সাবেক তাইওয়ান প্রেসিডেন্ট মা ইং চীন সফরে যাবেন
২০ মার্চ ২০২৩, ০৮:৫২ পিএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩, ০৪:০৭ পিএম
এ মাসে চীন সফরে যাবেন তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট মা ইং-জউ। রোববার তার কার্যালয় থেকে একথা জানানো হয়েছে। ১৯৪৯ সালে যুদ্ধে হেরে যাওয়ার পর রিপাবলিক অব চায়না সরকার তাইওয়ান দ্বীপে পালিয়ে যায়। তারপর তাইওয়ানের সাবেক বা বর্তমান প্রেসিডেন্টদের মধ্যে মা ইং-জউই হতে চলেছেন প্রথম কেউ, যিনি চীন সফরে যাচ্ছেন। এমন একটি সময়ে মা চীন সফরে যাওয়ার পরিকল্পনা করেছেন যে সময়ে বেইজিং ও তাইপের মধ্যে উত্তজনা তুঙ্গে রয়েছে। গত বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্র সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের তাইপে সফর ঘিরে চীন ও তাইওয়ানের মধ্যে যুদ্ধ উত্তেজনার সৃষ্টি হয়েছিল। যে উত্তেজনার পারদ এখনও নামেনি। তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ মনে করে চীন। যারা একদিন পুনরায় একত্রিত হবে। এজন্য প্রয়োজনে বলপ্রয়োগের হুমকিও দিয়ে রেখেছে চীন। তাইওয়ানের কারণেই চীনের বৈদেশিক সম্পর্ক ‘ওয়ান-চায়না পলিসি’ বা এক-চীন নীতির উপর অনেকাংশে নির্ভরশীল।চীন চায় বাকি বিশ্ব তাদের এক-চীন নীতি অনুসরণ করুক। তাইওয়ানের আনুষ্ঠানিক নাম এখনও ‘দ্য রিপাবলিক অব চায়না’। মা তাইওয়ানের বর্তমান বিরোধী দল কুওমিনটাং (কেএমটি) এর একজন জ্যেষ্ঠ সদস্য।এর আগে তিনি ২০১৫ সালের শেষ দিকে সিঙ্গাপুরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছিলেন। ওই বৈঠকের মাত্র কয়েকদিন আগেই ভোটে জিতে তাইওয়ানের ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। মা’র কার্যালয় থেকে জানানো হয়েছে, তিনি আগামী ২৭ মার্চ থেকে ৭ এপ্রিল চীন সফর করবেন। চীনের নানজিং, উহান, চাংসা, চংকিং এবং সাংহাইয়ে যাবেন তিনি। ওইসব নগরীতে তিনি শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করবেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও চীন-জাপান যুদ্ধ সম্পর্কিত বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করবেন। সেইসঙ্গে মা ওইসব স্থানেও যাবেন যেগুলোর সঙ্গে ১৯১১ সালে গণবিপ্লবের মাধ্যমে চীনা সম্রাটকে উৎখাত করে বর্তমান রিপাবলিক অব চায়নার জন্মের সম্পর্ক রয়েছে। মা’র কার্যালয় থেকে তার চীন সফরে যাওয়ার খবর দেওয়া হলেও তিনি চীনের কোনও কর্মকর্তা বা প্রেসিডন্ট শি’র সঙ্গে বৈঠক করবেন কিনা সে বিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি। কুওমিনটাং (কেএমটি) ঐতিহ্যগতভাবেই চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পক্ষে। যদিও দলটি দৃঢ়ভাবে নিজেরা চীনপন্থি নয় বলে দাবি করে। তবে তাদের সেই দাবি আর কাজের মধ্যে মিল নেই। বরং, উভয় দেশ ভ্রমণ সংক্রান্ত কোভিড-১৯ বিধিনিষেধ শিথিল করার পর চীনের সঙ্গে কেএমটি কর্মকর্তাদের যোগাযোগ বেড়েছে। গত মাসে কেএমটির উপ প্রধান অ্যান্ড্রু সিয়া বেইজিং যান এবং সেখানে কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা ওয়াং হুনিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। তাইওয়ানের ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) বিরোধীদল কেএমটিকে আক্রমণ করতে সিয়ার চীন সফরের কথা উল্লেখ করে বলেছে, তারা বেইজিংয়ের অতি কাছের এবং তাইওয়ানকে বিক্রি করে দিতে চায়। অন্যদিকে, কেএমটি বলেছে, চীনের সঙ্গে যোগাযোগের চ্যানেল খোলা রাখা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে। রয়টার্স, বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
অতিসত্বর নির্বাচন হওয়ার দরকার : আমীর খসরু
দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে : মেজর হাফিজ
বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিচ্ছে সরকার
ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের
শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা
অভিযানের খবরে পালাল শ্রাবণধারা কারখানার পরিচালক-ম্যানেজার
সর্বজনীন পেনশন স্কিমে নেই আশানুরূপ সাড়া
একতাই পারবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে
তিতাস গ্যাস টি.এন্ড ডি. পিএলসি’র ৫% নগদ লভ্যাংশ অনুমোদিত
ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ
‘আপনারা আমার খালেদকে ফেরত এনে দেন’ : নিখোঁজ সহ-সমন্বয়কের বাবা লুৎফর
২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের অধিবেশন প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ইনসেপ্টার বিক্রয় প্রতিনিধির ২২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
পিকে হালদারের পাঁচ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ
ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশি নিহত
মুক্তি পেলেন ভারতের সমুদ্রসীমায় গ্রেফতার ১২ বাংলাদেশি
আ.লীগকে পুনর্বাসনকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়বে গণঅধিকার পরিষদ
অন্তর্বর্তী এ সরকারের মধ্যে দুটি সরকার রয়েছে : মাহমুদুর রহমান মান্না
হাসিনার নভোথিয়েটার দুর্নীতি মামলার পুনঃতদন্ত শুরু