আইএমএফের সঙ্গে চুক্তির খুব নিকটে পাকিস্তান
১১ মার্চ ২০২৩, ০৮:২০ পিএম | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩, ০৩:২৩ পিএম

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে কর্মকর্তা পর্যায়ে চুক্তি স্বাক্ষরের ‘খুব নিকটে’ রয়েছে পাকিস্তান। এমন মন্তব্য করেন পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট কাটিয়ে ওঠার জন্য গুরুত্বপূর্ণ লাইফলাইন হিসেবে কাজ করবে আইএমএফের ঋণ। ইসলামাবাদে এক সেমিনারে পাকিস্তানের অর্থমন্ত্রী বলেন, ‘আমরা প্রতিনিধি পর্যায়ে চুক্তি স্বাক্ষরের খুব নিকটে রয়েছি। কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত পর্যায়ের চুক্তিটি স্বাক্ষর হবে বলে আশা করছি।’ আইএমএফের সঙ্গে পাকিস্তানের এবার চুক্তিটি ১১০ কোটি ডলারের। ইসহাক দার আরো বলেন, ‘আমি ও আমার দলের সদস্যরা চুক্তিটি সম্পন্ন করতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিভিন্ন পর্যালোচনা চালিয়ে যাচ্ছি। এজন্য আমরা যথেষ্ট সময়ও নিয়েছি।’ বিশ্লেষকরা মনে করেন পাকিস্তান যদি বহিরাগত ঋণের বাধ্যবাধকতা থেকে খেলাপি হওয়া এড়াতে হয়, তবে চুক্তিটি গুরুত্বপূর্ণ। ইশহাক দার মনে করেন, তিনি আগের দুই মেয়াদে পাকিস্তানের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় যে ধরনের সংকটের মুখোমুখি হয়েছেন, এবারের সমস্যাটি অনেক বেশি গভীর ও আরো জটিল। তবে তিনি আত্মবিশ্বাসী যে পাকিস্তানের অর্থনীতিকে এ সংকট থেকে বের করে আনা সম্ভব। ইসহাক দার বলেন, ‘অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল জ্বালানি খাতের সংস্কার। এছাড়া বিদ্যুৎ খাতকে কাঠামোগতভাবে সংস্কার করতে হবে।’ পাকিস্তানের অর্থনীতি এ মুহূর্তে বড় ধরনের সংকটে। দেশটির মুদ্রার ক্রমেই পতনের পাশাপাশি অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি জনগণের জন্য দিনযাপনকে কঠিন করে তুলেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সব মিলিয়ে আবারো দেউলিয়াত্বের মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান। যদি এমনটা হয়, তাহলে তা সামাজিক ও রাজনৈতিক অস্থিতিশীলতায় ভোগা পাকিস্তানকে শ্রীলংকার চেয়েও খারাপ পরিস্থিতিতে ফেলবে। তাই এ মুহূর্তে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সহযোগিতা ছাড়া পাকিস্তানের পক্ষে এ পরিস্থিতি এড়ানো সম্ভব হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের ভাষ্যমতে, পাকিস্তানের নীতিনির্ধারকরা এখন সউদী আরবসহ বেশ কয়েকটি দেশের কাছে ঋণের জন্য আবেদন দিচ্ছেন। তাই আইএমএফ চুক্তিটি পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর জন্য অন্যান্য দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় অর্থায়নের উৎসগুলোকে উন্মুক্ত করবে। এদিকে ঋণের কিস্তি ছাড় করার জন্য পাকিস্তানের ওপর কঠোর শর্ত আরোপ করেছে আইএমএফ। ইসলামাবাদ অবশ্য ঋণদাতা সংস্থাটির বেশির ভাগ শর্তই মেনে নিয়েছে। যার মধ্যে রয়েছে বিদ্যুতের মূল্যবৃদ্ধি কিংবা বিনিময় হারের ওপর থেকে নিয়ন্ত্রণ তুলে নেয়া। এদিকে পাকিস্তানের দীর্ঘদিনের মিত্র চীন একমাত্র দেশ হিসেবে ২০০ কোটি ডলার ঋণ পুনঃঅর্থায়নের ঘোষণা করেছে। এরই মধ্যে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক তার থেকে ১২০ কোটি ডলার হাতে পেয়েছে। আগেও বহুবার আইএমএফের ঋণে ভর করে সংকট কাটাতে সক্ষম হয়েছে পাকিস্তান। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। গত কয়েক মাসে দফায় দফায় আলোচনার পরও ঋণের অর্থ ছাড় করতে পারেনি দেশটি। পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দারও সাম্প্রতিক সময়ে প্রকাশ্যেই আইএমএফের সমালোচনায় মুখর হয়েছেন। তার ভাষ্যমতে, পাকিস্তানের সঙ্গে ‘অস্বাভাবিক’ আচরণ করছে সংস্থাটি। রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে জিনপিংয়ের বৈঠক, ৩০টিরও বেশি চুক্তি সই

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল, সমালোচনা ও নিন্দার ঝড়

শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা

আগারগাঁও ও উত্তরায় প্রায় ৪০০ অবৈধ দোকান উচ্ছেদ করেছে ডিএনসিসি

ঢাকা মহানগর দক্ষিণ আ. লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেপ্তার

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে

ব্রাহ্মণপাড়ায় বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধাতা জনজীবনে দুর্ভোগ

উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা : পরিবেশ উপদেষ্টা

আদালতে মডেল মেঘনা আলম, প্রতারণার মামলা

মোদিকে মমতার সতর্কতা : শাহকে নিয়ন্ত্রণ করুন

নতুন আয়নাঘরের সন্ধান, উঠে এলো ভয়াবহ চিত্র

গৌরীপুর সাব-রেজিষ্ট্রি অফিসে ঘুষ-অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পেয়েছে দুদক

পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসানের মৃত্যু

বরিশালে ১৮ লাখটন বোরো চাল ঘরে তুলতে শতভাগ আবাদ সম্পন্ন

অপতথ্য নিয়ে কাজ করা সংস্থা বন্ধ করলো ট্রাম্প প্রশাসন

হাসপাতালে ভর্তি অভিনেতা ইলিয়াস জাভেদ

মানবেন্দ্র ঘোষের বাড়িতে হামলাকারীদের বিচার করতে হবে : দেলাওয়ার

‘মিশন কমপ্লিট’ লিখে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার স্ট্যাটাস