অভিবাসন প্রত্যাশীদের ঠেকাতে যুক্তরাষ্ট্র ও কানাডার চুক্তি
২৪ মার্চ ২০২৩, ০৮:২৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০২:২৬ পিএম
যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার সীমান্তের অনানুষ্ঠানিক পারাপারের পথ দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের ঢল থামাতে দেশ দুটি একটি চুক্তির ব্যাপারে সম্মত হয়েছে। তবে চুক্তির কিছু বিষয় এখনো বিস্তারিতভাবে নির্ধারণ করা হয়নি। আজ শুক্রবার দুই দেশের প্রেসিডেন্টের বৈঠকে তা নির্ধারণ করা হবে। কানাডার এক সরকারি সূত্র এবং এক মার্কিন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সীমান্ত পারাপারের ক্ষেত্রে সেফ থার্ড কান্ট্রি অ্যাগ্রিমেন্টের (এসটিসিএ) বিধিমালা অনুসরণ করা হয়। এর আওতায় যুক্তরাষ্ট্র ও কানাডার কর্মকর্তারা নিজ নিজ সীমান্তের প্রবেশপথ থেকে অভিবাসনপ্রত্যাশীদের ফেরত পাঠাতে পারেন। তবে কুইবেকের রক্সহাম রোডের মতো অনানুষ্ঠানিক পথের ক্ষেত্রে এসব বিধি প্রয়োগ করা হয় না। কুইবেকে অভিবাসনপ্রত্যাশীদের ঢল থামাতে ট্রুডো চাপের মুখে আছেন। এ প্রদেশটি ফরাসি ভাষী–অধ্যুষিত। ট্রুডোর নির্বাচনী আসনও সেখানে। এমন অবস্থায় সংশোধিত সেফ থার্ড কান্ট্রি অ্যাগ্রিমেন্ট (এসটিসিএ) নিয়ে শুক্রবার অটোয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মধ্যে আলোচনা হবে। এরপর এ নিয়ে ঘোষণা দেওয়া হতে পারে। রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা বলেন, চুক্তির আওতায় কানাডা আগামী বছর মানবতার খাতিরে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার থেকে অতিরিক্ত ১৫ হাজার অভিবাসনপ্রত্যাশীকে গ্রহণ করবে। ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে বৃহস্পতিবার বাইডেন কানাডায় পৌঁছান। শুক্রবার ট্রুডোর সঙ্গে কানাডার পার্লামেন্টে ভাষণ দেবেন তিনি। শুক্রবার সন্ধ্যায় দুই নেতা এবং তাঁদের স্ত্রীরা ট্রুডোর বাড়িতে মিলিত হবেন। রক্সহাম রোড নামের অনানুষ্ঠানিক এ সীমান্ত অভিবাসনপ্রত্যাশীদের একটি পছন্দের পথ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের ওপর ধরপাকড় অভিযান শুরু করার পর ২০১৭ সালে এ সীমান্ত ক্রসিং নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছিল। ওই অভিযানের পর কানাডা সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের ঢল দেখা গিয়েছিল। নতুন চুক্তিটি কার্যকর হলে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার পুরো সীমান্ত এলাকাই এসটিসিএর আওতায় আসবে। অনানুষ্ঠানিক সীমান্ত ক্রসিংয়েও তখন অভিবাসনপ্রত্যাশীদের বাধা দেওয়া যাবে। সাম্প্রতিক মাসগুলোতে কানাডায় সীমান্ত ক্রসিং দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের ঢল বাড়তে দেখা গেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ট্রুডোর কার্যালয়ের বক্তব্য জানার চেষ্টা করা হয়েছিল। তবে তাতে সাড়া পাওয়া যায়নি। ,গত বুধবার ট্রুডো সাংবাদিকদের বলেছেন, অনেক মাস ধরে অনিয়মিত সীমান্ত ক্রসিংয়ের মতো জটিল এ ইস্যুর সমাধানে যুক্তরাষ্ট্র ও কানাডা সরকার কাজ করছে। শিগগিরই এ নিয়ে ঘোষণা দিতে পারবেন বলে আশা করছেন তিনি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
সন্তান প্রাপ্তবয়স্ক হলেই বিয়ে দিন
চট্টগ্রামের প্রবীণ আলেম আল্লামা জালাল উদ্দীনের ইন্তেকাল
খানবাহাদুর আহ্ছানউল্লা : শিক্ষায় তার অবদান
ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে?
ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
মহাবিশ্বের সুদূর পারে মিলল অতিকায় মহাসাগরের সন্ধান
না ফেরার দেশে সুজুকি কোম্পানির সাবেক চেয়ারম্যান ওসামু সুজুকি
প্রথম উভচর অ্যাসল্ট জাহাজ উদ্বোধন চীনে
মাত্র ২ ডলার টিপস দেয়ায় গর্ভবতী মহিলাকে ১৪ বার ছুরিকাঘাত
ইরাকে গণকবরে ১০০ কুর্দি নারী ও শিশুর লাশের সন্ধান
টুইটার থেকে এক্স, ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যমের নতুন যুগ
অস্ট্রেলিয়ায় দাবানলে পুড়ে গেছে সিঙ্গাপুরের আয়তনের সমান এলাকা
মরক্কোয় অভিবাসী নৌকাডুবিতে ৭০ জন নিখোঁজ
সানা বিমানবন্দরে ইসরাইলি হামলা অক্ষত আছেন ডব্লিউএইচও প্রধান
জাপানে বয়স্ক জনসংখ্যা ও প্রতিরক্ষা খাতে রেকর্ড বাজেট অনুমোদন
ট্রাম্পের অধীনে সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কতা
হুথি-ইসরাইল সংঘাত বৃদ্ধির নিন্দা জাতিসংঘ মহাসচিবের
দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টও অভিশংসিত
সময় টিভির সাংবাদিকদের চাকরিচ্যুতি: ওই দিনের প্রকৃত ঘটনা তুলে ধরলেন হাসনাত
প্রশ্ন : কেউ ৫০০০ টাকায় একটি আবাদী জমি ভাড়া নিল। বছরে ৫০০ টাকা ভাড়া বাবদ কাটা হবে। তিন বছর পর ১৫০০ টাকা ভাড়া কেটে বাকি ৩৫০০ টাকা ফেরত দিল। এ নিয়ম বৈধ কিনা?