অনাস্থা ভোটে উতরে গেলেন ম্যাখোঁ
২১ মার্চ ২০২৩, ০৯:১৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০২:২৯ এএম
সংসদে অনাস্থা ভোটে সামান্য ব্যবধানে টিকে গেছে ফ্রান্সের বর্তমান সরকার। পেনশনের বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৬৪ বছর করায় সোমবার অনাস্থা ভোটের মুখোমুখি হয় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সরকার। বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, মধ্যপন্থী সংসদ সদস্যরা ম্যাক্রোঁর সরকারের বিরুদ্ধে প্রথম অনাস্থা ভোট উত্থাপন করেন। পরে ২৭৮ জন সংসদ সদস্য ম্যাখোঁর প্রতি অনাস্থা জানান। তবে ম্যাক্রোঁ সরকারের পতনের জন্য ২৮৭টি ভোট প্রয়োজন ছিল। এদিকে মেরিন লঁ পেন্সের উগ্র ডানপন্থি ন্যাশনাল র্যালি পার্টির উত্থাপিত দ্বিতীয় অনাস্থা ভোটেও উতরে গেছেন ম্যাঁক্রো। দুটি অনাস্থা ভোট ব্যর্থ হওয়ায় ম্যাক্রোঁর পেনশনের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি খুব অল্প সময়ের মধ্যে আইনে রূপ নেবে। জানা যায়, ফ্রান্সে আগে ৬২ বছর বয়স পর্যন্ত কাজ করলেই পেনশন মিলতো। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, এখন ৬৪ বছর বয়স পর্যন্ত কাজ করতে হবে। বিষয়টি তরুণদের মধ্যেও তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ম্যাখোঁ যদি এসব অনাস্থা ভোটে হেরে যেতেন তাহলে তাকে নতুন সরকার গঠন করতে হতো অথবা নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করতে হতো। তবে এবারের মতো তিনি সে বিপর্যয়ের হাত থেকে বেঁচে গেছেন। এদিকে, অনাস্থা ভোট ব্যর্থ হলেও যারা ম্যাঁক্রোর বিপক্ষে ভোট দিয়েছিলেন, তারা সংসদের ভেতরেই ক্ষোভ প্রকাশ করেন। সেসময় তারা পেনশনের বয়সসীমা বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলে দাবি জানান। সংসদের ভেতর একজন সংসদ সদস্য ‘চালিয়ে যাও, রাজপথে দেখা হবে’ লেখা প্ল্যাকার্ড তুলে ধরেন।কট্টর-বাম লা ফ্রান্স ইনসুমিস সংসদীয় গ্রুপের প্রধান ম্যাথিল্ড প্যানোট বলেন, কোনো কিছুর সমাধান হয়নি। আমরা যা করতে পারি, তা চালিয়ে যাব যাতে এ সংস্কারটির বাস্তবায়ন না হয়। জানা যায়, প্রধানমন্ত্রী ম্যাখোঁ সংবিধানের ৪৯:৩ ধারার ক্ষমতাবলে আইনপ্রণেতা অর্থাৎ সংসদ সদস্যদের কোনো ভোট ছাড়াই পেনসনের বয়সসীমা বাড়ান। এতে চরম ক্ষিপ্ত হন বেশিরভাগ ফরাসি সংসদ সদস্য। সরকারের এ সিদ্ধান্ত সাধারণ মানুষের মধ্যেও তীব্র ক্ষোভ সৃষ্টি করে। বিবিসি জানায়, পেনশনের বয়সসীমা বৃদ্ধি নিয়ে ফ্রান্সে এক সপ্তাহ ধরে ব্যাপক বিক্ষোভ চলছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর দায়ে এখন পর্যন্ত শতাধিক আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে। রাজধানী প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে আন্দোলন ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়। এমনকি, রাস্তায় ব্যারিকেড দেন বিক্ষোভকারীরা। সোমবার অনাস্থা ভোট ব্যর্থ হওয়ার পর আবারও বিক্ষোভ শুরু হয়। বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গণশুনানির মাধ্যমে তিস্তাসহ এই অঞ্চলের অবকাঠামো সমস্যাগুলো সমাধান করা হবে -উপদেষ্টা আসিফ মাহমুদ
ডিমলা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বিচার শেষ হওয়ার পূর্বে আ.লীগের সাংগঠনিক কার্যক্রম-নিবন্ধন স্থগিত করতে হবে: রাশেদ খান
ফরিদপুরের নিজ বাড়িতে মামা-ভাগ্নের দাফন সম্পন্ন
পেকুয়ায় বৃহত্তর তাফসির মাহফিল ঘিরে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত
‘প্রতিবেশী দেশ থেকে ইসকনের নামে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য চেষ্টা ও ষড়যন্ত্র করেছে’
র্যাবের অভিযানে জাহাজে সাত খুনের ঘটনার হোতা গ্রেফতার
গোপন তথ্য ফাঁস করছেন পুলিশ কর্মকর্তারাই
ব্রাহ্মণপাড়ায় আতঙ্কের আরেক নাম অবৈধ ট্রলি ট্রাক্টর
টেস্টে ফেরা আরও দীর্ঘ হচ্ছে রশিদের
দেশের ৯৮ ভাগ মানুষ মুসলমান, ২ ভাগ অন্য ধর্মাবলম্বী: বিশ্ব জরিপ সংস্থা
কাপ্তাইয়ে চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চে শুভ বড় দিন উদযাপন
ক্ষমতাচ্যুত আ.লীগ জনগণ থেকে সম্পূর্ণরুপে বিচ্ছিন্ন ছিল: আমিনুল হক
চার দিন ধরে স্কুল ছাত্রী নিখোঁজ, থানায় অপহরণের অভিযোগ
মুন্সীগঞ্জে হত্যা মামলায় ২ ইউপি চেয়ারম্যান গ্রেফতার
তোরেসকেও হারাল বার্সা
সিলেটে বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপন
সৌদিতে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের ২ যুবক নিহত
বরগুনা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সোহেল হাফিজ সভাপতি, সালেহ্ সম্পাদক
চাঁদপুরে সারবাহী জাহাজে নৃশংস হত্যাকাণ্ড: ৭ দিনের রিমান্ডে ইরফান