকল মাজলুম আলেমদের মুক্তি দিন, বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ
জগন্নাথের সহকারী প্রক্টরকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ
আপনারা এখন কোথায়: আ.লীগকে জামায়াত নেতা
আনন্দে গুলি ছুড়তে গিয়ে নিজেই গুলিবিদ্ধ, যুক্তরাষ্ট্রে মৃত্যু ভারতীয় শিক্ষার্থীর
বিশ্বস্ত পাম বন্ডিকে অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নিলেন ট্রাম্প
জনসমর্থন হারাচ্ছে জার্মানির ক্ষমতাসীন দল
ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আহত, নিহত ও কারা নির্যাতিত নেতাকর্মীদের পাশে বিএনপি'র সব সময় থাকবে!
বিপ্লবী সরকারের উপদেষ্টা হবেন বিপ্লবী, তাদের চেতনা থাকবে গতিশীল: রিজভী
আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল এখন ঢাকায়
‘আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তকে সম্মান জানাবে কানাডা’
সৈয়দপুর রেলওয়ে কারখানাকে আধুনিকায়ন করা হবে- রেলপথ উপদেষ্টা
দেড় যুগ পর গোলাপগঞ্জে প্রকাশ্যে জামায়াতের কর্মী সম্মেলনে জনতার ঢল